আমাদের দৈনন্দিন ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সিরাম। কনসেনট্রেটেড সিরামের মধ্যে এমন অনেক শক্তিশালী উপাদান থাকে যা ত্বকের একাধিক সমস্যার সফলভাবে মোকাবিলা করতে পারে। মুশকিল হল, বেশিরভাগ সিরামের দাম অত্যন্ত বেশি, ফলে একগাদা টাকা খরচ করে ছোট্ট সিরামের বোতল কিনতে অনেকেই দ্বিধা করেন। তবে এমনিতে সাধারণ স্কিনকেয়ার প্রডাক্টের চেয়ে সিরামের দাম বেশ খানিকটা বেশি হলেও সবসময় মোটা টাকা খরচ করেই যে সিরাম কিনতে হবে, তা কিন্তু মোটেই নয়। অবিশ্বাস্য হলেও কথাটা কিন্তু সত্যি!
আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি সিরাম যার প্রতিটির দামই আপনার বাজেটের মধ্যে। চোখ বুলিয়ে নিন আর বেছে নিন আপনার পছন্দের সিরাম। ও হ্যাঁ, আমাদের ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু!
অসমান ত্বকের রং

ঠোঁটের চারপাশের ত্বকের রঙের সঙ্গে মুখের বাকি অংশের রং মিলছে না? আপনি একা নন। অসমান ত্বকের রং একটি সাধারণ সমস্যা, সঠিক স্কিন সিরাম দিয়ে তা ঠিক করা সম্ভব। ত্বকের অসমান রং ঠিক করতে হলে ভারতে বাজেটের মধ্যে যে স্কিন সিরামটি রয়েছে সেটি হল ল্যাকমে নাইন টু ফাইভ ভিটামিন সি+ ফেসিয়াল সিরাম/ Lakmé 9 to 5 Vitamin C+ Facial Serum. । কাকাডু প্লামের (পৃথিবীর সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে এতে) নির্যাসে ভরপুর এই সিরামটি কোমলভাবে ত্বক এক্সফোলিয়েট করে ত্বকের অসমান রং ঠিক করে দেয়। তা ছাড়া ত্বকের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে অকাল জরা, রোদজনিত ক্ষতি, ত্বকের বিবর্ণতার মতো একগুচ্ছ সমস্যার মোকাবিলা করে এই সিরাম, আর আপনি পেয়ে যান উজ্জ্বল মসৃণ ত্বক।
দাম: ₹549
কালো দাগছোপ

পুরনো ব্রণ শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় কালো দাগছোপ থাকলে ত্বক নিষ্প্রাণ অমসৃণ দেখায়। ব্রাইটেনিং সিরাম দিয়ে এই সমস্যা দূর করা যায়। ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র্যাডিয়্যান্স স্কিন ব্রাইটেনিং সিরাম/ Lakme Absolute Perfect Radiance Skin Brightening Serum -এ রয়েছে ভিটামিন বিথ্রি (যা ত্বকের উপরিভাগের প্রতিরোধ মজবুত করে), হেক্সিলরেসরসিনল (ত্বকের রং সমান করে তোলে), উইচ হ্যাজেল (ত্বক স্নিগ্ধ রাখে) এবং মাইক্রো-ক্রিস্টাল (ত্বক পালিশ করে)। নিয়মিত ব্যবহার করলে উজ্জ্বল দাগহীন ত্বক হবে আপনার নিত্যসঙ্গী।
দাম: ₹975
শুষ্ক নির্জীব ত্বক

ত্বক শুষ্ক হলে স্বাভাবিকভাবেই মুখ নির্জীব আর ম্যাড়মেড়ে দেখায়। অনেক সময় ঘন ময়শ্চারাইজার ত্বকের গভীরের স্তরে ঢুকতে পারে না। আর এখানেই সিরামের কার্যকারিতা। সিরামের ঘনত্ব যেহেতু কম, তাই তা সহজেই ত্বকের গভীরে ঢুকে ভেতর থেকে পুষ্টি জোগায়। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র্যাডিয়্যান্স ওভারনাইট অয়েল-ইন-সিরাম/ Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum আপনার শুষ্ক ত্বকের যাবতীয় দেখভাল করতে সিদ্ধহস্ত! আর্গানের গুণ ত্বকে দীর্ঘমেয়াদি পুষ্টি তো জোগায়ই, পাশাপাশি এনে দেয় স্বাস্থ্যের ঝলমলে জেল্লা।
দাম: ₹975
কিছু প্রশ্ন:

অতিবেগুনি রশ্মি, দূষণের মতো পরিবেশগত কারণে ত্বকে অকালে বয়সের দাগ পড়তে পারে। তাই দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে অ্যান্টি-এজিং সিরাম থাকা চাই। পন্ড'স এজ মিরাকল ডাবল অ্যাকশন সিরাম/ Ponds Age Miracle Double Action Serum আপনার ত্বকের ক্ষতি সারিয়ে তুলে বয়সের চিহ্নগুলোকে ঠেকিয়ে রাখে। ভিটামিন বিথ্রি আর রেটিনলে সমৃদ্ধ হওয়ার কারণে এই সিরাম বলিরেখা আর সূক্ষ্মরেখা কমায়, ত্বকের শুষ্কতা আর অসমান রঙের মতো সমস্যাগুলোকেও দূরে রাখে। রোজ রাতে ঘুমোনোর আগে মেখে নিন আর সকালে পেয়ে যান ফুটফুটে সুন্দর ত্বক!
দাম: ₹999
1) ফেস সিরাম কি সত্যিই কাজ করে?
হ্যাঁ, ফেস সিরাম কাজ তো করেই, বরং বেশিরভাগ অন্যান্য স্কিনকেয়ার প্রডাক্টের চেয়ে বেশি ভালো কাজ করে। তার কারণ ফেস সিরাম তৈরি হয় অত্যন্ত শক্তিশালী উপাদান দিয়ে যা ত্বকের সুনির্দিষ্ট সমস্যা কমায়।
2) সিরাম মাখতে শুরু করার সঠিক বয়স কী?
যেহেতু আমাদের পরিবেশে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে, তাই বয়স কুড়ির কোঠার গোড়ায় পড়লেই সিরাম মাখা শুরু করে দেওয়া উচিত, তাতে বাইরের ক্ষতিকর হামলার বিরুদ্ধে ত্বকের প্রতিরোধ জোরদার হবে।
3) প্রতিদিন ব্যবহার করার পক্ষে কোন সিরাম সবচেয়ে ভালো?
প্রতিদিন ব্যবহারের জন্য ভিটামিন সি সিরাম সবচেয়ে ভালো। এই সিরাম একদিকে যেমন ত্বকের সুরক্ষার আস্তরণ মজবুত করে, তেমনি ত্বকে অকালে বয়সের দাগ পড়া, কালো দাগছোপ, অসমান রঙের মতো সমস্যাগুলোকেও রুখে দেয়।
Written by Manisha Dasgupta on 2nd Jul 2021