এ বছর বিয়ের পিঁড়িতে বসছেন আপনি? তা হলে এ লেখা শুধু আপনার জন্য! বিয়ের দিন যত এগিয়ে আসে, ততই পাল্লা দিয়ে চড়তে থাকে উত্তেজনার পারদ। আর সেই দিনটায় ত্বক নিয়ে কোনও সমস্যায় পড়ুন আপনি, এ আমরা মোটেও চাই না! কিন্তু যাঁদের ত্বক শুষ্ক বা ড্রাই, তাঁদের নানা ঝামেলা লেগেই থাকে! ত্বক রুক্ষ হয়ে যায়, খসখসে লাগে, চুলকোয়, এমনকী খুসকিও হতে পারে! (হ্যাঁ, মুখেও খুসকি হওয়া সম্ভব!)
এ ধরনের কোনও সমস্যায় যাতে আপনাকে পড়তে না হয়, তার জন্য আমরা নিয়ে এসেছি শুষ্ক ত্বকের জন্য প্রি-ব্রাইডাল স্কিনকেয়ার! মেনে চললে ত্বক সুস্থ তো থাকবেই, পাশাপাশি বিয়ের দিন মুখে পাবেন নিখুঁত জেল্লা! পড়তে থাকুন!
ধাপ 01: ক্লেনজিং

শুষ্ক ত্বক মানেই মুখ পরিষ্কার করার দরকার নেই, এমনটা ভেবে নেবেন না! রাতে মুখ ধুয়ে ফেলুন, তাতে সারাদিনের জমে থাকা ধুলোময়লা সাফ হয়ে যাবে। মুখ ধুতে ব্যবহার করুন হাইড্রেটিং আর তরতাজা ফেসওয়াশ। তার জন্য সিম্পল কাইন্ড টু স্কিন রিফেশিং ফেসিয়াল ওয়াশ/ Simple Kind To Skin Refreshing Facial Wash. বেছে নিতে পারেন। সাবান-মুক্ত এই ফরমুলাটিতে রয়েছে আর্দ্রতাবাহী প্রো ভিটামিন বি আর স্নিগ্ধ ভিটামিন ই। ফলে মুখ কোমলভাবে পরিষ্কার তো হবেই, পুষ্টিও অক্ষুণ্ণ থাকবে।
ধাপ 02: এক্সফোলিয়েট

ত্বকে মৃত কোষ জমে একাংশ শুকনো দেখায়, রোমছিদ্র বন্ধ হয়ে যায়। ল্যাকমে গ্রিন অ্যাপল এপ্রিকট জেন্টল অন স্কিন ডিপ ক্লেনজিং জেল স্ক্রাব/ Lakmé Green Apple Apricot Gentle On Skin Deep Cleansing Gel Scrub. ব্যবহার করে মৃত কোষ সরান, বের করে আনুন ভেতরের উজ্জ্বল, আর্দ্র, তরতাজা গায়ের রং। কোমল জেল ফরমুলা আপনার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করবে, অথচ শুকনো মনে হবে না একটুও!
ধাপ 03: টোনিং

আর্দ্র আর শুষ্ক ত্বকের মধ্যে যে তফাৎ সেটা গড়ে দিতে পারে টোনারের ব্যবহার। এতদিন পর্যন্ত যত টোনার দেখেছেন, সবই কি অ্যাস্ট্রিনজেন্ট আর অ্যালকোহল বেস দিয়ে তৈরি? তা হলে আপনার চাই ডার্মালজিকা মাল্টি-অ্যাকটিভ টোনার/ Dermalogica Multi-Active Toner. । অত্যন্ত হালকা, তরতাজা এই টোনারে রয়েছে স্নিগ্ধ আর্নিকা, বাম মিন্ট আর ল্যাভেন্ডার। বিয়ের কনের ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা জোগাতে এই টোনারটি আদর্শ!
ধাপ 04: সিরাম

মুখে কনেবউ সুলভ স্নিগ্ধ জেল্লা চাইলে এই ধাপটি বাদ দেওয়া যাবে না কিছুতেই! প্রতিদিন নিয়মিত সিরাম ব্যবহার করলে বিয়ের দিন মুখে কোনও শুষ্কতা বা ছোপছোপভাব থাকবে না, বরং এক উজ্জ্বল দীপ্তি পাবেন। ত্বকের শুষ্কতা কমাতে বেছে নিন ডার্মালজিকা স্কিন হাইড্রেটিং বুস্টার/ Dermalogica Skin Hydrating Booster হ্যালুরনিক অ্যাসিড, অ্যালগি অর্থাৎ সামুদ্রিক শ্যাওলার নির্যাস ও আরও নানা অভিনব উপাদানের মিশ্রণে তৈরি এই সিরাম ত্বকে আর্দ্রতার ভারসাম্য ফিরিয়ে আনে, এমনকী ত্বকের আর্দ্রতা বাড়িয়ে তোলে। মুখে ময়শ্চারাইজার মাখার আগে এটি মাখুন, ঝলমলে হয়ে উঠবে ত্বক!
ধাপ 05: ময়শ্চারাইজার

বিয়ের দিন শুষ্ক ত্বককে বিদায় দিতে ব্যবহার করুন ভালো ময়শ্চারাইজার। হ্যালুরনিক অ্যাসিড আর ভিটামিন ই-র আর্দ্রতা আর পুষ্টিগুণে ভরপুর পন্ড'স সুপার লাইট জেল ময়শ্চারাইজার/ Pond's Super Light Gel Moisturiser আপনাকে এনে দেবে উজ্জ্বল জেল্লাদার ত্বক, কোনও শুষ্কভাব ছাড়াই!
ধাপ 06: মাস্ক

কোরিয়ান বিউটি থেকে এই কৌশলটা খুঁজে বের করেছি আমরা! আপনার ত্বক পরিচর্যার সুফল যাতে নষ্ট না হয়, তাই সবটুকু গুণ ধরে রাখতে ব্যবহার করুন মাস্ক! সপ্তাহে দু'বার ব্যবহার করুন ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি শিট মাস্ক/ Lakmé Blush & Glow Strawberry Sheet Mask , এতে বাদবাকি সমস্ত প্রডাক্ট ত্বকের গভীরে প্রবেশ করতে পারবে, আর বিয়ের দিন আপনি পেয়ে যাবেন ঝলমলে দীপ্তিময় ত্বক!
মূল ফোটো সৌজন্য: @rheakapoor
Written by Manisha Dasgupta on Nov 12, 2021
Author at BeBeautiful.