ঝলমলে উজ্জ্বল সুস্থ ত্বক এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য যথেষ্ট যত্নআত্তি করতে হয়! আমরাও এ কথাটার সঙ্গে সম্পূর্ণ একমত! আমরা সবাই চাই আমাদের ত্বক সুস্থ, টানটান হোক, স্বাস্থ্যের জেল্লায় ভরা থাক, কিন্তু এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটা হল - কী করে? এই প্রশ্নের উত্তর আপনাদের হাতে তুলে দিতে আমরা নিয়ে এসেছি পাঁচটি দারুণ ফেস মাস্কের হদিশ। ট্রাই করুন আর পেয়ে যান জেল্লাদার উজ্জ্বল ত্বক!

 

01. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক

01. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক

তরতাজা, স্বচ্ছ, দীপ্তিময় ত্বক চাইলে আপনার সংগ্রহে থাকতেই হবে ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক/ Lakmé 9 To 5 Moist Matte Clay Face Mask গ্রিন টি, গ্লিসারিন, কেওলিন আর বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি এই ফেস মাস্কটি আপনার ত্বকে এনে দেয় ম্যাট ফিনিশ, আর সেই সঙ্গে নিষ্প্রভভাব কাটিয়ে তুলে রোমছিদ্র টানটান করে আর ত্বকও আর্দ্র রাখে।

 

02. সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক

02. সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক

সেন্ট ইভস জেন্টল স্মুদিং ওটমিল স্ক্রাব অ্যান্ড মাস্ক/ St. Ives Gentle Smoothing Oatmeal Scrub & Mask হল আংশিক স্ক্রাব আর আংশিক ফেস মাস্ক। ত্বকের পক্ষেও এটি অসাধারণ! ফেস মাস্কের ওটমিল ত্বকে জমে থাকা মৃত কোষ তুলে দেয়, অন্যদিকে মধু ত্বক শীতল আর স্নিগ্ধ রাখে। হাইপোঅ্যালার্জেনিক, নন-কমেডোজেনিক আর প্যারাবেনহীন এই মাস্কটি কোমলভাবে ত্বক এক্সফোলিয়েট করে এবং ত্বকের প্রাকৃতিক দীপ্তি বের করে আনে।

 

03. পন্ড'স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক

03. পন্ড'স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক

নিষ্প্রভভাবকে বিদায় জানাতে অ্যাক্টিভেটেড চারকোল আর ম্যানিকোয়াগান ক্লে যুক্ত পন্ড'স পিওর ডিটক্স মিনারেল ক্লে অ্যাক্টিভেটেড চারকোল অয়েল ফ্রি গ্লো ফেস মাস্ক Pond’s Pure Detox Mineral Clay Activated Charcoal Oil Free Glow Face Mask আপনার ত্বকের একমাত্র প্রয়োজন। এই মাস্কটি ত্বক ডিটক্সিফাই করে, তেলময়লা তুলে দেয়, আর রোমছিদ্র উন্মুক্ত করে ত্বক রাখে নরম, মসৃণ আর উজ্জ্বল।

 

04. ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স মিনারেল ক্লে মাস্ক

04. ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স মিনারেল ক্লে মাস্ক

ত্বক উজ্জ্বল করে তুলতে আমাদের সবচেয়ে পছন্দ হল ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স মিনারেল ক্লে মাস্ক/ Lakmé Absolute Perfect Radiance Mineral Clay Mask. । কেওলিন, বেন্টোনাইট ক্লে, ভিটামিন সি, বি3 আর মাইক্রো-ক্রিস্টাল দিয়ে তৈরি এই ফেস মাস্কটি মাত্র একবার ব্যবহারেই মুখের বাড়তি তেল দূর করে রোমছিদ্র পরিষ্কার রাখে, স্কিন টোন উন্নত করে এবং নিষ্প্রভ ত্বকে জেল্লা ফেরায়।

 

05. ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক

05. ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক

ব্রণ আর প্রদাহযুক্ত ত্বকের জন্য ডার্মালজিকা সেবাম ক্লিয়ারিং মাস্ক Dermalogica Sebum Clearing Masque আদর্শ! স্যালিসাইলিক অ্যাসিড, লিউকোরাইস, নিয়াসিনামাইড, কেওলিন আর বেন্টোনাইট ক্লে দিয়ে তৈরি এই মাস্কটি রোমছিদ্রের মুখ খুলে দেয়, ব্রণ কমায়, পিগমেন্টেশন কমায়, ত্বক উজ্জ্বল করে, আর সেই সঙ্গে মুখ থেকে অকালে বয়সের দাগও কমায়! আর কী চাই বলুন তো!