5টি সেরা ময়শ্চারাইজার যা আপনার ত্বকে এনে দেবে নিখুঁত উজ্জ্বলতা

Written by Manisha Dasgupta23rd Sep 2021
5টি সেরা ময়শ্চারাইজার যা আপনার ত্বকে এনে দেবে নিখুঁত উজ্জ্বলতা

সত্যি কথাটা স্বীকার করে নেওয়া যাক - আমরা সকলেই ভেবে এসেছি সাধের যে ময়শ্চারাইজারটা জমানো টাকা খরচ করে কিনলাম, তা দিয়েই ত্বকে দারুণ জেল্লা ফিরবে। অথচ মাখা শুরু করার পর যে কে সেই অবস্থাই থেকে যায় ত্বকের। কিন্তু নিরাশ হলেন বলে কি ময়শ্চারাইজারের খোঁজ করা ছেড়ে দেবেন? নিখুঁত উজ্জ্বলতা এনে দিতে পারে এমন ময়শ্চারাইজারের খোঁজ চলতেই থাকে, আর আজ আপনার কপাল খোলার দিন! আজ আপনাকে আমরা একটা নয়, বরং পাঁচ-পাঁচটা এমন ময়শ্চারাইজারের খোঁজ দেব, যা আপনার ত্বকে এনে দেবে নিখুঁত জেল্লা। আপনার বাজেট যাই হোক না কেন, এখান থেকেই বেছে নিতে পারবেন পছন্দের ময়শ্চারাইজার! পড়তে থাকুন, আর বেছে নিন উজ্জ্বল ত্বক পাওয়ার সেরা ময়শ্চারাইজার।

 

01. ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়্যান্স স্কিন ব্রাইটেনিং ডে ক্রিম

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

ত্বকে জেল্লা এনে দেওয়া মাইক্রো ক্রিস্টাল আর উজ্জ্বলতাময় ভিটামিনের মিশেল রয়েছে এই ছোট্ট কৌটোটিতে। রোজকার ত্বক পরিচর্যার রুটিনে যদি জেল্লা এনে দেওয়া ময়শ্চারাইজার রাখতে চান, তা হলে ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়্যান্স স্কিন ব্রাইটেনিং ডে ক্রিম/ Lakmé Absolute Perfect Radiance Skin Brightening Day Creme আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। মুখ নিমেষে উজ্জ্বল করে তোলার পাশাপাশি একটা আলগা কোমল দীপ্তি এনে দিতে পারে এই ক্রিমটি।

 

02. ডার্মালজিকা অ্যাক্টিভ ময়েস্ট ময়শ্চারাইজার

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

এই ময়শ্চারাইজারটিতে রয়েছে ভেষজ নির্যাস এবং লেবু, শসা এবং বার্ডক বা ভাঁটুইগাছের প্রাকৃতিক নির্যাস। ডার্মালজিকা অ্যাক্টিভ ময়েস্ট ময়শ্চারাইজার/ Dermalogica Active Moist Moisturiser আপনার ত্বক আর্দ্র রাখে, অথচ তেলতেলে করে না মোটেই! হালকা এই ফরমুলাটি মুখের ওপর আস্তরণের মতো চেপে বসে না, অথচ মুখে এক অসাধারণ জেল্লা এনে দেয়!

 

03. পন্ড'স সুপার লাইট জেল অয়েলফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালুরনিক অ্যাসিড+ভিটামিন ই

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

আর্দ্র, মসৃণ আর উজ্জ্বল ত্বকের উৎস হিসেবে হ্যালুরনিক অ্যাসিডের সুনাম দীর্ঘদিনের, আর তার কারণও আছে! নিজের সমপরিমাণ ওজনের জলের 1000 গুণ বেশি আর্দ্রতা এটি ত্বকে ধরে রাখতে পারে, আর কে না জানে উজ্জ্বল ত্বকের রহস্যই হল ময়শ্চার! অন্যদিকে ভিটামিন ই ত্বকে পুষ্টি জোগায়। আর এই দুটি উপাদান একসঙ্গে হলে তা হয়ে ওঠে অপ্রতিরোধ্য! এজন্যই পন্ড'স সুপার লাইট জেল অয়েলফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালুরনিক অ্যাসিড+ভিটামিন ই/ Pond's Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E আমাদের সেরা পছন্দ! এটি একেবারেই তেলতেলে নয়, অথচ ত্বক উজ্জ্বল করে তোলায় সিদ্ধহস্ত, তাই হাতের কাছে এই ময়শ্চারাইজার রাখতেই হবে!

 

04. সিম্পল কাইন্ড টু স্কিন রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

জানেন কি, ত্বকে নিখুঁত জেল্লা আনতে যে উপাদানটি সবচেয়ে কাজের, সেটিই সবচেয়ে বেশি অবহেলিত হয়? গ্লিসারিনের কথা বলছি। গ্লিসারিন ত্বকের গভীরে ময়শ্চার ধরে রেখে এক তারুণ্যময় স্বাস্থ্যের জেল্লা ছড়ায়। আর নিজের সংগ্রহে সেরা গ্লিসারিনে ভরপুর ময়শ্চারাইজার রাখতে হলে আপনার চাই সিম্পল কাইন্ড টু স্কিন রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার/ Simple Kind To Skin Replenishing Rich Moisturiser. । বাড়তি পাওনা? ক্লিন বিউটির উদাহরণ এই ময়শ্চারাইজারটিতে রয়েছে অ্যালান্টয়েন যা ত্বক স্নিগ্ধ রাখে, প্রো ভিটামিন বি5 যা ত্বক রাখে পরিশুদ্ধ এবং বিসাবোলল যা ত্বকের পূর্ণ আর্দ্রতা বজায় রাখে।

 

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

05. ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো

ভিটামিন সি-এর উল্লেখ না করলে জেল্লা-বর্ধক ময়শ্চারাইজারের তালিকা অসম্পূর্ণ থেকে যাবে, আর ল্যাকমে ভিটামিন সি এএম পিএম ক্রিম কম্বো/ Lakmé Vitamin C AM PM Crème Combo এ ব্যাপারে সেরা ময়শ্চারাইজিং জুটি। ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে, এবং সকাল সন্ধেয় এটি মাখলে আপনার ত্বক দ্রুত হয়ে উঠবে দীপ্তিতে ভরপুর!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2281 views
Looking for something else