আমাদের পছন্দের 5টি সেরা ফেস সিরাম

Written by Manisha Dasgupta12th Oct 2021
আমাদের পছন্দের 5টি সেরা ফেস সিরাম

সবচেয়ে সেরা ফেস সিরামটার খোঁজে আমরা এমন কিছু নেই যা মুখে মাখিনি! এমন সিরাম মেখেছি যাতে মুখে ব্রণ বেরিয়ে গেছে রাতারাতি, আবার কোনওটা চটচটে তেলতেলে করে দিয়েছে মুখ, কোনওটা আবার মেখেও বিন্দুমাত্র কাজ হয়নি! কিন্তু তার মধ্যেও এমন কিছু সিরাম আমরা খুঁজে পেয়েছি যা সত্যিই ভালো, এবং প্রতিশ্রুতিমাফিক কাজ করে দেখায়! আর আপনি কবে চেষ্টা করে করে নিজের উপযোগী সিরামটা খুঁজে পাবেন,

তার জন্য অপেক্ষা করে বসে থাকার লোকও নই আমরা! সেজন্যই আমরা নিয়ে এসেছি আমাদের দারুণ পছন্দের পাঁচটি সেরা ফেস সিরামের হদিশ। একবার মেখে দেখলে আপনারও ভীষণ পছন্দ হবে এ সব সিরাম! তা হলে আর কী, চোখ বুলিয়ে নিন আর কিনে ফেলুন ঝটপট!

 

01. ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স স্কিন ব্রাইটেনিং সিরাম

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

মুখে নিখুঁত উজ্জ্বলতা পেতে চান, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না? আপনার দরকার ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স স্কিন ব্রাইটেনিং সিরাম/ Lakmé Absolute Perfect Radiance Skin Brightening Serum । নিষ্প্রাণ ত্বকের জন্য আদর্শ এই সিরামে রয়েছে হেক্সিলরেসরসিনল, যা অসমান ত্বকের রং মসৃণ করে। পাশাপাশি এর উইচ হ্যাজেল ত্বক শীতল করে অ্যান্টিঅক্সিডান্টের গুণ পৌঁছে দেয় ত্বকের গভীরে, ভিটামিন বি3 ত্বকের প্রতিরোধ ক্ষমতা জোরদার করে, আর মাইক্রো-ক্রিস্টাল ত্বক কোমলভাবে এক্সফোলিয়েট করে পালিশ করে রাখে। উজ্জ্বল দীপ্তিময় ত্বক চাইলে এই সিরামটি ব্যবহার করুন - ফলাফল দেখে নিজেই চমকে যাবেন।

 

02. ডার্মালজিকা এজ ব্রাইট ক্লিয়ারিং সিরাম

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

তেলতেলে ব্রণর প্রবণতাযুক্ত ত্বক থাকলে ডার্মালজিকা এজ ব্রাইট ক্লিয়ারিং সিরাম/ Dermalogica Age Bright Clearing Serum. ব্যবহার করে দেখুন। টু-ইন-ওয়ান এই ব্রাইটেনিং ও ক্লিয়ারিং সিরামটি উজ্জ্বল দ্যুতিময় ত্বকের চাবিকাঠি, এবং পাশাপাশি ত্বকে বয়সের চিহ্ন যাতে না পড়ে, সে ব্যাপারেও যত্নশীল। এই সিরামে রয়েছে নিয়াসিনামাইড যা উজ্জ্বল, মসৃণ স্কিন টোন এনে দেয়, আর স্যালিসাইলিক অ্যাসিড যা ব্রণ কমায়। ত্বক পরিষ্কার রাখা, অ্যান্টি-এজিং এই রত্নটি ব্যবহার করলেই তফাৎ বুঝতে পারবেন।

 

03. ল্যাকমে ভিটামিন সি+ফেসিয়াল সিরাম

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

সেরা সিরামের তালিকায় ভিটামিন সি তো থাকতেই হবে, আর তার মধ্যে ল্যাকমে ভিটামিন সি+ফেসিয়াল সিরাম/ Lakmé Vitamin C+ Facial Serum কে সেরার সেরা বললে একটুও বাড়িয়ে বলা হবে না। কেন? কারণ এতে রয়েছে কাকাডু প্লাম, যা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভিটামিন সি-র উৎস বলে খ্যাত। হালকা, তেলতেলেভাবহীন এই সিরামটি সবধরনের ত্বকের পক্ষে উপযোগী। ভিটামিন সি যা যা কাজ করার প্রতিশ্রুতি দেয়, এই সিরামটি সে সমস্ত কাজই করে আর আপনার ত্বক থাকে মসৃণ, পুষ্টিগুণে ভরপুর, আর্দ্র আর ময়শ্চারাইজড।

 

04. ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো সিরাম

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

জানেন কি, কোন স্কিনকেয়ার উপাদান প্রতিটি ত্বকের পক্ষে আশীর্বাদের মতো? হ্যালুরনিক অ্যাসিডের কথা বলছি! আর আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় হ্যালুরনিক অ্যাসিড সিরাম হল ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো সিরাম/ Lakmé Absolute Hydra Pro Serum. ত্বকে নিমেষে আর্দ্রতা জোগানোর পাশাপাশি এটি ত্বকের অমসৃণভাব কাটিয়ে তুলে ত্বক নরম আর্দ্র রাখে। এই সিরামে রয়েছে হ্যালুরনিক অ্যাসিড, পেন্টাভিটিন আর গ্লিসারিন, যার প্রতিটিই হাইড্রেটিং, হিউমেকট্যান্ট এবং ময়শ্চারাইজিং উপাদান।

 

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

05. ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম

আর্গান অয়েল চুলের পক্ষে খুব উপকারী তো শুনেছেন, কিন্তু জানেন কি, শুষ্ক ডিহাইড্রেটেড ত্বকের জন্য এটি কতটা কাজের? যাঁদের ত্বক শুষ্ক, নির্জীব এবং ডিহাইড্রেটেড, তাঁদের ব্যবহার করতেই হবে এই পুষ্টিগুণে ভরপুর স্কিনকেয়ার উপাদানটি। আর যে আর্গান অয়েল সিরামটি এই মুহূর্তে আমাদের সকলের খুব প্রিয়, সেটি হল ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন সিরাম/ Lakmé Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum । মুখে দু'ফোঁটা মেখে নিন, পুষ্টিসমৃদ্ধ, উজ্জ্বল দীপ্তি মুখে ফুটে উঠবে নিমেষেই!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2234 views

Shop This Story

Looking for something else