লকডাউন শুরু হওয়ার পর থেকেই পার্লারে চুলের যত্নের সেশনগুলো যেন বড্ড মিস করছি আমরা! স্ক্যাল্প মাসাজ করানোর আরাম তো আছেই, তার সঙ্গে সালোনের ট্রিটমেন্ট পেয়ে চুল যেভাবে সুন্দর হয়ে ওঠে, বাদ পড়ে যাচ্ছে সেটাও! কিন্তু কেমন লাগবে যদি বলি বাড়িতেও পার্লারের মতোই দারুণ সুন্দর চুল পেয়ে যেতে পারেন আপনি, আর তাও একদম নিখরচায়? হ্যাঁ, সেটা নিশ্চিতভাবেই সম্ভব, আর তার জন্য আপনার লাগবে খানিকটা চায়ের জল যা দিয়ে ধুয়ে ফেলতে হবে চুল।

রূপচর্চার পরিভাষায় এরই নাম টি রিন্স। কেন চায়ের জল চুলের পক্ষে ভালো? কারণ চায়ে রয়েছে ক্যাফিন আর ট্যানিন (চা ছাড়া অন্য কোনও উৎস থেকে এই দুটি যৌগ আপনি পাবেন না), যা আপনার স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে তোলে। আপনি কী ধরনের চা ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে টি রিন্স আপনার শুষ্ক চুলে পুষ্টি জোগাতে পারে, চুল মজবুত করে তোলে, নতুন চুলের জন্ম আর বৃদ্ধি তরান্বিত করে এমনকী, চুলের শুকনোভাবও কমায়। টি রিন্স সম্পর্কে আরও জানতে ইচ্ছে করছে? রইল কিছু জরুরি তথ্য...

 

চায়ের জলে চুল ধুলে কীভাবে চুলের উপকার হয়?

চায়ের জলে চুল ধুলে কীভাবে চুলের উপকার হয়?

আপনি নিশ্চয়ই জানেন, বেশিরভাগ চায়েই অ্যান্টিঅক্সিডান্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। কালো আর সবুজ চায়ে ওমেগা-থ্রি আর ওমেগা-সিক্স ফ্যাটি অ্যাসিডও থাকে যা স্ক্যাল্পের শুকনোভাব কমায় এবং চুল ওঠা বন্ধ করে। টি রিন্সের মূল উপকারিতাগুলো হল:

চুলে আর্দ্রতা ফেরায় - সবুজ চায়ে প্যান্থেনল নামে একধরনের ভিটামিন বি ফাইভ রয়েছে। এটি একটি শক্তিশালী হাইড্রেটিং এজেন্ট। বহু হেয়ার কন্ডিশনার ও ক্রিমে এই প্যান্থেনল ব্যবহার করা হয়। তাই গ্রিন টি দিয়ে সহজেই শুষ্ক ও ডিহাইড্রেটেড চুলে আর্দ্রতা ফেরাতে পারেন।

চুলের বাড়বৃদ্ধি ঘটায় - মাথায় মাখলে সবুজ চায়ের পলিফেনল স্ক্যাল্পের সংক্রমণ কমায় এবং পুষ্টি জোগায়, ফলে চুল হয়ে ওঠে ঘন আর সুন্দর। টি রিন্স স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে স্নিগ্ধতা এনে দেয়, কোষগুলোকে সজীব করে তুলে চুল ওঠা কমায় আর সেই সঙ্গে নতুন চুল জন্মাতে সাহায্য করে।

বিবর্ণ চুলে আনে চমক - স্ক্যাল্পের স্বাস্থ্যরক্ষার পাশাপাশি টি রিন্স বিবর্ণ ক্লান্ত চুলে ফিরিয়ে আনে জৌলুস। পুষ্টিকর উপাদানে ভরপুর চা দুর্বল চুল মজবুত করে তোলে, ফলে চুল ভাঙে ঝরে কম, চুলে বাড়তি জেল্লা আসে।

 

 

কীভাবে বাড়িতে করবেন টি রিন্স

কীভাবে বাড়িতে করবেন টি রিন্স

সপ্তাহে একদিন বাড়িতে টি রিন্স করা যায়, আর তা বানানোও খুব সহজ। পছন্দমতো সবুজ বা কালো চা (ফ্লেভার বা মিষ্টি ছাড়া) ফুটন্ত জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন। এই সময়টায় চুলে শ্যাম্পু আর কন্ডিশনিং করে নিন। ট্রেসমে বোটানিক নারিশ অ্যান্ড রিপ্লেনিশ শ্যাম্পু আর কন্ডিশনার/ TRESemmé Botanique Nourish and Replenish Shampoo and Conditioner-এর মত ডিটক্সিফায়িং ফর্মুলা ব্যবহার করলে ভালো হয়। ছেঁকে নেওয়া ঠান্ডা চা স্প্রে বোতলে ঢেলে ভেজা চুলে ভালোভাবে স্প্রে করে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে 30-45 মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।