সানস্ক্রিন ছাড়া জীবন অচল। যাঁরা প্রতিদিন সানস্ক্রিন মাখেন, তাঁরা প্রত্যেকে একবাক্যে স্বীকার করবেন কোনও একটা দিন যদি কোনওরকমে সানস্ক্রিন বাদ পড়ে যায়, তা হলে নিজেকে কেমন একটা অপরাধীর মতো লাগে! সানস্ক্রিন ত্বককে রোদের ক্ষতিকর আলট্রা ভায়োলেট এ আর আলট্রা ভায়োলেট বি-এর হাত থেকে বাঁচায়। এই ইউভিএ আর ইউভিবি রশ্মির কারণেই ত্বকে কালো দাগছোপ, অকালজরা আর ত্বকের অসমান রঙের মতো সমস্যা তৈরি হয়।
বেশিরভাগ ত্বক পরিচর্যার সামগ্রীর মতো সানস্ক্রিনের ধরনেও নানা বদল আসছে। আগে সানস্ক্রিন বলতে শুধু পাওয়া যেত জেল আর ক্রিম-বেসড সানস্ক্রিন। এখন দোকানে আরও একরকম সানস্ক্রিন পাওয়া যায়, তা হল টিন্টেড সানস্ক্রিন। প্রশ্ন হল টিন্টেড সানস্ক্রিন আপনি কিনবেন কেন! চারটে কারণের কথা বলাই যায়। পড়ে নিন আর জেনে নিন কেন ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন 50+++/ Lakme Sun Expert Tinted Sunscreen 50 +++ SPF-এর মতো টিন্টেড সানস্ক্রিন আপনার এক্ষুনি কেনা দরকার!
- 01. খুব হালকা রঙের আভাস দেয়
- 02. যে কোনও মরশুমে মানানসই
- 03. ম্যাট ফিনিশ এনে দেয়
- 04. মুখে সাদা পরত ফেলে না
01. খুব হালকা রঙের আভাস দেয়

ত্বককে রোদের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করা ছাড়াও টিন্টেড সানস্ক্রিন আপনার মুখে খুব হালকা একটা রঙের ছোঁয়া এনে দেয়, তাতে মুখের রং উজ্জ্বল দেখায়, ত্বকে একটা স্বাস্থ্যের জেল্লা আসে। টিন্টেড সানস্ক্রিনের এই টু-ইন-ওয়ান সুবিধের ফলে ব্যস্ত সকালগুলোয় আপনি ঝটপট তৈরি হয়ে যেতে পারবেন, মেকআপের পেছনে বাড়তি সময় নষ্ট হবে না!
02. যে কোনও মরশুমে মানানসই

গরমে আর বর্ষায় ত্বক খুব চটচটে হয়ে যায়। এ সময় ফাউন্ডেশন বা অন্য কোনও ক্রিম-বেসড প্রডাক্ট মাখলে ত্বক আরও তেলতেলে আর অনুজ্জ্বল দেখায়। কিন্তু টিন্টেড সানস্ক্রিন যে কোনও মরশুমের উপযোগী। তার কারণ এটি একদমই ভারী নয়, পাশাপাশি ত্বকে একটা স্বাভাবিক ফিনিশ এনে দেয়, ফলে ত্বক সারাদিন ধরে তরতাজা দেখায়।
03. ম্যাট ফিনিশ এনে দেয়

টিন্টেড ময়শ্চারাইজার মাখলে মুখ চকচক করে, টিন্টেড সানস্ক্রিন কিন্তু আপনার মুখে একটা ম্যাট ফিনিশ এনে দেয়। তাই তেলতেলে ত্বক আরও তেলা হয়ে যাওয়ার ভয়ে যাঁরা সানস্ক্রিন এড়িয়ে চলেন, আর ভয় পাবেন না! টিন্টেড সানস্ক্রিন হালকা আর একেবারেই চটচটে ফরমুলার নয়, তাই এটি মুখ রাখে ঘামতেল মুক্ত!
04. মুখে সাদা পরত ফেলে না

বেশিরভাগ সানস্ক্রিন মাখলে মুখে একটা সাদা পরত থেকে যায়। কিন্তু টিন্টেড সানস্ক্রিনে সে ভয় নেই। এটি ত্বকে খুব সহজেই মিশে যায় এবং আপনার মুখের স্বাভাবিক রংকে আরও উজ্জ্বল করে তোলে।
Written by Manisha Dasgupta on 22nd Oct 2020