ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য 5টি সেরা মেকআপ রিমুভার

Written by Manisha Dasgupta12th Mar 2021
 ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য 5টি সেরা মেকআপ রিমুভার

মেকআপ করতে, সাজগোজ করতে দারুণ মজা লাগে এ নিয়ে সন্দেহ নেই! কিন্তু মেকআপ যদি হয় ওয়াটারপ্রুফ, তা হলে দিনের শেষে তা তুলতে গিয়ে হাল খারাপ হওয়ার দশা! ত্বকের ওপর এঁটে বসা মেকআপ ব্যাপারটা খুব একটা ভালো নয়, কারণ তা তুলতে বিস্তর ঘষাঘষির দরকার হয় এবং তা থেকে একটা সময় পর ত্বকে সূক্ষ্ম রেখা, বলিরেখা বা প্রদাহ দেখা দিতে পারে। আপনারও যদি মেকআপ তোলা নিয়ে অস্বস্তি থাকে, তা হলে এই লেখা আপনার জন্য।

কেমন লাগবে যদি বলি, ওয়াটারপ্রুফ মেকআপ তোলাটা খুব একটা কঠিন কাজ নয়? আপনাকে শুধু যা করতে হবে, সেটা হল নিজের রোজকার ব্যবহারের ক্লেনজারটা পালটে কড়া ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে পারে এমন ক্লেনজার কেনা। নানা ব্র্যান্ড আর প্রডাক্টের মধ্যে কোনটা কিনবেন ভেবে যাতে বিভ্রান্ত হয়ে না যান, তাই পাঁচটা ভরসাযোগ্য ক্লেনজার আপনাদের সামনে হাজির করছি আমরা। এই প্রতিটি প্রডাক্টই আমাদের দারুণ পছন্দের। দেখে নিন নিজেই!

 

01. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়্যান্স রিন্স অফ ক্লেনজিং অয়েল

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

ত্বকে তেল মাসাজ করলে এঁটে বসা মেকআপের প্রতিটি কণা সহজে তোলা যায়। কিন্তু বেশিরভাগ তেলই রোমছিদ্র বন্ধ করে দেয়, যা থেকে ব্রণ হতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক তেলতেলে আর ব্রণর প্রবণতা রয়েছে, তাঁদের তেল মাসাজ করলে বড় সমস্যা হতে পারে। আর এখানেই আর্গান অয়েলের ভূমিকা। এই তেলটি নন-কমেডোজেনিক, অর্থাৎ এটি রোমছিদ্রের মুখ বন্ধ করে না এবং সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। তাই আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভারের তালিকায় সবার ওপরেই রয়েছে ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়্যান্স রিন্স অফ ক্লেনজিং অয়েল/ Lakme Absolute Argan Oil Radiance Rinse Off Cleansing Oil -এর নাম। ত্বকে লাগানোর পর এই তেলটি ক্লেনজিং মিল্কে রূপান্তরিত হয় এবং দীর্ঘস্থায়ী কড়া ওয়াটারপ্রুফ মেকআপও সহজেই তুলে ফেলে। আর আপনার ত্বক হয়ে ওঠে ঝকঝকে পরিষ্কার।

 

02. সিম্পল কাইন্ড টু স্কিন আই মেক-আপ রিমুভার

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

চোখের মেকআপ তোলা এমনিতেই মুশকিল, তার ওপর ওয়াটারপ্রুফ হলে তো কথাই নেই! ওয়াটারপ্রুফ মাস্কারা তুলতে গিয়ে দু'একটা চোখের পলকও ছিঁড়ে উঠে আসবেই! সিম্পল কাইন্ড টু স্কিন আই মেক-আপ রিমুভার/ Simple Kind To Skin Eye Make-up Remover ব্যবহার করলে কিন্তু এই ব্যাপারটা সহজেই আটকাতে পারবেন! কোমল এই ফরমুলায় কোনও কড়া রাসায়নিক নেই, তাই আপনার কোমল চোখ সুরক্ষিত থাকে, আর এঁটে বসা মেকআপও উঠে আসে ঝটপট!

 

03. ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচারাল জেল মেকআপ রিমুভার উইথ পিওর অ্যালো ভেরা

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

ওয়াটারপ্রুফ মেকআপ তোলা কঠিন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে কড়া কোনও কিছু দিয়ে তা তুলতে হবে! ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচারাল জেল মেকআপ রিমুভার উইথ পিওর অ্যালো ভেরা/ Lakme 9 To 5 Naturale Gel Makeup Remover With Pure Aloe Vera আপনার চোখ, ঠোঁট আর মুখ থেকে সমস্ত মেকআপ তুলে ফেলতে পারে আর তাও খুব কোমলভাবে! অল্প একটু প্রডাক্ট নিয়ে মুখে ক্রিমের মতো মেখে নিলেই আলগা হয়ে আসবে এঁটে বসা মেকআপ, তারপর তুলো দিয়ে মুছে সব তুলে দিলেই হল! সহজ, না?

 

04. পন্ড'স ভিটামিন মিসেলার ওয়াটার ডি-টক্স চারকোল

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

মিসেলার ওয়াটারে ছোট্ট ছোট্ট তেলের কণা থাকে যা মুখের সমস্ত তেলময়লা, এমনকী, ওয়াটারপ্রুফ মেকআপও তুলে ফেলে আপনাকে দেয় ঝকঝকে পরিষ্কার ত্বক। পন্ড'স ভিটামিন মিসেলার ওয়াটার ডি-টক্স চারকোল/ Pond's Vitamin Micellar Water D-Toxx Charcoal বিশেষভাবে কার্যকরী কারণ এই ক্লেনজারটি দক্ষভাবে মেকআপ তুলে ফেলার পাশাপাশি এ, বিথ্রি, বিফাইভ, সি এবং ই ভিটামিনে সমৃদ্ধ যা ত্বকে পুষ্টি জোগায়, ত্বক ঝলমলে উজ্জ্বল করে তোলে।

 

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

05. ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার

আলাদাভাবে অয়েল-বেসড আর ওয়াটার-বেসড রিমুভারের কথা তো জানেনই! কিন্তু এমন কোনও রিমুভারের কথা শুনেছেন কি, যা অয়েল আর ওয়াটারের কম্বিনেশন? ল্যাকমে অ্যাবসলিউট বাই-ফেজড মেকআপ রিমুভার/ Lakme Absolute Bi-Phased Make-up Remover এমনই একটি অভিনব ফরমুলা যা দু'ভাবেই কাজ করে - তেলের অংশটি মেকআপ তুলে দেয় আর জলের অংশটি ত্বক তরতাজা আর আর্দ্র রাখে কোনও চটচটেভাব ছাড়াই! ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত এই ফরমুলাটি এঁটে বসা মেকআপও নিমেষে তুলে দেয়।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2441 views

Shop This Story

Looking for something else