আপনার ত্বকের উপযোগী BB আর CC ক্রিম সম্পর্কে জেনে নিন:

BB অর্থাৎ বিউটি বাম/ ব্লেমিশ বাম
বিউটি বাম বা ব্লেমিশ বামের সংক্ষিপ্ত রূপ হল BB৷ BB ক্রিম আসলে হালকা বর্ণাভাযুক্ত ময়েশ্চারাইজ়ার, ত্বকের সুরক্ষিত রাখতে যা অত্যন্ত কার্যকর| এই ক্রিম যে আপনার ত্বককে শুধু মোলায়েমই করে তুলবে, তা নয়, রোদ্দুর থেকেও ত্বককে রক্ষা করবে৷ আপনার ত্বকে থাকবে সদ্য-শিশিরভেজা উজ্জ্বল ভাব| এই BB ক্রিম একইসঙ্গে ময়েশ্চারাইজ়ার এবং ফাউন্ডেশনের কাজ করবে, যাতে সারাদিন আপনার মেকআপ থাকে মসৃণ আর স্থায়ী|
CC অর্থাৎ কালার কারেকশন/ কমপ্লেকশন কেয়ার
এটি কালার কারেকশনের সংক্ষিপ্ত রূপ| এই ক্রিমের মূল কাজ হল, ত্বকের এবড়োখেবড়ো ভাব আর দাগছোপের মোকাবিলা করা, অর্থাৎ যে দু’টি সমস্যা আমাদের ভারতীয়দের ত্বকের ক্ষেত্রে চিরন্তন৷ মুখের লালচে ভাব লুকিয়ে রাখতেও এটি সহায়তা করে| সুতরাং আপনার দৈনন্দিন জীবনে ত্বকের কনসিলারের কাজটি একাই সামলে নেয় এই CC ক্রিম| তবে খেয়াল রাখতে হবে যে CC ক্রিমের টেক্সচার BB ক্রিমের তুলনায় হালকা, তাই আপনার ত্বকে এই ক্রিম অপেক্ষাকৃত হালকা ম্যাট এফেক্ট দেয়|
BB আর CC ক্রিমের পার্থক্য
কীভাবে একটি অন্যটির তুলনায় আলাদা? CC ক্রিম দেয় আধা-ম্যাট জাতীয় অপেক্ষাকৃত স্বাভাবিক রঙের ত্বক, আর BB ক্রিম ব্যবহার করলে আমরা পাই এমন ত্বক, যা ম্যাট আর শিশিরভেজা ঝলমলে রূপের মাঝামাঝি| CC ক্রিমের টেক্সচার BB ক্রিমের তুলনায় হালকা| BB ক্রিম আপনার প্রসাধনে আনে সম্পূর্ণতা আর এটি প্রতিদিনের মেকআপের বেস হিসেবেও অনন্য| এটি ব্যবহার করাও খুব সহজ| CC ক্রিম তাঁদের জন্য বেশি উপযোগী, যাঁদের ত্বকে লালচে ভাব দেখা দেওয়ার প্রবণতা আছে এবং সেই কারণে ত্বকের রঙে একটা সাম্য নিয়ে আসতে চান| সুতরাং নিজের ত্বকের প্রকৃতি অনুযায়ী বেছে নিন কোনটি আপনার উপযুক্ত... BB ক্রিম, না CC ক্রিম|
কীভাবে ব্যবহার করবেন
খুব সহজ| প্রতিদিন সকালবেলা বাইরে বেরোনোর আগে আঙুল দিয়ে মুখে আর ঘাড়ে ভালোভাবে লাগিয়ে নিন আপনার পছন্দের BB বা CC ক্রিম| ক্রিম লাগানোর জন্য আপনি ফাউন্ডেশন ব্রাশও ব্যবহার করতে পারেন| আমাদের পরামর্শ যদি চান, আমরা বলব আপনি পন্ড’সের হোয়াইট বিউটি BB+ ক্রিম আর ল্যাকমের CC ক্রিম ব্যবহার করুন| পন্ড’সের হোয়াইট বিউটি BB+ ক্রিমে আছে ভিটামিন B3, ভিটামিন E আর SPF 30-র শক্তিশালী আর সক্রিয় মিশ্রণ, যা আপনার ত্বকে তাৎক্ষণিক সুরক্ষার প্রলেপ দেয় এবং সারাদিন ধরে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে| ল্যাকমে CC ক্রিমে আছে SPF 20-র বাড়তি সুরক্ষা, যা আমাদের ত্বকে হালকা প্রলেপ দেয় আর রোদ্দুরের হাত থেকেও বাঁচায়|
এই BB আর CC ক্রিম, দু’টিই আপনার ত্বকে সুন্দরভাবে মিশ খেয়ে যায় এবং আপনার ত্বক হয় একেবারে দাগহীন, ঝলমলে আভাযুক্ত৷ আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে, কোনটি আপনার প্রয়োজন মেটাবে| আপনিও কি চাইবেন না, এই চমৎকার অবাক করা প্রসাধনী ব্যবহার করে আপনার ত্বকও ত্রুটিহীন, নির্মল আর উজ্জ্বল হয়ে উঠুক?
Written by Ishani Roychoudhuri on Aug 10, 2018