গরমের দিনে ত্বকের নানা সমস্যা সমাধানের জন্য 5টি সেরা ক্লেনজার

Written by Manisha Dasgupta27th May 2021
গরমের দিনে ত্বকের নানা সমস্যা সমাধানের জন্য 5টি সেরা ক্লেনজার

গরমের দিনে ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া বেশ কঠিন কাজ। ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা, চড়া রোদ ত্বকের স্বাভাবিক জেল্লা ছিনিয়ে নিয়ে তা রুক্ষ বিবর্ণ করে তোলে। এই সমস্যা থেকে মুক্তির প্রথম ধাপ হল সঠিক ক্লেনজার বেছে নেওয়া। সঠিক ক্লেনজার মুখ থেকে তেলময়লা, ঘাম দূর করার পাশাপাশি ত্বক তরতাজা করে তোলে, নিষ্প্রভ ত্বকে জেল্লা ফেরায়।

আর তার ফলে বাকি স্কিনকেয়ার প্রডাক্টগুলোও ঠিকমতো তাদের কাজ করতে পারে। প্রশ্ন হল, কীভাবে বেছে নেবেন উপযুক্ত ক্লেনজার? এই প্রশ্নের উত্তর হিসেবে আর সেই সঙ্গে গরমে নানা ধরনের ত্বকের সমস্যার মোকাবিলা করতে আমরা হাজির করেছি ত্বকের পাঁচটি চনমনে ক্লেনজার যা ত্বক পরিষ্কার আর সুস্থ রাখবে। প্রতিটি মেয়ের সংগ্রহে থাকা চাই এ সব ক্লেনজার। দেখে নিন নিজেই...

 

01. ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো লেমন ফ্রেশ ফেসওয়াশ

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

ঝাঁ ঝাঁ গরমের দুপুরে নিজেকে চাঙ্গা করে তোলার সবচেয়ে ভালো উপায় হল এক গেলাস চনমনে লেবুর সরবত! ফলে বুঝতেই পারছেন, লেবুর গুণে ভরপুর ফেসওয়াশ আপনার মুখের পক্ষেও কতটা উপকারী! এ জন্যই গরমে আপনার ত্বক যা যা চায়, তার সবটাই পূরণ করতে পারে ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো লেমন ফ্রেশ ফেসওয়াশ/ Lakmé Blush And Glow Lemon Fresh Face Wash । লেবুর অ্যান্টিঅক্সিডান্টের গুণে ভরা এই ফেসওয়াশটি মুখ থেকে ধুলোময়লা ও অন্যান্য দূষিত জিনিস দূর করার পাশাপাশি পরিবেশজনিত ক্ষতির হাত থেকেও ত্বককে রক্ষা করে। তা ছাড়া এই ফেসওয়াশের কোমল স্ক্রাবিং বিডস মুখ হালকাভাবে এক্সফোলিয়েট করে গভীরে এঁটে বসা তেলময়লা বের করে এনে ত্বক করে তোলে উজ্জ্বল।

 

02. সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

গরমের দিনে তেলতেলে ত্বকের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সারাক্ষণ ঘাম আর অতিরিক্ত তেলাভাবে কারণে মুখে ব্রণ বেরোতে থাকে, ত্বক বিবর্ণ নিষ্প্রাণ দেখায়। তবে প্রতিদিনেত ত্বক পরিচর্যার রুটিনে সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ/ Simple Daily Skin Detox Purifying Facial Wash যোগ করলে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। কোনওরকম অ্যালকোহল, সুগন্ধি এবং চড়া কেমিক্যাল বর্জিত এই ফেসওয়াশটি যে কোনও ত্বক, এমনকী অত্যন্ত স্পর্শকাতর ত্বকের পক্ষেও খুব কোমল। উইচহ্যাজেল, জিঙ্ক, থাইম দিয়ে তৈরি এই ফেসওয়াশ সারা গরমকাল ধরে আপনার ত্বক রাখবে কোমল, তরতাজা আর নির্ঝঞ্ঝাট।

 

03. পন্ড'স পিওর হোয়াইট মিনারেল ক্লে অ্যান্টি পলিউশন পিওরিটি ফেসিয়াল ফোম

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

ত্বকের জন্য অ্যাক্টিভেটেড চারকোল কতটা উপকারী, সে কথা সকলেই জানেন। ত্বকের রোমছিদ্র গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি অতিরিক্ত সেবাম তৈরি নিয়ন্ত্রণ করে অ্যাক্টিভেটেড চারকোল, ফলে গরমের দিনগুলোতে তার আলাদাই কদর! পন্ড'স পিওর হোয়াইট মিনারেল ক্লে অ্যান্টি পলিউশন পিওরিটি ফেসিয়াল ফোম/Pond’s Pure White Mineral Clay Anti Pollution Purity Facial Foam অ্যাক্টিভেটেড চারকোলের গুণে ভরা। তার সঙ্গে এতে রয়েছে মরোক্কান ক্লে যা বন্ধ রোমছিদ্র গভীর থেকে পরিষ্কার করে, ত্বক ডিটক্স করে এবং পুরো গরম জুড়ে ত্বককে রাখে তরতাজা, ম্যাট আর স্বাস্থ্যের জেল্লায় পরিপূর্ণ।

 

04. ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

ত্বকের জেল্লা নষ্ট হয়ে যাওয়া, ট্যান হয়ে যাওয়া, কালো ছোপ পড়া, এ সব হল গরমের দিনে ত্বকের সাধারণ সমস্যা। আর এ ধরনের সমস্যা সমাধানের প্রথম ধাপ হল সঠিক ক্লেনজারের ব্যবহার। ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট/ Dermalogica Daily Microfoliant. ব্যবহার করে দেখুন। তুষ (রাইস ব্র্যান), লাইকোরাইস, মুসুম্বি, পেঁপে আর স্যালিসাইলিক অ্যাসিডের মতো উপাদানের মিশ্রণে তৈরি এই ক্লেনজারটি ত্বক এক্সফোলিয়েট করে ভিতর থেকে উজ্জ্বল মসৃণ ত্বক বের করে আনে। পাশাপাশি এই পাউডার-বেসড ফরমুলাটি ত্বকে এনজাইম জোগান দিয়ে নতুন কোষের জন্মে সাহায্য করে, ফলে ত্বক থাকে তরুণ আর স্বাস্থ্যোজ্জ্বল।

 

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

05. লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ

গরম পড়লেই ত্বকের জ্বালা, লালচেভাব, প্রদাহ নিয়ে জেরবার হতে হয়? বেছে নিন লিভার আয়ুশ ন্যাচারাল আয়ুর্বেদিক অয়েল ক্লিয়ার অ্যালো ভেরা ফেসওয়াশ/ Lever Ayush Natural Ayurvedic Oil Clear Aloe Vera Face Wash. অ্যালো ভেরা, লেমনগ্রাস আর লোধ্র (একধরনের ভেষজ যা ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে রাখে) দিয়ে তৈরি এই প্রাচীন আয়ুর্বেদিক ফেসওয়াশটি ত্বকের প্রদাহ শান্ত করে জৌলুস ফিরিয়ে আনে এবং বাড়তি তেলাভাব নিয়ন্ত্রণ করে। নিয়মিত এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন মসৃণ, কোমল ও দৃশ্যতই তরতাজা ত্বক!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2228 views

Shop This Story

Looking for something else