তেলতেলে ব্রণয় ভরা ত্বকের জন্য সেরা 5টি ফেসওয়াশ

Written by Manisha Dasgupta24th Aug 2021
তেলতেলে ব্রণয় ভরা ত্বকের জন্য সেরা 5টি ফেসওয়াশ

মুখ ধোওয়ার পরে ঝকঝকে পরিষ্কার ত্বক দেখতে কার না ভালো লাগে! মনে হয়, এবার থেকে আর বিশ্রীভাবে হয়তো তেলতেলে হয়ে যাবে না ত্বক! হয়তো এবার আর ব্রণ বেরোবে না! বদলে মিলবে পরিষ্কার, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। উজ্জ্বলতায় ভরপুর, তেলমুক্ত ত্বক! কিন্তু মিনিটপাঁচেক যেতে না যেতেই সব আশায় ছাই দিয়ে মুখ ঢেকে যায় তেলে, যেন জীবনে কোনওদিন সে মুখ ধোওয়াই হয়নি! আর

তার মাঝেই মুখ বাড়ায় একটা দুটো করে ব্রণ! এই যদি আপনার জীবনের গল্প হয়, তা হলে জেনে রাখুন, আমরাও এ গল্পের সঙ্গে যথেষ্টই পরিচিত! তবে ভাগ্যকে ধন্যবাদ এই কারণে যে, আমরা বেশ কিছু বাছাই করা ফেসওয়াশ পেয়েছি যা বিশেষভাবে তৈলাক্ত ত্বকের জন্যই তৈরি, আর এ সব ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে ব্রণ বেরোবে না, ত্বকও ঝকঝকে দেখাবে। জেনে নিন আপনার তেলতেলে, ব্রণ ওঠা ত্বকের যত্ন নিতে সেরা পাঁচটি ফেসওয়াশের হদিশ!

 

01. সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

বন্ধ রোমকূপ আর তেলতেলে ত্বককে বিদায় জানান! সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরিফায়িং ফেসিয়াল ওয়াশ/ Simple Daily Skin Detox Purifying Facial Wash আপনার ত্বকে কোমলভাবে কাজ করে গভীর থেকে তেলময়লা আর মেকআপের অবশেষ পরিষ্কার করে ত্বক ডিটক্স করে। অ্যালকোহল-বেসড ফেসওয়াশ ব্যবহার করে করে ত্বক ক্ষতিগ্রস্ত? তা হলে নিশ্চিন্ত থাকুন, কোমল এই ফেসওয়াশটি আপনার মুখের সমস্ত তেল আর ব্রণর সমস্যার দেখভাল করবে। উইচ হ্যাজেল, জিঙ্ক আর থাইমের গুণে সমৃদ্ধ এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনি জানতে পারবেন আসলে এটি কোন কোন উপাদান দিয়ে তৈরি। আর ত্বক চোখে পড়ার মতো ঝকঝকে পরিষ্কার আর তেলমুক্ত রাখার জন্য আমরা এই ফেসওয়াশটির কাছে চিরকৃতজ্ঞ থাকব!

 

02. পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ ইন অয়েল ক্লিয়ার গ্লো

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

লেবুফুলের নির্যাসে সমৃদ্ধ এই ফেসওয়াশটি গরমের দিনে আপনাকে এক দারুণ চনমনেভাব এনে দিতে পারে। পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ ইন অয়েল ক্লিয়ার গ্লো/ Pears Ultra Mild Face Wash In Oil Clear Glow তাই অবশ্যই রাখুন আপনার শপিং লিস্টে! কোমল এই ফেসওয়াশ প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, বন্ধ রোমকূপ খুলে দেয় এবং ত্বক থেকে বাড়তি তেল দূর করে। পাশাপাশি এই ফেসওয়াশের ব্যবহারে ত্বক থাকে নরম আর কোমল! আর কী চাই?

 

03. ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হলে ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ফেসওয়াশ/ Dermalogica Breakout Clearing Foaming Wash এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না! ফেনাযুক্ত এই ফেসওয়াশটি ত্বকের মৃত কোষ, নোংরা আর তেল সরিয়ে রোমকূপ পরিষ্কার রাখে ও ব্রণ হতে দেয় না। এই ফেসওয়াশে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা ত্বককে জীবাণুমুক্ত রাখে। টি ট্রি, ল্যাভেন্ডার আর ক্যামেলিয়া সাইনেন্সিসের মতো আটটি ভেষজে সমৃদ্ধ এই ফেসওয়াশ ত্বক স্নিগ্ধ রাখে, ত্বকের প্রদাহ কমায়। শুধু তাই নয়, এতে রয়েছে কমলালেবুর খোসার নির্যাস যা আপনার ত্বক চনমনে তরতাজা রাখতে সাহায্য করে।

 

04. ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

তেলতেলে ব্রণভরা ত্বকের জন্য জেল-বেসড ক্লেনজার সবচেয়ে ভালো। প্রমাণ চাইলে ব্যবহার করে দেখুন ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ/ Lakmé Blush & Glow Kiwi Crush Gel Face Wash কিউয়ি ফলের নির্যাস আর কোমল স্ক্রাবিং বিডস যুক্ত এই ফেসওয়াশটি আপনার মুখ থেকে সমস্ত তেলময়লা ঘষে তুলে দেবে আর ফলের মিষ্টি তরতাজা সুগন্ধ আপনার সঙ্গী হয়ে থাকবে দিনভর।

 

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

05. পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ

আপনার মুখে ব্রণর যত সমস্যাই থাক, পন্ড'স পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ/ Pond's Pimple Clear Face Wash. ব্যবহার করলে ব্রণ কমতে বাধ্য! দারুণ কার্যকর এই ফেসওয়াশটিতে রয়েছে অ্যাকটিভ থাইমো-টি এসেন্স ফরমুলা যা আপনার ত্বক করে তুলবে পরিষ্কার আর ব্রণমুক্ত, আর তাও মাত্র তিনদিনের মধ্যে! হাজার চেষ্টা করেও যে ব্রণ তিন সপ্তাহের আগে যায় না, তা যদি এত সহজে আর এত তাড়াতাড়ি চলে যায়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে কি!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
6517 views

Shop This Story

Looking for something else