যে সব খুব সাধারণ (এবং সবচেয়ে জরুরি) মেকআপ প্রডাক্ট রয়েছে, তার অন্যতম হল ফাউন্ডেশন। তবু আমরা অনেকেই আমাদের ত্বকের ধরন অনুযায়ী সঠিক শেডটি খুঁজতে গিয়ে ঝামেলায় পড়ি! মেকআপ সরঞ্জাম কেনার সময় আমরা যে সব বড় ভুল করি, তার মধ্যে প্রথমদিকেই থাকবে ফাউন্ডেশনের ভুল শেড বাছাই।
মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং ছোপছোপ হয়ে যাওয়া রুখতে ফাউন্ডেশনকে আপনার ত্বকের সঙ্গে মানানসই হতেই হবে। সাহায্য চাই? বিবি-র বন্ধুরা তো আছে আপনাকে সাহায্য করার জন্যই! প্রতিটি ত্বকের ধরনের সঙ্গে মানানসই সেরা ফাউন্ডেশনটি আপনাদের জন্য বাছাই করে এনেছি আমরা! এবার আর মেকআপ করতে ভুল হবে না!
তেলতেলে ত্বকের জন্য

ত্বক তেলতেলে হলে তার উপযোগী মেকআপ খুঁজে বের করাটাই অন্যতম বড় চ্যালেঞ্জ। ক্রিম-বেসড ফাউন্ডেশন মাখলে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলা দেখাবে। তা হলে সমাধান কী? উত্তরটা সহজ - ম্যাটিফায়িং ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে তেল আর সিলিকোন নেই, ফলে তেলতেলে ত্বকে দারুণ কাজ করে! ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন/ Lakmé 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation তেলতেলে ত্বকের জন্য অন্যতম সেরা ফাউন্ডেশন। এর লং-ওয়্যার ফর্মুলায় রয়েছে ইন-বিল্ট প্রাইমার। এটি ত্বকে অনায়াসে মিশে যায় আর আপনি পেয়ে যান নিখুঁত ফিনিশ যা সারাদিন অটুট থাকে!
শুষ্ক ত্বকের জন্য

ঘণ্টার পর ঘণ্টা বসে বসে মেকআপ করলেন আর কয়েক মিনিটেই তা ছোপ ছোপ হয়ে গেল, এমনটা আর কে চায় বলুন! কিন্তু আপনার ত্বক যদি শুষ্ক হয় আর আপনি সঠিক ফাউন্ডেশন বেছে নিতে না পারেন, তা হলে ফল এটাই হবে! আপনার দরকার অয়েল-বেসড বা ক্রিম-বেসড ফর্মুলা যা আপনার ত্বক আর্দ্র রাখবে, আরও শুকনো করে দেবে না। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন/ Lakmé Absolute Argan Oil Serum Foundation শুষ্ক ত্বকের ক্ষেত্রে অন্যতম সেরা বাছাই। এতে রয়েছে আর্গান অয়েলের গুণ (যাকে তরল সোনা বলা হয়), আর তার সঙ্গে আছে ত্বকে পুষ্টি জোগানোর জন্য সিরামের শক্তি যা ত্বকে এনে দেয় স্নিগ্ধ ঝলমলে উজ্জ্বলতা। এই ফাউন্ডেশন পাওয়া যায় 10 টি শেডে যা ভারতীয় ত্বকের প্রতিটি টোনের সঙ্গে মানানসই
স্বাভাবিক ত্বক

এই ধরনের ত্বক পাওয়া আশীর্বাদের মতো। আপনার যদি স্বাভাবিক ত্বক হয়, তা হলে পছন্দমতো যে কোনও ফাউন্ডেশন লাগাতে পারেন। তবে ভুলভ্রান্তি এড়াতে সঠিক আন্ডারটোনের ফাউন্ডেশন বেছে নিন। হাই কভারেজ ফাউন্ডেশন পরতে স্বছন্দ না হলে বেছে নিন মুজ ফর্মুলা। এটি হালকা এবং ত্বকের পক্ষেও আরামদায়ক। ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস মুজ ফাউন্ডেশন/ Lakmé 9 to 5 Weightless Mousse Foundation হালকা হওয়ায় ত্বকের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায় এবং একটি সুন্দর ম্যাট ফিনিশ এনে দেয় যা সারাদিন ঠিক থাকে। মুজ ফর্মুলার কারণে ত্বক নরম আর হালকা থাকে, ফলে এই ফাউন্ডেশন আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
কম্বিনেশন ত্বক

এই ত্বকের ব্যাপারটা একটু গোলমেলে। কম্বিনেশন ত্বক হল সেই ধরনের ত্বক যা মুখের কিছু অংশে (মূলত টি-জোন) তেলতেলে, আবার বাকি অংশে শুষ্ক। এই ত্বকের উপযোগী মেকআপ খুঁজে পাওয়া বেশ কঠিন। আপনার চাই এমন প্রডাক্ট যা তেলতেলে ত্বককে আরও তেলতেলে করে দেবে না, অথবা ত্বকের শুষ্ক অংশকে আরও শুকনো করে দেবে না। কপাল ভালো, ঠিক তেমনই একটি ফাউন্ডেশন রয়েছে। বেছে নিন ল্যাকমে অ্যাবসলিউট থ্রিডি কভার ফাউন্ডেশন/ Lakmé Absolute 3D Cover Foundation। এই ফাউন্ডেশনে রয়েছে ভিটামিন বিথ্রি, যা ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের কোষগুলি পরিশুদ্ধ করে তোলে। ওয়াটার-বেসড এই ফর্মুলাটি ত্বকে খুব মসৃণভাবে মিশে যায়। মুজের মতো টেক্সচারের এই ফাউন্ডেশনটিন ত্বকের রোমছিদ্র আর সূক্ষ্ম রেখা ঢেকে দেয় আর আপনি পেয়ে যান নিখুঁত মসৃণ ফিনিশ। সবচেয়ে ভালো ব্যাপার হল, এই ফাউন্ডেশন 16 ঘণ্টা পর্যন্ত ঠিক থাকে এবং এর এসপিএফ 25 ত্বককে রোদজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে! দারুণ ব্যাপার, তাই না?
Written by Manisha Dasgupta on Aug 09, 2021
Author at BeBeautiful.