স্বপ্নের ত্বক বলতে কী বোঝেন? যে কোনও মেয়েকে প্রশ্নটা করুন, তিনি বলবেন, এমন ত্বক যা স্বাস্থ্যবান, দীপ্তিময়, জেল্লাদার! এটাই কি আমরা সকলে চাই না? ত্বক যাতে সুস্থ সুন্দর থাকে, তার জন্য নানা ধরনের স্কিনকেয়ার প্রডাক্ট কেনার জন্য আমরা অনেকটা সময় আর টাকা খরচ করি; আর তার সঙ্গে ঘরোয়া টোটকা আর ইউটিউব টিউটোরিয়াল তো আছেই! এ সবই তো নিষ্প্রভ ত্বক একটু উজ্জ্বল করে তোলার জন্য!
মেকআপ অবশ্য আছে, যা নিমেষে ত্বক উজ্জ্বল আর ঝলমলে করে তুলতে পারে, কিন্তু সেই উজ্জ্বল জেল্লাদার ত্বক যদি স্বাভাবিকভাবে মেকআপ ছাড়াই পাওয়া যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে? আপনাদেরও যদি একই মত হয়, তা হলে পড়তে থাকুন। কারণ আমরা নিয়ে এসেছি এমন কিছু উপায় যা দিয়ে সত্যি সত্যিই স্বপ্নের ত্বক পেতে পারেন আপনি।
মেকআপ ছাড়া উজ্জ্বল ত্বক কীভাবে পাবেন

নতুন একটি আবিষ্কার আমাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে, সেটি হল ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream। হালকা ময়শ্চারাইজিং এই ক্রিমটিতে রয়েছে সামান্য মেকআপের আভাস যা আপনাকে এনে দেয় ঝলমলে উজ্জ্বল ত্বক। এই ক্রিমটিকে নিয়ে আমরা বিশেষভাবে উত্তেজিত কারণ এটিকে নানাভাবে ব্যবহার করা যায়। ময়শ্চারাইজার হিসেবে যেমন মাখা যায়, তেমনি প্রাইমারের মতো ব্যবহার করে নিখুঁত বেস তৈরি করা যায়, আবার গালে চমক আনতে হাইলাইটার হিসেবেও ব্যবহার করা যায়। চোখে হালকা ঝিকমিকে আইশ্যাডো হিসেবেও এটি উপযোগী। বুঝতে পারছেন, কেন এই প্রডাক্টটিকে নিয়ে এত উত্তেজিত আমরা!
এই ক্রিম এত স্পেশাল কেন

ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream একটি অভিনব ময়শ্চারাইজার যাতে রয়েছে হাইলাইটারের হালকা ছোঁয়া যা আপনার ত্বকে এনে দেয় থ্রিডি উজ্জ্বলতা, আর পাশাপাশি ত্বকের যত্নও নেয়। হাইড্রেটিং আর ময়শ্চারাইজিং উপাদানে সমৃদ্ধ এই ক্রিম ত্বকে এনে দেয় মুক্তোর মতো পালিশ আর উজ্জ্বলতা। ময়শ্চারাইজিং ক্রিম থেকে এত কিছু পাবেন, কখনও ভেবেছিলেন?
উৎকৃষ্ট উপাদানের সংমিশ্রণ

লুমি ক্রিমে রয়েছে কোরিয়ার গোলাপি মুক্তোর নির্যাস, আর সেই সঙ্গে ভিটামিন সি, বি6, বি3, যা ত্বক উজ্জ্বল রাখে আর কন্ডিশন করে। পাশাপাশি এ সব উপাদান ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। এই ক্রিমে গ্লিসারিন, বুটিলিন গ্লাইকল, হ্যালুরনিক অ্যাসিড এবং তেল রয়েছে যা ত্বক আর্দ্র রাখে, নরম আর মসৃণ রাখে, ত্বক ময়শ্চারাইজও করে।
এক কথায় বলতে গেলে, স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে ত্বকের জন্য ল্যাকমে লুমি ক্রিম/ Lakmé Lumi Cream আপনার একমাত্র পছন্দ হতে বাধ্য!
Written by Manisha Dasgupta on 15th Nov 2021