সৌন্দর্যের জগতের হালচাল নিয়ে যাঁরা মোটামুটি আগ্রহী, তাঁরা জানেন ইদানীং কোরিয়ার রূপচর্চার রুটিনে শিট মাস্কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ! এখন শিট মাস্কের জনপ্রিয়তা শুধু কোরিয়াতেই আটকে নেই, ত্বকের যত্নে তা সারা পৃথিবীতেই প্রচলিত হয়ে উঠেছে। মিলেনিয়াল মেয়েরা শিট মাস্ক বলতে অজ্ঞান, আর তার যথেষ্ট কারণও আছে! ত্বকের জন্য শিট মাস্ক নানাভাবে উপকারী। অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে রোমছিদ্র পরিষ্কার করা, ধুলোময়লা সাফ করা এবং ব্রণ আটকানোর মতো নানা কাজ শিট মাস্ক দিয়েই সেরে ফেলতে পারবেন আপনি।
তবে শিট মাস্কের প্রচলন যেহেতু অপেক্ষাকৃত নতুন, তাই এই বস্তুটি নিয়ে নানা প্রশ্নও রয়েছে। যেমন, কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা ভালো, কত ঘন ঘন শিট মাস্ক ব্যবহার করা উচিত, এবং আরও নানা প্রশ্ন। আর ত্বকের যত্নের সওয়ালে কোনও প্রশ্নই ফেলনা নয়! তাই আজ আমরা শিট মাস্ক সংক্রান্ত পাঁচটি প্রশ্নের উত্তর দেব। এই পাঁচটি প্রশ্নই শিট মাস্ক ঘিরে সবচেয়ে বেশি ওঠে। চোখ বুলিয়ে নিন।

1. সাধারণ মাস্কের থেকে শিট মাস্ক কতটা আর কীভাবে আলাদা?
শিট মাস্ক তৈরি হয় পাতলা কাপড় কেটে, এই কাপড়ের শুষে নেওয়ার ক্ষমতা খুব বেশি। এ ছাড়া হাইড্রোলাইজড জেল কেটেও শিট মাস্ক তৈরি হয়। এগুলোকে মুখের আকারে কেটে নেওয়া হয়, এবং তারপর শক্তিশালী সিরাম আর এসেন্সে ডুবিয়ে রাখা হয়। সাধারণ ফেস মাস্কের চেয়ে শিট মাস্ক আলাদা, কারণ এতে ধুয়ে ফেলার কোনও ব্যাপার নেই, আর শিট মাস্কে আর্দ্রতার পরিমাণও বেশি। এই মাস্ক সাধারণত অ্যাক্টিভ উপাদান দিয়ে তৈরি হয় যা দিয়ে ত্বকের বিশেষ সমস্যা সমাধান করা হয়।
2. কত দিন অন্তর শিট মাস্ক ব্যবহার করা যায়?
কত দিন অন্তর শিট মাস্ক লাগাবেন, তা একেবারেই আপনার ব্যক্তিগত পছন্দ; প্রতিটি ত্বকের ধরন আলাদা, তাদের চাহিদাও আলাদা। যেমন, শুষ্ক ত্বকে প্রতিদিনই হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করা যায়, আবার তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা হয়তো এই মাস্ক একদিন অন্তর ব্যবহার করবেন। যদি শিট মাস্কে গ্লাইকোলিক অ্যাসিড না থাকে, তা হলে প্রয়োজন অনুসারে সপ্তাহে তিনদিন অথবা রোজ একদিন শিট মাস্ক ব্যবহার করতে পারেন।

03. আমার ত্বকের উপযোগী শিট মাস্ক বেছে নেব কী করে?
শিট মাস্ক কেনার সময় সবচেয়ে জরুরি বিষয় হল, তার উপাদানগুলো দেখে নেওয়া। ত্বকের ধরনের ওপর নির্ভর করে শিট মাস্ক কেনার সময় তাতে নিচের উপাদানগুলি আছে কিনা দেখে নেবেন:
শুষ্ক, আর্দ্রতাহীন ত্বক - হায়ালুরনিক অ্যাসিড, অপরিশোধিত মধু, অ্যালো ভেরা, স্নেল মিউসিন, গ্লিসারিন ও সেরামাইড।
তৈলাক্ত ত্বক - উইচ হ্যাজেল, ল্যাকটিক অ্যাসিড, কেওলিন, গ্রিন টি, চারকোল ও নিয়াসিনামাইড।
ব্রণ-সঙ্কুলিত ত্বক - সেন্টেলা এশিয়াটিকা, প্রপোলিস, টি ট্রি, স্যালিসাইলিক অ্যাসিড ও কোলোয়েডাল ওটস।
04. ত্বক পরিচর্যার রুটিনে কখন শিট মাস্ক ব্যবহার করা উচিত?
ত্বক ভালোভাবে পরিষ্কার আর টোন করার পরেই শিট মাস্ক লাগাতে হবে, এটাই মূল নিয়ম। তা হলে মাস্কের অ্যাক্টিভ উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। ফ্যাব্রিক মাস্ক সবসময় টোনার লাগানোর পরে লাগান, আর হাইড্রোলাইজড জেল শিট মাস্ক লাগান সিরাম/এসেন্স মাখার পরে ও ময়শ্চারাইজার মাখার আগে।

05. শিট মাস্ক মুখে কতক্ষণ লাগিয়ে রাখা যায়?
ন্যূনতম 20 মিনিট থেকে শুরু করে খুব বেশি আধ ঘণ্টা থেকে 45 মিনিট হল শিট মাস্ক লাগিয়ে রাখার আদর্শ সময়সীমা। সময়ের আগে শিট মাস্ক তুলে ফেললে ত্বক ভেজা থেকে যাবে, কারণ সিরাম ত্বকে পুরোপুরি শুষে যাওয়ার অবকাশ পাবে না। তবে খটখটে হয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত শিট মাস্ক মুখে রেখে দেবেন না, তাতে ফল বিপরীত হবে, মুখের সমস্ত সিরাম ফের শিট মাস্কেই শুষে যাবে। সেটা নিশ্চয়ই আপনি চান না!
Written by Manisha Dasgupta on May 10, 2021
Author at BeBeautiful.