প্রচণ্ড গরম আর প্যাচপেচে আর্দ্রতা থেকে বাঁচতে আমরা কত কী না করি! এসির তাপমাত্রা একদম কমিয়ে দেওয়া থেকে শুরু করে ঠান্ডা জলে স্নান, বরফ খাওয়া, বাদ যায় না কিছুই! কিন্তু এ সব কিছুই সাময়িক আরাম। বিশেষ করে বাইরে যেতে হলে তো আর কথাই নেই! বর্ষাকালে বাতাসের আর্দ্রতা ভীষণরকম বেড়ে যায়। ফলে গরমটা অসহ্য হয়ে ওঠে, হাতপা ঘামে চটচট করে। কিন্তু তার মানে কি ত্বকে ময়শ্চারাইজার লাগানো বাদ দিতে হবে? কক্ষনো নয়! গরম আর ঘামের এই জোড়া ফলার উত্তরে বেছে নিন জেল-বেসড বডি লোশন। হালকা তেলহীন জেল-বেসড লোশন চটচটে নয়,
ফলে সমস্যা ওখানেই অর্ধেক মিটে যায়। আর ত্বক ঠান্ডা রাখার ব্যবস্থা? এই জায়গাটা একটি জটিল! শরীর যাতে চটচটে না হয় আর শীতল থাকে, তার জন্য বডি লোশনের উপাদানগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কারণ বডি লোশনের প্রায় 70% শরীর শুষে নেয়। জেনে নিন কুলিং বডি লোশন কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন!
মেন্থল

মেন্থল শব্দটা শুনলেই বরফশীতল সতেজতার কথা মাথায় আসে। চিউয়িং গাম থেকে টুথপেস্ট পর্যন্ত সব কিছুতেই মেন্থল থাকে, এ সব জিনিস মুখে দিলে যে শীতল অনুভূতি হয়, সেটা ওই মেন্থলের জন্য। ত্বকের যত্নেও মেন্থল খুব উপকারী। মেন্থল-বেসড বডি লোশন খুঁজছেন? ভেসলিন আইস কুল হাইড্রেশন লোশন/ Vaseline Ice Cool Hydration Lotion. বেছে নিন। নন-স্টিকি, হালকা ফরমুলার এই বডি লোশন প্রায় -3º সেন্টিগ্রেড পর্যন্ত ত্বক শীতল করে। হাইড্রেটিং, পুষ্টিদায়ক ও শীতলতাদায়ী এই ময়শ্চারাইজারটি গরমের ভ্যাপসা আবহাওয়ায় ত্বক সঙ্গে সঙ্গে শীতল করে।
শসা

ফেসিয়াল করার সময় শুধু চোখে শসা রাখলেই কাজ শেষ হল না! শসার স্নিগ্ধ শীতলতা ত্বকে আরাম এনে দেয়, বিশেষ করে বর্ষায় শসা খুব ভালো কাজ করে। নানান খনিজ উপাদান আর তার সঙ্গে এ,বি, সি ও ই ভিটামিনের গুণ যুক্ত শসা ত্বকের যত্নে নানাভাবে কাজ করে। শসার কাছে তাই আমাদের কৃতজ্ঞতার শেষ নেই!
অ্যালো ভেরা

অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর বহুমুখী উপকারিতা রয়েছে, তার মধ্যে একটা হল ত্বক শীতল রাখা। ত্বক স্নিগ্ধ, শীতল আর টোনড রাখে অ্যালো ভেরা। আর এ ব্যাপারে ভেসলিন অ্যালো ময়শ্চারাইজিং জেল/ Vaseline Aloe Moisturizing Gel আমাদের পছন্দ। ময়শ্চারাইজিং এই জেলটিতে রয়েছে 100% খাঁটি অ্যালো ভেরা নির্যাস আর ভেসলিন জেলির মাইক্রোড্রপলেট যা ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং আর্দ্র আবহাওয়াতেও ত্বক নরম আর স্বাস্থ্যোজ্জ্বল রাখে। তা ছাড়া এতে কুলিং উপাদান হিসেবে মেন্থলও রয়েছে। এক ঢিলে দুই পাখি যাকে বলে, তাই না?
Written by Manisha Dasgupta on Aug 18, 2021
Author at BeBeautiful.