শীতে ত্বকের সমস্ত সমস্যার সমাধান করতে নিয়ে আসুন ₹500টাকার কমে কিছু সেরা বডি লোশন

Written by Manisha Dasgupta25th Nov 2021
শীতে ত্বকের সমস্ত সমস্যার সমাধান করতে নিয়ে আসুন ₹500টাকার কমে কিছু সেরা বডি লোশন

সেই সময়টা আবার এসে গেছে, যখন সারাবছর ত্বকের নানারকম যত্ন নেওয়া সত্ত্বেও মরশুমের চরম অবস্থার কারণে ত্বক নির্জীব নিষ্প্রাণ হয়ে পড়ে। এখনও তেমন ঠান্ডা পড়তে শুরু করেনি, অথচ হাতপা এর মধ্যেই খসখসে হয়ে যেতে শুরু করেছে। তা হলে কী করে কড়া শীতের মোকাবিলা করে কোমল রাখবেন আপনার ত্বক? শীতে আপনার ত্বক কিছুটা হলেও আর্দ্রতা হারাবে, সেটা আটকানো সম্ভব না। একদিকে বাতাসের ক্রমশ কমতে থাকা তাপমাত্রা আর আর্দ্রতা, ঠান্ডা কনকনে হাওয়ার ঝাপটা, আবার অন্যদিকে ঘরের মধ্যের শুষ্ক উষ্ণ পরিবেশ, সব মিলিয়ে ত্বক যেন সাহারা মরুভূমির মতো শুকনো হয়ে যায়। সে জন্যই এই সময়টায় হাতের কাছে কিছু পুষ্টিদায়ক বডি লোশন রাখা খুব দরকার। আমরা নিয়ে এসেছি কিছু বডি লোশন যার প্রতিটিরই দাম 500 টাকার কম। শীতের ঠান্ডায় ত্বকে 'গরমের জেল্লা' ধরে রাখতে গেলে আপনাকে সংগ্রহে রাখতেই হবে এ সব বডি লোশন।

 

ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন Image 1

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

দাম: 400 মিলি ₹335 টাকা

তেলতেলেভাব বাদ দিয়ে যদি পেট্রোলিয়াম জেলির আর্দ্রতা পেতে চান, তা হলে বেছে নিন ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন/ Vaseline Intensive Care Deep Moisture Body Lotion. । এটি ত্বকের পাঁচটি স্তর গভীরে ঢুকে পুষ্টি জোগায়। এই বডি লোশনের গ্লিসারিন ত্বক গভীর থেকে আর্দ্র রাখে, আর ভেসলিন জেলি ত্বকে আর্দ্রতা ধরে রাখে 48 ঘণ্টা পর্যন্ত।

 

ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার এসপিএফ 24 পিএ++

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

দাম: 200মিলি ₹425 টাকা

ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার এসপিএফ 24 পিএ++/ Lakmé Peach Milk Moisturiser SPF 24 PA++ আমাদের সেরা পছন্দ হয়ে ওঠার একটা কারণ আছে। এই ময়শ্চারাইজারের হালকা ফরমুলা ত্বকের সঙ্গে মিশে গিয়ে 24 ঘণ্টা পর্যন্ত আর্দ্রতা ধরে রাখে। ত্বক ময়শ্চারাইজ করতে আর স্নিগ্ধ রাখতে এতে রয়েছে পিচ মিল্ক নির্যাসের গুণ। পাশাপাশি ভিটামিন সি ত্বকের রং সমান রাখে আর এসপিএফ 24 ক্ষতিকর রোদ থেকে ত্বক সুরক্ষিত রাখে। ফলে শীতের দিনে এই ময়শ্চারাইজারটি সঙ্গে রাখা একান্ত জরুরি।

 

ভেসলিন ইনটেনসিভ কেয়ার কোকো গ্লো বডি লোশন

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

দাম: 400মিলি ₹399 টাকা

এই শীতে শুষ্ক ত্বককে দিন ভেসলিন ইনটেনসিভ কেয়ার কোকো গ্লো বডি লোশন/ Vaseline Intensive Care Cocoa Glow Body Lotion এর আদর। শিয়া বাটার, খাঁটি কোকো আর ভেসলিন জেলির গুণে ভরা এই বডি লোশনটি শুষ্ক নিষ্প্রভ ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে আর আপনাকে রাখে সুগন্ধে ভরপুর।

 

পন্ড'স ট্রিপল ভিটামিন ময়শ্চারাইজিং বডি লোশন

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

দাম: 300মিলি ₹290 টাকা

ভিটামিন সি, ই আর বি3-তে সমৃদ্ধ পন্ড'স ট্রিপল ভিটামিন ময়শ্চারাইজিং বডি লোশন/ Pond’s Triple Vitamin Moisturising Body Lotion আপনার ত্বকে তিনগুণ ময়শ্চারের জোগান দেয় আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কোষগুলিকে ভেতর থেকে সারিয়ে তোলে। ত্বকে পুষ্টি জোগানো ছাড়াও এই লোশন ত্বকে এক উজ্জ্বল দীপ্তি এনে দেয়, ত্বক থাকে নরম আর মসৃণ।

 

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন

দাম: 400মিলি ₹425টাকা

ভেষজ ময়শ্চারাইজারে সমৃদ্ধ ডাভ বডি লাভ সাপল বাউন্স বডি লোশন ফর ড্রাই স্কিন Dove Body Love Supple Bounce Body Lotion আপনার ত্বকে 48 ঘণ্টা আর্দ্রতা জোগায়। প্যারাবেনহীন এই প্রডাক্টটি ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত এবং সম্পূর্ণ নিষ্ঠুরতা মুক্ত। এটি খুব দ্রুত ত্বকে শুষে যায়, ফলে ত্বকের দশটি স্তর গভীরে গিয়ে ত্বকে আর্দ্রতা জোগায়। পাশাপাশি এতে রয়েছে হোয়াইট টি-এর নির্যাস যা ত্বকে অকালে বলিরেখা বা আলগাভাব আসতে দেয় না।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2493 views

Shop This Story

Looking for something else