সিলিকোন এমনই একটা শব্দ যেটা শুনলেই মনে হয় কোনও চুল পরিচর্যার সামগ্রীতে এ জিনিসের থাকা উচিত নয়। এটি একধরনের পলিমার (অর্থাৎ বড় আকারের অণু) যা অনেকটা প্লাস্টিকের মতোই। সিলিকোন নানাভাবে বাঁকিয়ে চুরিয়ে নানা কাজে লাগানো যায়। হেয়ার কেয়ার প্রডাক্টেও সিলিকোন থাকে। চুলের চারপাশে একটি সুরক্ষার আস্তরণ তৈরি করে দেয় সিলিকোন, যার ফলে চুল নরম থাকে, আর্দ্রতা চুলের গভীরে ধরা থাকে, চুলের রুক্ষতা কমে এবং চুল অনেক চকচকে দেখায়। যাঁদের চুল খসখসে, কোঁকড়া অথবা শুষ্ক বা রুক্ষ, তাঁদের ক্ষেত্রেও উপকারী সিলিকোন। এলোমেলো রুক্ষ চুল সামাল দিয়ে তা নরম, মসৃণ করতে এবং গভীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে সিলিকোন। তা হলে কেন সিলিকোনকে ক্ষতিকর বলা হয়? সে কথাটা কি মিথ্যে, নাকি তার মধ্যে কিছু সত্যতাও আছে? আসল কথাটা হল, সিলিকোন জিনিসটা মোটেই ভালো নয়, এবং সিলিকোনের যে কুখ্যাতিগুলো শোনা যায় তার প্রতিটিই সত্যি। সম্ভব হলে দ্রুত সিলিকোন-মুক্ত চুল পরিচর্যার রুটিন শুরু করা উচিত আপনার। কেন, তা জেনে নিন...

 

স্থায়িত্ব কম

স্থায়িত্ব কম

জানেন কি, কেন শ্যাম্পু আর কন্ডিশনার প্রথম কয়েকদিন দারুণ কাজ করার পর তারপর আর ফলদায়ক হয় না? যে প্রডাক্ট লাগিয়ে চুল পার্লারের মতো লাগত, সেই প্রডাক্ট মাখার পরে কেন চুল এখন নির্জীব আর ন্যাতানো দেখায়? এ প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সিলিকোনে। প্রথম কয়েকবার ব্যবহারের পর চুল দারুণ ঝলমলে দেখালেও সেই অনুভূতি স্থায়ী হয় না মোটেও।

 

চুল ন্যাতানো দেখায়

চুল ন্যাতানো দেখায়

সিলিকোন জলে দ্রাব্য নয়। ফলে তা চুল থেকে ধুয়ে ফেলা মুশকিল। তাই সিলিকোনের আস্তরণ জমতে থাকে চুল আর স্ক্যাল্পে এবং একসময় চুল নেতিয়ে যায়, তেলতেলে দেখায়। চুল নিষ্প্রাণ দেখায়, মসৃণতা হারিয়ে ফেলে, চুলের সেই চকচকেভাবও থাকে না। এ সব মিথ্যে প্রতিশ্রুতি শুনতে শুনতে একসময় বিরক্তি জন্মানো স্বাভাবিক। অন্তত আমাদের জন্মায়, আর তাই আমাদের পরামর্শ শুনে সিলিকোন-হীন লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার/ ব্যবহার করে দেখুন। এটি প্রাকৃতিক ডাবের জল আর 100% অর্গানিক নারকেল তেল দিয়ে তৈরি, যা চুলে আর্দ্রতা জোগায়, প্রচুর ভল্যুমও দেয়। নীতি মেনে সংগৃহীত মিমোসা সারাদিন ধরে চুলে সুগন্ধ ছড়ায়। সব মিলিয়ে মনে হবে সমুদ্র আর নারকেল গাছের ছায়ায় ঘেরা কোন ট্রপিকাল দেশে চলে গেছেন আপনি! Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo and Conditioner.

 

প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে Image 3

প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে Image 3

সিলিকোনের একটি ধরন ডিমেথিকোন ব্যবহার করা হয় হেয়ার কেয়ার প্রডাক্টে। এই ডিমেথিকোন চুলে আর স্ক্যাল্পে একবার জমে গেলে তোলা মুশকিল। জমে থাকা ডিমেথিকোনের কারণে র‍্যাশ, জ্বালাভাব, চুলকানি হতে পারে, হেয়ার ফলিকলে জ্বালা করতে পারে এবং তা থেকে চুল উঠে যেতে পারে। এমন ফলাফল নিশ্চয়ই আমরা কেউই চাই না! আপনারও যদি এমন কোনও সমস্যা থেকে থাকে, তা হলে স্ক্যাল্পের দরকার ডিটক্সের যত্ন। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু আর কন্ডিশনার/ ব্যবহার করে দেখুন। এটি আপনার স্ক্যাল্প ডিটক্স করে তরতাজা রাখে। এতে কোনও সিলিকোন, প্যারাবেন বা কৃত্রিম রং নেই। টি ট্রি অয়েলের অ্যান্টিফাঙ্গাল গুণ স্ক্যাল্পকে ডিটক্স করে আর ভেটিভারের মিষ্টি গন্ধ আপনাকে রাখে চনমনে! আর কী চাই! Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo and Conditioner