বর্ষা মরশুমটার সঙ্গে আমাদের সম্পর্কটা অদ্ভুত! যতটা পছন্দের, ততটাই আবার বিরক্তিকর! বৃষ্টিভেজা দিনের ঠান্ডা তরতাজা অনুভূতি যতটা ভালো লাগে, ততটাই অসহ্য লাগে তার সঙ্গে সারাক্ষণ জুড়ে থাকা নানা ধরনের ত্বকের সমস্যা। বছর বছর মুখের বাড়তি তেল আর ত্বকের র‍্যাশ সামলাতে আর কার ভালো লাগে! তাই বর্ষাকালে বছরের অন্য সময়ের তুলনায় ত্বকের আরও বেশি যত্ন আর পরিচর্যার দরকার হয়। বর্ষার মরশুমে যাতে আপনার ত্বক সুস্থ থাকে, তার জন্য আমরা নিয়ে এসেছি সারা শরীরের ত্বকের পরিচর্যার রুটিন।

বৃষ্টির জল লেগে যাতে ত্বকে কোনও বিরূপ প্রতিক্রিয়া না দেখা দেয়, তার জন্য মেনে চলুন এই বডিকেয়ার রুটিন।

 

01. ডিটক্সিং বডিওয়াশ ব্যবহার করুন

01. ডিটক্সিং বডিওয়াশ ব্যবহার করুন

বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার অন্যতম প্রধান ধাপ হল ত্বক পরিষ্কার রাখা। বাইরে থেকে বাড়ি ফিরে প্রথমেই স্নান করতে ঢুকে যান। পিয়ার্স ন্যাচারাল অ্যালো ভেরা ডিটক্সিফায়িং বডিওয়াশ/ -এর মতো ডিটক্সিফায়িং বডিওয়াশ দিয়ে স্নান করুন, যাতে সারা শরীর থেকে বৃষ্টির জলের ধুলোময়লা ধুয়ে যায়। 100% প্রাকৃতিক অ্যালো ভেরা, অলিভ অয়েল ও খাঁটি গ্লিসারিনযুক্ত এই বডিওয়াশ আপনার সারা শরীরের ত্বক পরিষ্কার রাখে এবং বর্ষার ক্ষতির হাত থেকে ত্বক সুরক্ষিত রাখে। বডিওয়াশের গ্লিসারিন আর অলিভ অয়েল ত্বক রাখে নরম, উজ্জ্বল আর মসৃণ। Pears Naturalé Aloe Vera Detoxifying Body Wash

 

02. এক্সফোলিয়েট করুন

02. এক্সফোলিয়েট করুন

ত্বক পরিষ্কার করার অর্থ জমে থাকা সমস্ত মৃত কোষ আর ধুলোময়লা তুলে ফেলা। না হলে রোমছিদ্রের মুখ বন্ধ হয়ে গিয়ে ব্রণ বেরোতে পারে। তাই ত্বককে বর্ষার উপযোগী করে তোলার পরের ধাপ হল তা নিয়মিত এক্সফোলিয়েট করা এবং ত্বকের সম্পূর্ণ যত্ন নেওয়া। বাড়িতে ভালোমতো ত্বক পরিষ্কার করতে ডাভ এক্সফোলিয়েটিং বডি পলিশ স্ক্রাব উইথ কিউয়ি সিডস অ্যান্ড কুল অ্যালো ভেরা/ বেছে নিন। স্ক্রাবের অ্যালো ভেরা আর কিউয়ি সিডস সব মৃত কোষ তুলে দেবে, পাশাপাশি ত্বক করে তুলবে আর্দ্র, উজ্জ্বল ও প্রাণবন্ত। Dove Exfoliating Body Polish Scrub with Kiwi Seeds and Cool Aloe

 

03. ময়শ্চারাইজার মাখতে ভুলবেন না

03. ময়শ্চারাইজার মাখতে ভুলবেন না

অনেকে ভাবেন, বর্ষায় বাতাসে যখন এমনিতেই এত আর্দ্রতা রয়েছে, তখন আলাদা করে ত্বকে ময়শ্চারাইজার না মাখলেও চলবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। এই মরশুমে ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্র রাখা অনেক বেশি জরুরি। বেছে নিন ভেসলিন ল্যাভেন্ডার ময়শ্চারাইজিং জেল/ , ত্বক তরতাজা, উজ্জ্বল ও দিনভর আর্দ্র থাকবে। এই নন-স্টিকি জেল ময়শ্চারাইজারটিতে ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধ রয়েছে। ত্বকের ওপরেও এটি হালকা, ফলে বর্ষার পক্ষে আদর্শ। সবধরনের ত্বকের সঙ্গেই মানিয়ে যায় এই ময়শ্চারাইজার। Vaseline Lavender Moisturizing Gel

 

04. হালকা, খোলামেলা পোশাক পরুন

04. হালকা, খোলামেলা পোশাক পরুন

ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ত্বক যাতে শ্বাস নিতে পারে, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। সিন্থেটিক কাপড়ের পোশাক আর মোজা পরবেন না, তাতে ত্বক শ্বাস নিতে পারবে, ঘামও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। র‍্যাশ, অ্যালার্জিসহ ত্বকের নানা সমস্যা থেকে বাঁচতে সুতি আর লিনেনের পোশাক পরুন।

 

05. হাত আর নখের যত্ন নিন

05. হাত আর নখের যত্ন নিন

বর্ষাকালে পায়ের মতো হাতেও অ্যালার্জি আর ইনফেকশন হতে পারে। ফলে এই মরশুমে হাত আর নখের বাড়তি যত্ন নেওয়া খুব জরুরি। নিয়মিত হাত ধুয়ে ময়শ্চারাইজার মেখে নিন। ভেসলিন অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড ক্রিম/ আপনার হাত আর্দ্র আর জীবাণু থেকে সুরক্ষিত রাখবে। ভিটামিন ই, গ্লিসারিন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি হাত আর্দ্র রাখে এবং জীবাণু থেকে সুরক্ষা জোগায়। এই মরশুমে ঠিক এটাই তো দরকার, তাই না? Vaseline Anti-Bacterial Hand Cream