কমলালেবু খেতে কে না ভালোবাসে? কোয়া ছাড়িয়ে খান, রস করে খান অথবা অরেঞ্জ চকোলেট বা কেক হিসেবে খান, কমলালেবু মানেই মন ভালো, শরীর ভালো, আর ত্বক তো ভালোই!
আশ্চর্য হলেন? আসলে কমলালেবুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল আর দীপ্তিময় করে তুলতে পারে! তা ছাড়া কমলালেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড রয়েছে যা ত্বক থেকে ট্যান সরায়, ব্রণ কমায় আর ত্বক গভীর থেকে পরিষ্কার করে তোলে।
আপনারও যদি ত্বক নিষ্প্রভ হয়ে গিয়ে থাকে অথবা ব্রণ বা ট্যানের সমস্যা থেকে থাকে, তা হলে আজ রাতেই কমলালেবুর রস দিয়ে তৈরি এই ঘরোয়া ফেস মাস্কটি ব্যবহার করে দেখুন। জেনে নিন কীভাবে বানাতে হবে আর তারপর দেখুন কীভাবে ত্বক স্বপ্নের মতো উজ্জ্বল হয়ে ওঠে...

আপনার দরকার:
3-4 ফোঁটা আমন্ড অয়েল
1 টা ডিমের সাদা অংশ
2 চাচামচ কমলালেবুর রস কীভাবে বানাবেন:
ধাপ 01: সব উপাদান বাটিতে নিয়ে ভালো করে মেশান, একটা মসৃণ পেস্ট তৈরি হবে।
ধাপ 02: এই ফেস মাস্ক পুরো মুখে আর গলায় লাগিয়ে নিন।
ধাপ 03: পুরোটা শুকিয়ে যেতে দিন, তারপর ঠান্ডা জল আর কোমল ক্লেনজার দিয়ে ধুয়ে ফেলুন। দেখলেন তো, কমলালেবুর রস দিয়ে আপনার নিজস্ব ঘরোয়া মাস্ক তৈরি করে নেওয়া কত সহজ! কী বলছেন? ঘরোয়া মাস্ক তৈরি করার সময় বা ধৈর্য নেই, অথচ উজ্জ্বল ত্বক চান? তা হলে বেছে নিন ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো লেমন শিট মাস্ক/ Lakme Blush & Glow Lemon Sheet Mask, মুখে লাগিয়ে 20 মিনিট রেখে দিন। লেবুও ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিডে সমৃদ্ধ, এবং নিমেষেই আপনার ত্বকে এনে দিতে পারে সজীব প্রাণবন্ত জেল্লা! ট্রাই করেই দেখুন না!
Written by Manisha Dasgupta on 21st Jan 2021