প্রত্যয়ী নারীর সৌন্দর্যের তুরুপের তাসটি হল ধূমল চোখ | তাঁর সঙ্গে বাক্যালাপের আগেই দেখবেন তাঁর চোখজোড়া আপনাকে যেন কী অমোঘ আকর্ষণে টানছে | কিন্তু এই ‘ধূমল চোখ’ বলতে কি আপনার মনে ভেসে উঠছে কালোর চেয়েও কালো, ওপরে নীচে ছায়া ছায়া অন্ধকার লেগে থাকা একজোড়া চোখ ? সব সময়েই কি ধূমল মানে কালো হতেই হবে ? আমরা কিন্তু আদৌ তা মনে করি না | আর সেইজন্যই আমরা ধূমল চোখের এক নতুন সংজ্ঞা দেব |
পাগল-করা বর্ণময় ধূমল চোখের জন্য বেশ কয়েক রকম রঙের বিকল্প এবং আমাদের দেওয়া নিশ্চিতভাবে সফল কয়েকটি উপদেশ, যা ঠিকঠাক অনুসরণ করলে আপনার প্রসাধিত ধূমল চোখজোড়া হয়ে উঠবে অনন্য এবং এমনই দীর্ঘস্থায়ী যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তার আবেদন থাকবে অক্ষুণ্ণ |
টেকিলা সানরাইজ

ব্লু লাগুন

লং আইল্যান্ড আইসড টী

গোল্ড রাশ

মার্গারিটা

Written by Ishani Roychoudhuri on 28th Sep 2018