500 টাকার কম দামে সেরা লাল লিপস্টিক, সংগ্রহে রাখুন এক্ষুনি

Written by Manisha Dasgupta11th Mar 2021
 500 টাকার কম দামে সেরা লাল লিপস্টিক, সংগ্রহে রাখুন এক্ষুনি

গরমের দিনে স্মার্ট ক্যাসুয়াল পরুন, বা সেজে উঠুন প্রিয় সামার কুর্তায়, লাল লিপস্টিকের কোনও বিকল্প নেই! যে কোনও সাজে অন্য মাত্রা এনে দিতে পারে লাল লিপস্টিকের একটুখানি আভা! নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে, মনের মধ্যে একটা ফুরফুরেভাব এনে দিতে লাল লিপস্টিক সিদ্ধহস্ত! আর সবচেয়ে বড় কথা, লাল লিপস্টিক সবসময়ই ফ্যাশনের কেন্দ্রেই থাকে, তার কোনও নড়চড় নেই!

কাজেই যদি নিজের লাল লিপস্টিকের স্টক নতুন করে সাজিয়ে তুলতে চান, অথবা ন্যুডের ঘেরাটোপ থেকে বেরিয়ে ঠোঁট রাঙিয়ে নিতে চান ঝলমলে লাল রঙে আর তাও আবার একগাদা খরচ না করেই, তা হলে একদম ঠিক জায়গায় এসেছেন আপনি! আমরা নিয়ে এসেছি পাঁচটি অসামান্য লাল রঙের কালেকশন যা আপনার সংগ্রহে থাকতেই হবে! আর সবচেয়ে ভালো ব্যাপারটা কী জানেন? এই সবক'টি লিপস্টিকের দামই 500 টাকার নিচে! দারুণ ব্যাপার না?

 

01. এল এইট্টিন কালার পপ ম্যাট লিপ কালার - লেটস ট্যাঙ্গো

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

দাম: ₹ 75

ছোটবেলায় ঠোঁটে টোম্যাটো কেচাপ লাগিয়ে লিপস্টিক পরার ভান করতেন কি? উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে এতদিনে নিশ্চিতভাবেই পুরোদস্তুর মেকআপ পাগল হয়ে উঠেছেন আপনি! এল এইট্টিনের এই টোম্যাটো রেড কালার পপ লিপস্টিক আমাদের অল-টাইম ফেভারিট! গাঢ় রং আর লং লাস্টিং হওয়ার সুবাদে এটি আমাদের সারাক্ষণের সঙ্গী। বিশেষ করে হাতে সময় না থাকলে চটজলদি টাচ-আপের জন্য এই লিপস্টিক একদম ঠিকঠাক! The tomato-red colour pop lippie

 

02. এল এইট্টিন কালার পপস সিল্ক লিপস্টিক - আর02

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

দাম: ₹ 100

ক্রিম লিপস্টিক পরতে ভালোবাসেন? যা লিপবামের কাজও করে দেবে? তা হলে এই লিপস্টিকটি আপনার সংগ্রহে থাকতেই হবে। কোকো বাটার আর ভিটামিন ই সমৃদ্ধ এই ক্রিম লিপস্টিক পাওয়া যায় অল্প কোরালের ছোঁয়া মাখা টকটকে লাল শেডে। লিপস্টিকটি ক্রিম টেক্সচার হওয়ার কারণে ঠোঁট শুকনো হবে না, দিনভর ঠোঁট থাকবে টুসটুসে রঙিন! creamy lippie

 

03. ল্যাকমে কুশন ম্যাট - রেড রুবি

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

দাম: ₹ 275

প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার উপযোগী লিপস্টিক খুঁজছেন? কোনওদিকে না তাকিয়ে কিনে ফেলুন এই লিপস্টিকটি! রোজ অয়েলের নির্যাসে ভরপুর এই লিপস্টিকটি মখমলের মতো মসৃণ, ঠোঁটে মিশেও যায় খুব সুন্দর! তা ছাড়া এই লিপস্টিক ওয়াটারপ্রুফ, কাজেই সাংগ্রিয়ার গেলাসে চুমুক দেওয়ার পরেই টাচ-আপের জন্য রেস্টরুমে ছোটার দরকার নেই! lipstick

 

04. ল্যাকমে ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার - রেড ভেলভেট

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

দাম: ₹ 295

লিকুইড লিপস্টিক না থাকলে কি তালিকা সম্পূর্ণ হয়? তাই ল্যাকমের ভাঁড়ার থেকে আমরা নিয়ে এসেছি এই হালকা ম্যাট লিপস্টিক। নরম ঠোঁটের স্বপ্ন পূরণ হবে এই লিপস্টিকে। পরা খুব সহজ, রং নিখুঁত থাকে পাক্কা 16 ঘণ্টা! আর কী চাই! matte lippie

 

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - সিনফুল চেরি

দাম: ₹ 450

সস্তায় সেরা জিনিসটি চাইলে বেছে নিন এই লিপস্টিকটি। এই ল্যাকমে লিপস্টিকে রয়েছে আর্গান অয়েল যা ঠোঁট শুকনো হতে দেয় না। ঠোঁটের পক্ষে পুষ্টিকর আর উজ্জ্বল রঙের সহাবস্থানে এই লিপস্টিক যে কোনও অনুষ্ঠানের জন্য একদম ঠিকঠাক! matte lippie

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
3116 views

Shop This Story

Looking for something else