এইচডি বনাম এয়ারব্রাশ: কোন ধরনের মেকআপ বিয়ের কনের জন্য বেশি উপযোগী?

Written by Manisha DasguptaMay 17, 2022
এইচডি বনাম এয়ারব্রাশ: কোন ধরনের মেকআপ বিয়ের কনের জন্য বেশি উপযোগী?

সামনেই কি বিয়ে আপনার? তা হলে তো হাজারটা চিন্তা এখন আপনার মনে ঘুরপাক খাওয়ার কথা! ফোটোগ্রাফার খোঁজা, বিয়ের নেমন্তন্নের কার্ড পাঠানো, মেকআপ আর্টিস্ট ঠিক করা, আরও নানা কাজ। আর এ সবের মধ্যে ঠিকঠাক মেকআপের লোক খুঁজে পাওয়াটা জরুরি, কারণ ওঁর ওপরেই নির্ভর করছে বিয়ের দিন আপনাকে কেমন দেখাব। তবে তার চেয়েও জরুরি বিষয় হল, তিনি কী মেকআপ কৌশল ব্যবহার করবেন! সারা পৃথিবীতে বিয়ের কনেরা এখন এয়ারব্রাশ বা এইচডি মেকআপ ব্যবহার করছেন, যাতে বিয়ের ছবিতে মুখটা মেকআপের আস্তরণে ঢাকা বলে মনে না হয়।

মেকআপের এই নতুন পদ্ধতিতে মুখের কোনও দাগ দেখা যায় না, আর ক্যামেরাতেও দারুণ দেখায়! কিন্তু আপনার যদি এ সব পদ্ধতি সম্পর্কে জানা না থাকে, বা এদের তফাৎ সম্পর্কে ওয়াকিবহাল না হন, তা হলে পড়তে থাকুন।

 

এইচডি মেকআপ কী?

এয়ারব্রাশ মেকআপ কী?

এইচডি মেকআপে যে সব প্রডাক্ট ব্যবহার করা হয় তার প্রতিটিই খুব দামি, আর এই সব প্রডাক্টে আলো কমানোর জন্য একটা কোটিং দেওয়া থাকে, যাতে আলো প্রতিফলিত হওয়ার সময় তা একটু ম্লান হয়ে যায়। এই মেকআপ অবশ্য চিরাচরিত ব্লেন্ডার আর ব্রাশ দিয়েই করা হয়, ফলে ত্বকে মসৃণ নিখুঁত ফিনিশ আসে। বেশিরভাগ সেলিব্রিটি আর পেশাদার মেকআপ শিল্পীরা এই পদ্ধতিতেই মেকআপ করেন। এইচডি মেকআপ করলে বোঝা যায় না, পাশাপাশি এটি খুব হালকা এবং ত্বকের অমসৃণ ভাব, দাগছোপ, ক্ষতচিহ্ন, রোমছিদ্র, সব কিছুই ঢেকে দিতে পারে। এইচডি মেকআপের প্রডাক্ট এমনভাবে তৈরি হয় যা ত্বকের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়।

কারা এই মেকআপ করতে পারেন?

এই মেকআপ পদ্ধতি সব ধরনের ত্বকের সঙ্গেই মানানসই, কারণ এই মেকআপ দেখতে স্বাভাবিক মনে হয়। মেকআপে নাটকীয়তা না চাইলে আর নরম ফোকাস চাইলে আপনার জন্য এইচডি মেকআপই আদর্শ!

 

 

এয়ারব্রাশ মেকআপ কী?

এয়ারব্রাশ মেকআপ কী?

সহজ কথায়, এয়ারব্রাশ মেকআপ হল একধরনের লাইটওয়েট মেকআপ যা এয়ারগান দিয়ে লাগানো হয়। জটিল লাগছে তো শুনতে? আসলে কিন্তু একেবারেই জটিল নয়! এয়ারগানের চেম্বারে বিশেষ ধরনের লিকুইড ফাউন্ডেশন ভরা থাকে যা মুখে স্প্রে করা হয়। এয়ারগানের ট্রিগার চাপলে ফাউন্ডেশনের মিস্ট মুখে লেগে যায়, আর নিখুঁত ফিনিশ এনে দেয়। ব্লাশ, আইশ্যাডো, লিপস্টিক পরাতে, এমনকী ভুরুর ফাঁক ভরতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এয়ারব্রাশ গানের ওপর হাতের নিয়ন্ত্রণ থাকলে আর ঠিকভাবে করতে পারলে এই পদ্ধতিতেও নিখুঁত ফিনিশ পাওয়া যায়। কিন্তু ঠিকঠাক না হলে মেকআপ অসম্ভব চড়া আর কৃত্রিম দেখানোর ভয় থাকে। তবে এই পদ্ধতির অন্যতম সুবিধেজনক দিক হল, এটি অনেকক্ষণ ধরে, প্রায় 12 থেকে 24 ঘণ্টা পর্যন্ত একেবারে নিখুঁত থাকে।

কারা এই মেকআপ করাতে পারেন?

যে সব কনের ত্বক তেলতেলে, তাঁদের জন্য মেকআপের এই পদ্ধতিটি কার্যকর, কারণ এ ক্ষেত্রে সিলিকন-বেসড প্রডাক্ট ব্যবহার করা হয় এবং মেকআপ অনেকক্ষণ ঠিক থাকে। তবে শুষ্ক ত্বক হলে এয়ারব্রাশ মেকআপ পুরু আর কৃত্রিম দেখাতে পারে। তা ছাড়া এই পদ্ধতি যথেষ্ট খরচসাপেক্ষ, এবং আপনার বাজেটের বাইরে অনেকটাই বেরিয়ে যেতে পারে।

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1300 views

Shop This Story

Looking for something else