নানাধরনের বিচিত্র স্কিনকেয়ার প্রডাক্টের ভিড়ে যে জিনিসটি আমাদের সবার প্রয়োজন আর পছন্দের, তা হল ময়শ্চারাইজার। ত্বকে দীর্ঘস্থায়ী আর্দ্রতা পৌঁছে দেওয়া আর শুষ্কতা কমানোর পাশাপাশি ময়শ্চারাইজার ত্বক কোমল আর সতেজ রাখে, এবং ত্বকের ভোল বদলে দিতে পারে। কিন্তু ময়শ্চারাইজারের সম্পূর্ণ সুফল উপভোগ করতে হলে ত্বকের ধরনের সঙ্গে মানানসই প্রডাক্টটিই বেছে নেওয়া জরুরি। হালকা, তেলমুক্ত ময়শ্চারাইজার তেলতেলে ত্বকের পক্ষে সবচেয়ে ভালো, অন্যদিকে ঘন তেলতেলে ফর্মুলা শুষ্ক ত্বকের জন্য মানানসই। আর আপনার ত্বক যদি সেনসিটিভ বা স্পর্শকাতর হয়, তা হলে এমন ময়শ্চারাইজার দরকার যাতে কোনওরকম অ্যালকোহল, কৃত্রিম সুগন্ধ আর কড়া কেমিক্যাল নেই। সঠিক ময়শ্চারাইজার বেছে নেওয়ার কাজ যাতে আপনার পক্ষে সহজ হয়ে যায়, তার জন্য আমরা নিয়ে এসেছি প্রতিটি ত্বকের ধরন অনুযায়ী চারটি ময়শ্চারাইজার। চোখ বুলিয়ে নিন...

 

01. তেলতেলে ত্বক

01. তেলতেলে ত্বক

তেলতেলে ত্বকের মালকিনেরা অনেক সময়ই ময়শ্চারাইজার মাখা বন্ধ করে দেন এই ভয়ে যে তা তাঁদের ত্বক আরও তেলতেলে করে দেবে। কিন্তু এর চেয়ে বড় ভুল আর কিছুই নেই! কারণ আর্দ্রতাত অভাবে ত্বক আরও তেলা হয়ে যায়। তাই বেছে নিন পন্ড'স সুপার লাইট জেল ময়শ্চারাইজার/ Pond's Super Light Gel Moisturiser -এর মতো হালকা তেলহীন ফরমুলা, যা ত্বকে সহজেই শুষে যায়। হ্যালুরনিক অ্যাসিড আর ভিটামিন সি সমৃদ্ধ এই জেল আপনার ত্বকে একটা নরম দীপ্ত এনে দেয় এবং 24 ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র রাখে। আর এই ময়শ্চারাইজার মাখার পর তার ওপরে মেকআপ লাগানোর কাজটাও সহজ হয়ে যায়।

 

02. শুষ্ক ত্বক

02. শুষ্ক ত্বক

আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হলে ময়শ্চারাইজার ছাড়া আপনার এক মুহূর্তও চলবে না! শুষ্ক ত্বকে পরিপূর্ণ আর্দ্রতা পৌঁছে দিতে আমাদের সেরা পছন্দ হল ডার্মালজিকা স্কিন স্মুদিং ক্রিম ময়শ্চারাইজার/ Dermalogica Skin Smoothing Cream Moisturiser । এই স্মুদিং ময়শ্চারাইজারটিতে রয়েছে হ্যালুরনিক অ্যাসিড, অ্যালো ভেরা, ভিটামিন ই এবং সি, শসা আর গ্রেপসিডের নির্যাসের মতো একাধিক ত্বকবান্ধব উপাদান। অ্যাক্টিভ হাইড্রামেশ প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী ফরমুলাটি ত্বকে ময়শ্চার ধরে রাখে, ত্বকের টিস্যুগুলো মেরামত করে, আর্দ্রতার মাত্রা বজায় রাখে এবং ত্বকের রং মসৃণ করে তোলে।

 

03. স্পর্শকাতর ত্বক

03. স্পর্শকাতর ত্বক

যে কোনও নতুন বিউটি প্রডাক্ট মাখলেই কি আপনার ত্বক লাল হয়ে যায়, দানা দানা র‍্যাশ বেরোয় বা ত্বকে জ্বালা করে? তা হলে আপনার সম্ভবত স্পর্শকাতর বা সেনসিটিভ ত্বক। এ ধরনের ত্বকের জন্য সঠিক ময়শ্চারাইজার খুঁজে বের করার কাজ কঠিন হতে পারে। তবে চিন্তা নেই, হাতের কাছে রাখুন সিম্পল কাইন্ড টু স্কিন প্রোটেক্টিং লাইট ময়শ্চারাইজার এসপিএফ/ Simple Kind To Skin Protecting Light Moisturiser SPF 15 । নিষ্ঠুরতাহীন এবং ভেগান এই ময়শ্চারাইজারে রয়েছে গ্লিসারিন, ভিটামিন ই, প্রো-ভিটামিন বি5 এবং অ্যালান্টয়েনের মতো একগুচ্ছ ত্বকবান্ধব উপাদানের সংমিশ্রণ, যা গভীর থেকে আপনার সেনসিটিভ ত্বকে পুষ্টি পৌঁছে দেয় ও তা আর্দ্র রাখে। তা ছাড়া এতে কোনওরকম অ্যালকোহল, প্যারাবেন, কৃত্রিম সুগন্ধ বা রঙের মতো ক্ষতিকর উপাদান নেই। পাশাপাশি এই ময়শ্চারাইজারের এসপিএফ 15 আপনার স্পর্শকাতর ত্বককে রোদের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকেও রক্ষা করে।

 

04. কম্বিনেশন ত্বক

04. কম্বিনেশন ত্বক

মিশ্র অর্থাৎ কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে মুশকিলটা হল এই ত্বক কোথাও শুকনো, কোথাও আবার তেলতেলে। মুখের টি-জোনে প্রচণ্ড তেল জমে, আর বাকি অংশ একদম শুকনো থাকে! এই ব্যাপারটা ব্যালান্স করে ত্বক আর্দ্র রাখতে বেছে নিন ল্যাকমে পিচ মিল্ক আলট্রা লাইট জেল/ Lakmé Peach Milk Ultra Light Gel. । হালকা এই জেল ত্বকে নিমেষে মিশে যায়, ত্বক সতেজ আর আর্দ্র থাকে দিনভর। এই ময়শ্চারাইজার একেবারেই চটচটে বা তেলতেলে নয়, বরং এতে রয়েছে দুধ, পিচ আর ভিটামিন বি3-এর পুষ্টি যা আপনার মুখে এনে দেয় তাজা ফলের সতেজতা। সঙ্গে রাখুন এই ময়শ্চারাইজার, নির্জীব নিষ্প্রাণভাব ত্বকের ধারেকাছেও ঘেঁষতে পারবে না।