মুখে একটা নতুন ব্রণ বেরোনো মাত্র প্রথম যে চিন্তাটা মাথায় আসে, তা হল যেমন করে হোক ব্রণটাকে নিকেশ করা! তবে মনে রাখবেন, ব্রণ খুঁটে তুলে ফেলাটা সবচেয়ে সহজ মনে হলেও আপনার ত্বকের জন্য এর চেয়ে খারাপ বোধহয় আর কিছু হয় না! তাই মোটেও খোঁটাখুঁটির দিকে যাবেন না, বরং ট্রাই করে দেখুন ব্রণ কমানোর পাঁচটি কার্যকরী ও নিরাপদ উপায়।
- টি ট্রি অয়েল লাগান
- স্পট ট্রিট করুন বেনজল পারঅক্সাইড দিয়ে
- দ্রুত ব্রণ কমাতে ভরসা রাখুন অ্যালো ভেরায়
- মুখ পরিষ্কার রাখুন
- গ্রিন টি ব্যাগ ব্যবহার করুন
টি ট্রি অয়েল লাগান

বিরক্তিকর ব্রণ সহজেই সারিয়ে ফেলতে চাইলে টি ট্রি অয়েল লাগাতে পারেন। এটি একটি সহজ ও কার্যকর ঘরোয়া টোটকা। টি ট্রিতে প্রদাহ আর জীবাণুরোধী গুণ রয়েছে যা ব্রণ শুকিয়ে দেয়, প্রদাহ কমায় আর ত্বক আর্দ্র রাখে।
স্পট ট্রিট করুন বেনজল পারঅক্সাইড দিয়ে

বিশ্রী ব্রণ কমাতে ওষুধের দোকান থেকে কিনে মেডিকেটেড ক্রিম লাগাতে পারেন। এমন ক্রিম কিনুন যাতে বেনজল পারঅক্সাইড আছে। এই উপাদানটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নাশ করে এবং দ্রুত ব্রণ সারিয়ে তোলে। প্রদাহ কমিয়ে ত্বক স্নিগ্ধ রাখতেও সাহায্য করে এই উপাদানটি।
দ্রুত ব্রণ কমাতে ভরসা রাখুন অ্যালো ভেরায়

অ্যালো ভেরায় ক্ষত শুকোনোর গুণ রয়েছে, পাশাপাশি এই উপাদানটি ব্রণর ব্যথা আর লালচেভাবও কমাতে পারে। টাটকা অ্যালো ভেরা জেল অল্প করে ব্রণর ওপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। দিন দুয়েক করলেই উধাও হবে ব্রণ।
মুখ পরিষ্কার রাখুন

মুখে একগাদা বাড়তি তেল জমলে তা থেকে ব্রণ হয়। তাই ব্রণ কমাতে পারে এমন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখ পরিষ্কার আর তেলমুক্ত থাকবে। মুখ ধুতে ব্যবহার করুন পন্ডস পিওর হোয়াইট অ্যান্টি-পলিউশন+পিওরিটি ফেসওয়াশ/ Ponds Pure White Anti-Pollution + Purity Face Wash। এই ফেসওয়াশের থাইমো-টি ফরমুলা ব্রণ কমায় মাত্র তিনদিনে। দিনে দু'বার ব্যবহার করুন আর মুক্তি পান ব্রণ থেকে।
গ্রিন টি ব্যাগ ব্যবহার করুন

গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডান্ট আর প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি ব্রণর ব্যাকটেরিয়া নষ্ট করে এবং ত্বকের প্রদাহ সারিয়ে তোলে। ত্বক ডিটক্স করে ব্রণ দূরে রাখতে ব্রণর ওপরে একটা গ্রিন টি-এর ব্যাগ রাখুন বা টাটকা ভেজানো গ্রিন টি লাগিয়ে নিন।
Written by Manisha Dasgupta on Mar 12, 2021
Author at BeBeautiful.