ল্যাকমে লুমি ক্রিম দিয়ে মুখে আনুন থ্রিডি জেল্লা

Written by Manisha Dasgupta8th Oct 2021
ল্যাকমে লুমি ক্রিম দিয়ে মুখে আনুন থ্রিডি জেল্লা

আমাদের বেশিরভাগের কাছেই মেকআপ করার একমাত্র লক্ষ্য হল মুখের নিখুঁত জেল্লা। সেই স্বাভাবিক দীপ্তি পাওয়ার জন্য আমরা সব কিছু করতে রাজি থাকি। কিন্তু সব টোটকা তো আর কাজ করে না! তবে দুঃখের দিন শেষ, কারণ আমরা এমন একটা প্রডাক্টের হদিশ পেয়েছি যা আপনাকে কখনওই নিরাশ করবে না। ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream -এর কথা বলছি, বুঝেছেন নিশ্চয়ই! অন্য সব ক্রিমের চেয়ে আলাদা এই ক্রিমটি আসলে একটি হালকা ময়শ্চারাইজার, তাতে সামান্য হাইলাইটারের ছোঁয়া রয়েছে।

এই ক্রিম একদিকে যেমন মুখ আর্দ্র রাখে, অন্যদিকে মুখের ফিচারগুলো হাইলাইটও করে - ল্যাকমে লুমি ক্রিমের সাহায্যে আপনি পেয়ে যান প্রাকৃতিক উজ্জ্বল দীপ্তি। ভিটামিন সি আর ভিটামিন বি6-এর গুণযুক্ত এই ক্রিমে রয়েছে হ্যালুরনিক অ্যাসিড আর গ্লিসারিনের আর্দ্রতা, এবং তার সঙ্গে কোরিয়ান পিঙ্ক পার্লের জেল্লা বাড়ানোর গুণ। ফলে ত্বকের দীপ্তি বাড়িয়ে তুলতে এটি দারুণ কার্যকর! ভাবছেন কীভাবে এই মাল্টিপারপাস ক্রিম ব্যবহার করে মুখে থ্রিডি জেল্লা আনবেন? তার উপায়ও বাতলে দিচ্ছি আমরা। ল্যাকমে লুমি ক্রিম দিয়ে মুখে নিখুঁত থ্রিডি জেল্লা বাড়ানোর পদ্ধতি শিখে নিন ঝটপট।

চোখ আর ঠোঁটের জন্য

ধাপ#1: প্রথমে বেস তৈরি করে নিতে হবে। যেহেতু ময়শ্চারাইজারে অনেক স্কিনকেয়ারের উপাদান এমনিতেই রয়েছে, তাই ফাউন্ডেশনের পর্বে চলে যান। আমাদের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন এসপিএফ 45/ Lakmé Absolute Argan Oil Serum Foundation SPF 45. । তবে ফাউন্ডেশন মুখে সরাসরি ব্লেন্ড না করে কয়েক ফোঁটা লুমি ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়ে লাগান। এতে বেস স্বাভাবিক স্নিগ্ধ দেখাবে।

ধাপ#2: ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেলে ল্যাকমে লুমি ক্রিম/  Lakmé Lumi Cream নিয়ে মুখের হাই পয়েন্টগুলোতে - অর্থাৎ নাকে, চিকবোনের ওপরে, ভুরুর হাড়ের নিচে আর ওপরের ঠোঁটের খাঁজে লাগিয়ে নিন। হাইলাইটারের মতো করে ব্লেন্ড করে নিন, বাড়তি ক্রিম টিস্যু দিয়ে চেপে তুলে ফেলুন।

বিশেষ টিপ: মুখে লুমি ক্রিম লাগানোর পরে মুখের হাই পয়েন্টগুলোতে সেটিং স্প্রে ছিটিয়ে নিন। তাতে হাইলাইটার আরও বেশি করে ফুটে উঠবে। সেটিং স্প্রে লাগানোর পর শুকোনোর জন্য 15 সেকেন্ড অপেক্ষা করুন, তারপর পরের ধাপে যান।

ধাপ 3: এবার জেল্লা বাড়ানোর পালা! ল্যাকমে অ্যাবসলিউট ইলুমিনেটিং ব্লাশ শিমার ব্রিক/ Lakmé Absolute Illuminating Blush Shimmer Brick নিন, হালকা শেড বেছে নিয়ে মুখের হাই পয়েন্টে লাগান। তাতে ইলুমিনেটিং ক্রিম সেট হয়ে যাবে, সারাদিন নিখুঁত উজ্জ্বল থাকবে মুখ।

 

চোখ আর ঠোঁটের জন্য

ধাপ#1: খুব সহজে চোখে আনুন থ্রিডি দ্যুতি! ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট-পিঙ্ক প্যারাডাইস/ Lakmé Absolute Infinity Eye Shadow Palette - Pink Paradise, থেকে যে কোনও ম্যাট শেড নিয়ে চোখের পাতায় পরে নিন। তারপর একফোঁটা ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream নিয়ে চোখের পাতার ঠিক মাঝখানে আর চোখের ভেতরের কোনায় লাগিয়ে নিন। খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই প্রচ্ছন্ন একটা দীপ্তি আসবে চোখে।

ধাপ#2: ঠোঁটে ল্যাকমে অ্যাবসলিউট প্রিসিশন লিপ পেন্ট-স্টেটমেন্ট রেড/ Lakmé Absolute Precision Lip Paint - Statement Red. দিয়ে আউটলাইন এঁকে নিন। আপনার বেস যেহেতু স্নিগ্ধ, তাই অল্প একটু ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream নিয়ে ঠোঁটের ঠিক মাঝখানে লাগিয়ে নিন! আপনার কাজ শেষ! এবার নিজেই দেখে নিন থ্রিডি জেল্লা পাওয়া কতটা সহজ কাজ!

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2491 views

Shop This Story

Looking for something else