চাকরির জন্য যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার মাথায় সেদিন কখনওই কিন্তু থাকবে না কীরকমভাবে মেকআপ করলে আপনার ব্যক্তিত্বে নিয়োগকর্তারা সন্তুষ্ট হবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি নিউট্রাল শেড আর সূক্ষ্ম হালকা মেকআপ ব্যবহার করেন।
প্রথমে আপনাকে দেখে যেমন ধারণা হবে, সেই ধারণাটিই কিন্তু সকলের মনে দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি এমন সাজপোশাক ব্যবহার করেন, যাতে আপনাকে সবচেয়ে সুন্দরী দেখায়, তা হলে দেখবেন আপনা থেকেই আপনার মনে এমন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে যে আপনার ইন্টারভিউ ভালো হতে বাধ্য! আমরা আপনাকে একটি তালিকা দিচ্ছি, যেটি ইন্টারভিউতে যাওয়ার জন্য সাজগোজ করার সময়ে মনে রাখতে চেষ্টা করবেন, যাতে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে ইন্টারভিউ দিতে ঘরে ঢুকতে পারেন আর বেরোনোর সময়ে আপনার হাতে থাকে চাকরির নিয়োগপত্র।
ফাউন্ডেশন

কারেক্টর বা কনসিলার

ব্লাশ

আইলাইনার

লিপস্টিক

Written by Ishani Roychoudhuri on 9th Sep 2018