5টি অ্যান্টি-এজিং সিরাম যা ত্বকে বয়সের কাঁটা উল্টোদিকে ঘোরাতে সাহায্য করবে

Written by Manisha Dasgupta30th Nov 2021
5টি অ্যান্টি-এজিং সিরাম যা ত্বকে বয়সের কাঁটা উল্টোদিকে ঘোরাতে সাহায্য করবে

স্কিনকেয়ার রুটিনে সিরামের ভূমিকা একেবারেই এলেবেলে নয়! অত্যন্ত কনসেনট্রেটেড সক্রিয় উপাদানে ভরপুর সিরাম একই সঙ্গে একাধিক ত্বকের সমস্যার মোকাবিলা করতে পারে, এবং আপনার ত্বকের বয়সের কাঁটাটাও উল্টোদিকে ঘুরিয়ে দিতে পারে! সেরা অ্যান্টি-এজিং সিরাম চাই আপনার? আমরা নিয়ে এসেছি আমাদের পছন্দের কিছু সেরা অ্যান্টি-এজিং সিরাম যা অকালবার্ধক্য দূরে রেখে আপনার ত্বক রাখবে উজ্জ্বল আর তারুণ্যে ভরপুর, যতদিন পর্যন্ত তা সম্ভব!

 

01. ল্যাকমে অ্যাবসলিউট ইউথ ইনফিনিটি স্কিন স্কাল্পটিং ফেস সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

ল্যাকমে অ্যাবসলিউট ইউথ ইনফিনিটি স্কিন স্কাল্পটিং ফেস সিরাম/ Lakme Absolute Youth Infinity Skin Sculpting Face Serum -এ রয়েছে জেল্লাদার মুক্তোর গুণ যা ত্বক উজ্জ্বল করে তোলে। এটি ত্বকে পুষ্টি জোগায়, দাগছোপ, কালি আর বলিরেখা মুছে দেয়। ত্বকের নিষ্প্রভভাব কাটানোর জন্য তৈরি এই সিরামটি ত্বক মেরামত করে, ত্বকে নতুন জীবন ফিরিয়ে আনে। প্রতিদিন কয়েকফোঁটা মুখে মাখুন আর দেখুন কীভাবে এই ছোট্ট বোতলটি বয়স বাড়া সংক্রান্ত সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি দেয় আপনাকে! দারুণ না?

 

02.পন্ড'স এজ মিরাকল ইউথফুল গ্লো ডাবল অ্যাকশন সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

রেটিনল-সি প্রযুক্তি আর ভিটামিন বি সমৃদ্ধ পন্ড'স এজ মিরাকল ইউথফুল গ্লো ডাবল অ্যাকশন সিরাম/ Pond’s Age Miracle Youthful Glow Double Action Serum ত্বকে নিবিড় আর্দ্রতা, পুষ্টি আর হাইড্রেশন এনে দেয়। ত্বক টানটান তরতাজা করার উদ্দেশ্যে তৈরি এই সিরামটি ত্বকের সাতটি সমস্যার মোকাবিলা করতে পারে, যার মধ্যে রয়েছে বলিরেখা, ফাইন লাইন, শুষ্কভাব আর অমসৃণ ত্বকের রঙ। ডাক্তারিভাবে পরীক্ষিত এই সিরামটি আপনাকে এনে দেয় তারুণ্যে ভরপুর ত্বক।

 

03. পন্ড'স ভিটামিন সি সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

লেবু, বেদানা আর কাঁচা পেঁপের নির্যাসে সমৃদ্ধ, তেলতেলেভাবহীন পন্ড'স ভিটামিন সি সিরাম/ Pond’s Vitamin C serum বক আর্দ্র রাখে, পুষ্টি আর হাইড্রেশন জোগায়। লেবুর নির্যাস ত্বক চনমনে করে তোলে, কাঁচা পেঁপে ত্বক থেকে মৃত কোষ সাফ করে দেয়। অন্যদিকে বেদানা ফ্রি র‍্যাডিক্যালসের হাত থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের অকালবার্ধক্য রুখে দেয়।

 

04. ডার্মালজিকা এজ ব্রাইট ক্লিয়ারিং সিরাম

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ডার্মালজিকা এজ ব্রাইট ক্লিয়ারিং সিরাম/ Dermalogica Age Bright Clearing Serum ত্বকে ব্রণ কমায় এবং ত্বকে নতুন কোষ জন্মানোর প্রক্রিয়াটি ত্বরান্বিত করে। এর ফলে ত্বক অকালে বুড়িয়ে যেতে পারে না। এই সিরামে নিয়াসিনামাইডও রয়েছে যা ত্বক থেকে দাগছোপ মুছে এক মসৃণ স্কিন টোন উপহার দেয়! সবচেয়ে ভালো ফল পেতে দিনে দু'বার সিরামটি ব্যবহার করুন।

 

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

05. সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড

সিম্পল বুস্টার সিরাম - 10% নিয়াসিনামাইড/ Simple Booster Serum - 10% Niacinamide একটি মাল্টি-পারপাস সিরাম যা বড় হয়ে যাওয়া রোমছিদ্র সংকুচিত করে, ত্বকের রং মসৃণ করে তোলে, ত্বকের প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং অকালজরা রুখে দেয়। 10% নিয়াসিনামাইড আর 1% ভিটামিন বি-5 সমৃদ্ধ এই সিরামটি বিশেষভাবে স্পর্শকাতর অর্থাৎ সেনসিটিভ ত্বকের জন্য তৈরি, এবং এতে কোনও প্রাণীজ উপাদান বা কড়া কেমিক্যাল নেই। স্থিতিশীলতার ব্যাপারে জোর দেয় এমন প্রডাক্ট ব্যবহার করতে চাইলে এই সিরামটি আপনার জন্যই!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2425 views

Shop This Story

Looking for something else