গরমের প্রচণ্ড দাবদাহ থেকে বর্ষা মুক্তি এনে দেয় ঠিকই, কিন্তু আপনার তেলতেলে ত্বকের সমস্যা এর ফলে অনেকটাই বেড়ে যেতে পারে। বাতাসের চড়া আর্দ্রতার কারণে ঘাম শুকোতে দেরি হয়, রোমছিদ্র বন্ধ হয়ে যায়। আপনার সেবেশাস গ্ল্যান্ড, অর্থাৎ তৈলগ্রন্থিগুলো থেকেও বেশি বেশি করে তেল বেরোয়, ফলে ত্বক চটচটে আর তেলতেলে মনে হয়।
মুখের এই অতিরিক্ত তেলাভাব নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকে আবার বাড়াবাড়ি করে ফেলেন। বারবার মুখ ধুলে বা ত্বক শুষ্ক করে দেয় এমন প্রডাক্ট বেশি ব্যবহার করলে ত্বকের আরও বেশি ক্ষতি হয়। বদলে আপনার দরকার কোমল ম্যাটিফায়িং প্রডাক্ট যা ত্বক আর্দ্র রাখবে অথচ চটচটে করে তুলবে না। এই বর্ষায় আমরা নিয়ে এসেছি পাঁচটি সেরা স্কিনকেয়ার প্রডাক্ট, যা ত্বক থেকে অতিরিক্ত তেল কমাবে ঝটপট।
- 01. পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ - অয়েল ক্লিয়ার গ্লো
- 02. সেন্ট ইভস র্যাডিয়েন্ট স্কিন পিঙ্ক লেমন অ্যান্ড ম্যান্ডারিন অরেঞ্জ স্ক্রাব
- 03. ল্যাকমে নাইন টু ফাইভ ম্যাট ময়েস্ট ম্যাটিফায়িং ময়শ্চারাইজার
- 04. ডার্মালজিকা মাল্টি-অ্যাকটিভ টোনার
- 05. সিম্পল ডেইলি স্কিন ডিটক্স অয়েল বি গন মিসেলার ওয়াটার
01. পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ - অয়েল ক্লিয়ার গ্লো

লেবুফুলের নির্যাস আর গ্লিসারিনে সমৃদ্ধ এই কোমল ফেসওয়াশ আপনার মুখ পরিষ্কার করে ভালোভাবে, কিন্তু শুকনো করে দেয় না। দিনে দু'বার মুখ পরিষ্কার করুন। অন্তত এক মিনিট ধরে ফেনা করুন, মুখের প্রতিটি কোনা আর খাঁজ ভালো করে সাফ করে নিন। নাকের দু'পাশের তেলা জায়গা আর চিবুক ঘষে সাফ করুন যাতে তেলাভাব কেটে যায়।
02. সেন্ট ইভস র্যাডিয়েন্ট স্কিন পিঙ্ক লেমন অ্যান্ড ম্যান্ডারিন অরেঞ্জ স্ক্রাব

বর্ষায় আপনার এক্সফোলিয়েশন সংক্রান্ত সমস্ত প্রয়োজন মেটাবে ম্যান্ডারিন অরেঞ্জ আর পিঙ্ক লেমন দিয়ে তৈরি এই তরতাজা ফেসিয়াল স্ক্রাব। ত্বক নিষ্প্রাণ দেখানোর মূল কারণ হল তেলতেলেভাব, কিন্তু নিয়মিত এক্সফোলিয়েশন করলে সেই সমস্যা মেটানো সম্ভব। মুখ থেকে মৃত কোষ আর জমে যাওয়া ধুলোময়লা সাফ করতে সপ্তাহে অন্তত দু'বার স্ক্রাব ব্যবহার করুন। ভেতরের তরতাজা উজ্জ্বল ত্বক বেরিয়ে আসবে।
03. ল্যাকমে নাইন টু ফাইভ ম্যাট ময়েস্ট ম্যাটিফায়িং ময়শ্চারাইজার

মুখ তেলতেলে লাগলেও ময়শ্চারাইজার বাদ দেবেন না। আর্দ্রতার অভাবে আপনার ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যেতে পারে এবং তার ফলে পরিবেশের ক্ষতিকর উপাদান সহজেই ত্বকের সুরক্ষার বলয় ভেঙে দিতে পারে। তাই এই ম্যাটিফায়িং ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে রয়েছে গ্রিন টি-র নির্যাস আর উইচ হ্যাজেল, যা আপনার ত্বককে তেলমুক্ত রাখে 12 ঘণ্টা পর্যন্ত। ফলে তেলতেলে ত্বকের নো এনট্রি!
04. ডার্মালজিকা মাল্টি-অ্যাকটিভ টোনার

যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের বর্ষাকালে ফেসিয়াল টোনার ব্যবহার করা জরুরি। এই আলট্রা-লাইট টোনার দিয়ে রুখে দিন ত্বকের তেলতেলেভাব। আর্নিকা, বাম মিন্ট আর ল্যাভেন্ডারের মতো শীতল উপাদান দিয়ে তৈরি এই টোনারের মাত্র দুটো স্প্রেতেই আপনার ত্বক আর্দ্র আর তেলমুক্ত থাকবে। বর্ষায় অতিরিক্ত তেলাভাব দূরে রাখতে সারা দিন ধরে এই টোনারটি ফেসিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন।
05. সিম্পল ডেইলি স্কিন ডিটক্স অয়েল বি গন মিসেলার ওয়াটার

ত্বক পরিচর্যার সরঞ্জামের মধ্যে রাখতেই হবে মিসেলার ওয়াটার। আশ্চর্য এই উপাদানটি নানা কাজে লাগে। শুধু মেকআপ তোলাই নয়, এই উপাদানের আরও নানা ব্যবহার রয়েছে। সিম্পলের এই ব্যালেন্সিং ও ডিটক্সিং ফর্মুলা মরশুমের তেলতেলেভাবও কমাতে সাহায্য করে। উইচ হ্যাজেল, জিঙ্ক আর থাইমের মতো ত্বক-বান্ধব উপাদানে ভরপুর এই মিসেলার ওয়াটার রোমছিদ্র পরিষ্কার করে, বাড়তি তেল সাফ করে দেয়। তুলোয় খানিকটা নিয়ে মুখে তেলতেলে অংশগুলোয় চেপে নিলেই নিমেষে তরতাজা আর তেলমুক্ত হয়ে উঠবে মুখ।
Written by Manisha Dasgupta on Jul 25, 2021
Author at BeBeautiful.