মুখে যেমন মাস্ক লাগাতে হয়, তেমনি চুলের জন্যও মাস্কের প্রয়োজন। ভাবছেন কেন? আসলে হেয়ার মাস্ক আপনার চুল গোড়া থেকে আগা পর্যন্ত আর্দ্র রাখে, চুলে এনে দেয় স্বাস্থ্যের জেল্লা। এখন দোকানে নানারকম হেয়ার মাস্ক পাওয়া যায়, ফলে আপনার চুলের জন্য কোনটি সঠিক, সেটা খুঁজে পেতে একটু বিভ্রান্ত হয়ে পড়া অস্বাভাবিক নয়। আর জানেনই তো, যা হোক কিছু একটা মাস্ক কিনে চুলে লাগালে কোনও উপকারিতাই আপনি পাবেন না!
তা হলে কী করা উচিত? প্রথমত, নিজের চুলের ধরনটা বিবেচনা করা উচিত - দেখা উচিত আপনার চুল শুষ্ক, না কোঁকড়া, নাকি তেলতেলে, নাকি কেমিক্যালি প্রসেস করা। এই বিষয়গুলো মাথায় রাখলে চুলের সমস্যা অনুযায়ী সঠিক মাস্ক বেছে নেওয়া সহজ হবে।
শুষ্ক, ক্ষতিগ্রস্ত, রং করা চুলের জন্য

আপনার চুল কি খুব শুকনো, ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে? চুলে আর্দ্রতার অভাব দেখছেন? তা হলে আপনার দরকার হাইড্রেটিং হেয়ার মাস্ক যা চুলে পুষ্টি জোগাবে, দূরে রাখবে শুষ্কতা। নিয়মিত মাস্ক ব্যবহার করলে চুলের বৃদ্ধিও হবে তাড়াতাড়ি। টিজি বেড হেড আর্বান অ্যান্টি অ্যান্ড ডোটস রেসারেকশন ট্রিটমেন্ট মাস্ক/TIGI Bed Head Urban Anti and Dotes Resurrection Treatment Mask ব্যবহার করুন, এতে রয়েছে গ্লিসারিন যা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত চুলেরও যত্ন নেয়, চুল আর্দ্র রাখে, কন্ডিশনিং করে, এমনকী পুষ্টিও জোগায়।
কোঁকড়া বা রুক্ষ খসখসে চুল

কোঁকড়া চুল সাধারণভাবে শুষ্ক হয়, ফলে যে সব মেয়ের কোঁকড়া চুল তাঁদের হেয়ার মাস্ক ব্যবহার করতেই হবে। সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলে জেল্লা আর বাউন্স আসবে। টোনি অ্যান্ড গাই ড্যামেজড রিপেয়ার রিকনস্ট্রাকশন হেয়ার মাস্ক/Toni&Guy Damaged Repair Reconstruction Hair Mask কোঁকড়া চুলের ক্ষতি মেরামত করে প্রতিটি চুল মজবুত করে তোলে। চুলের কিউটিকলের মধ্যে ঢুকে গিয়ে ভেতর ও বাইরে থেকে চুল মজবুত করে তোলে এই মাস্ক।
পাতলা মিহি চুল

এই চুল সাধারণত ন্যাতানো ধরনের হয়, এবং এই চুলে ভারী পুষ্টিকর উপাদান দরকার নেই কারণ তাতে চুল ভারী হয়ে গিয়ে আরও পাতলা দেখায়। জোজোবা অয়েলের মতো হালকা হাইড্রেটিং উপাদান এই চুলে খুব ভালো কাজ করে। চুল আর চুলের ডগার দিকটা যদি বেশি শুকনো দেখায়, তা হলে হেয়ার কন্ডিশনারটাই মাস্কের মতো ব্যবহার করুন। শুকনো চুলে কন্ডিশনার লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন, 30 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।
তেলতেলে চুল

তেলতেলে স্ক্যাল্প বা চুল হলে তার মানে হল আপনার চুলের বাইরে থেকে আর বাড়তি আর্দ্রতার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে চুলে এমনভাবে পুষ্টি জোগাতে হবে যাতে চুল আরও তেলতেলে না হয়ে যায়। এমন হেয়ার মাস্ক লাগান যাতে অ্যান্টি-অক্সিডান্ট আর ভিটামিন রয়েছে, এর ফলে স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় থাকবে। চুলের ডগার দিকে নারকেল তেল লাগিয়ে গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে আধঘণ্টা জড়িয়ে রাখলেই যথেষ্ট। মাসে একবার করুন, তার বেশি নয়।
Written by Manisha Dasgupta on Oct 22, 2020
Author at BeBeautiful.