ভারতীয় ত্বকের জন্য 5টি দুর্দান্ত মেকআপ টিপস দিলেন বিউটি ইউটিউবার জোভিটা জর্জ

Written by Manisha Dasgupta18th Jul 2020
ভারতীয় ত্বকের জন্য 5টি দুর্দান্ত মেকআপ টিপস দিলেন বিউটি ইউটিউবার জোভিটা জর্জ

যে সব ভারতীয় ভিডিও-ব্লগার (ভ্লগার) খুব অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন, তাঁদের অন্যতম হলেন জোভিটা জর্জ। ফ্যাশন, সৌন্দর্য আর ভ্রমণ নিয়ে তিনি দুর্দান্ত সব ভিডিও করেন যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সবচেয়ে বড় কথা, ভারতীয় মেয়েদের নিজেদের ত্বকের রংকে ভালবাসতে শিখিয়েছেন এই শ্যামাঙ্গিনী আর সেটাই বোধহয় তাঁর সবচেয়ে বড় অবদান।

2019 সালের ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার ফেস্টিভ উপলক্ষে জোভিটার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছিলাম আমরা আর প্রথম সুযোগেই আমরা তাঁর কাছে কিছু বিশেষ মেকআপ টিপস জানতে চাই। জোভিটা আমাদের যা জানালেন, তাতে আমরা তো দারুণ মুগ্ধ! এবার আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম মেকআপের 5টি নিয়ম যা জোভিটা জানিয়েছেন আমাদের!

 

টিপ #1: ত্বকের রঙের সঙ্গে ফাউন্ডেশনের শেড মানানসই হওয়া সত্যিই খুব দরকার

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

জোভিটা বলছেন, "আমাদের স্বভাব হল হালকা শেডের ফাউন্ডেশন বেছে নেওয়া। কিন্তু খেয়াল রাখুন ফাউন্ডেশন যেন খুব হালকা শেডের না হয়। ফাউন্ডেশনের সঠিক শেড খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল তা গলায় বা বুকে লাগিয়ে পরখ করা। আপনার গলা বা বুকের ত্বকের রং যেমন, সেই শেডের ফাউন্ডেশন কিনুন। তা মুখের রঙের সঙ্গে না মিললেও ক্ষতি নেই। ত্বকের রং সমান হচ্ছে কিনা নিশ্চিত করার এটিই সেরা উপায়। আমি নিশ্চিত এই শেডটিতেই আপনাদের সবচেয়ে ভালো দেখাবে।"

 

টিপ #2: অল্প ব্লাশ লাগাতে দ্বিধা করবেন না

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

জোভিটার ইনস্টাগ্রাম পেজ দেখলেই বোঝা যাবে ব্লাশের প্রতি তাঁর আকর্ষণ কত গভীর! তিনি বলছেন, "গালে হালকা ব্লাশ ব্যবহার করতে দ্বিধা করবেন না, কারণ একটু ব্লাশেই আপনার মুখ মুহূর্তে ঝলমলিয়ে উঠবে! হালকা ব্লাশে মেয়েদের খুব সুন্দর দেখায়!" ব্লাশের শেড বাছাই নিয়ে জোভিটা বলছেন, "কোরাল, পিচ বা গোলাপি, পছন্দের যে কোনও শেড নিন, তারপর গালে লাগিয়ে মুখের বাইরের দিকে স্ট্রোক দিয়ে ব্লেন্ড করে দিন।"

 

টিপ #3: সারা মুখে পাউডার লাগাবেন না

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

জোভিটার মতে সারা মুখে পাউডার লাগানো মোটেই উচিত নয়। আমাদেরও এই পরামর্শটা দারুণ লেগেছে! জোভিটা বলছেন, "আপনার মুখ যদি খুব তেলতেলে হয়, তা হলে হয়তো সারা মুখে পাউডার লাগানোর দরকার হতে পারে। কিন্তু স্বাভাবিক, স্পর্শকাতর বা শুষ্ক ত্বক হলে দেখেশুনে পাউডার লাগান। মুখের যে সব জায়গায় ভাঁজ পড়ে বা যে সব জায়গা তেলতেলে হয়ে যায়, সেখানে পাউডার লাগিয়ে নিন। স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে চোখের নিচে যেখানে সূক্ষ্ম রেখা দেখা দেয়, হাসলে মুখের যে সব অংশে ভাঁজ পড়ে, সেখানে পাউডার লাগান। কপালেও রেখা পড়ে, তেলতেলে হয়ে যায়, কাজেই কপালে হালকা পাউডারের প্রলেপ দিতে পারেন। এ সব জায়গা বাদে গোটা মুখে পাউডার লাগানোর কোনও দরকার নেই।"

 

টিপ #4: নিজের ত্বকের রংকে ভালোবাসুন

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

"মেয়েদের জন্য এটিই সবচেয়ে জরুরি টিপস। আমাদের গায়ের রং ফরসা, মাঝারি, শ্যামলা, কালো, যাই হোক না কেন, নিজেদের গায়ের রংকে ভালোবাসতেই হবে! এমনকী, আপনার গায়ের রং যদি সবুজও হয়, তবুও তাকেই ভালোবাসতে হবে। কারণ এই পৃথিবীতে আপনি একজনই, এবং আপনি অদ্বিতীয়া! আপনার ত্বকের স্বাভাবিক যে রং তাতেই আপনি সুন্দরী এবং অনন্যা, তাই মেকআপ করে বা অন্য কোনও উপায়ে ত্বকের রং পালটানোর চেষ্টা করবেন না। শুধু নিজেকে ভালোবাসুন!"

 

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

টিপ #5: কনট্যুরিং করলে আপনাকে কালো দেখায় না

"অনেক মেয়ে ভাবেন, কনট্যুরিং করলে বোধহয় মুখ কালো দেখায়! কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। আসলে কনট্যুরিং আপনার মুখে ডাইমেনশন এনে দেয়। অর্থাৎ আপনার মুখ যদি ভারীর দিকে হয়, তা হলে তাকে হালকা ডাইমেনশন দিয়ে মুখ ধারালো করে তোলে কনট্যুরিং। করিনা কাপুর খানের কাটা কাটা মুখের কথা মনে পড়ছে নিশ্চয়ই? ওরকম পেতে কে না চায় বলুন! তা ছাড়া কনট্যুরিং আপনার মুখ আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। মুখের চারপাশে আপনি যদি কনট্যুর করে একটু গাঢ় করে নেন আর মুখের মাঝখানে উজ্জ্বল কনসিলার লাগান, তা হলে মনে হবে আপনার মুখেই সারাক্ষণ আলো পড়ে রয়েছে! ফলে দারুণ ঝলমলে দেখাবে আপনাকে!"

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1228 views

Shop This Story

Looking for something else