ত্বকের নানারকম সমস্যার সমাধানে বেছে নিন সঠিক উপযোগী সিরাম

Written by Manisha Dasgupta3rd Aug 2020
ত্বকের নানারকম সমস্যার সমাধানে বেছে নিন সঠিক উপযোগী সিরাম

ত্বক পরিচর্যার জগতে সিরামের জনপ্রিয়তা শুরু হয়েছে গত কয়েক বছরে, এবং খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত কার্যকর স্কিনকেয়ার প্রডাক্ট হিসেবে সিরাম উঠে এসেছে একেবারে প্রথম সারিতে! আর কোনও ত্বক পরিচর্যার সামগ্রীই বোধহয় সিরামের মতো এতটা জনপ্রিয় হয়নি!

জানতে চান কেন? কারণটা সহজ - সিরাম হালকা, তার মধ্যে যে উপাদানগুলি থাকে তার ঘনত্ব অনেক বেশি, ফলে তা ত্বকের নানা সমস্যা যেমন বলিরেখা, সূক্ষ্মরেখা, শুষ্কভাব, দাগছোপের মোকাবিলা সহজেই করতে পারে, এবং সামগ্রিকভাবে ত্বকের অবস্থা আরও সুন্দর করে তোলে।

তবে এখানে একটা কথা মনে রাখা দরকার। ফেস সিরামের পূর্ণ সুবিধে ভোগ করার জন্য ঠিক সেই সিরামটিই বেছে নিতে হবে যা আপনার ত্বকের সমস্যার কথা মাথায় রেখে তৈরি হয়েছে। দোকানে নানা ধরনের সিরাম পাওয়া যায়, ফলে আপনার ত্বকের জন্য ঠিক কোনটি উপযোগী, তা বুঝতে সমস্যা হতে পারে। ফলে হোমওয়ার্কটা আপনার হয়ে আমরাই সেরে নিয়েছি। নিচে রইল ত্বকের বিভিন্ন সমস্যার জন্য উপযোগী নানা ধরনের সিরামের তালিকা। বেছে নিন আপনার প্রয়োজন অনুযায়ী।

 

হাইপারপিগমেন্টেশন

বিবর্ণ, অসমান রঙের ত্বক

ত্বকে যে সব সমস্যা হামেশাই দেখা যায়, তার মধ্যে একটি হল হাইপারপিগমেন্টেশন। এই সমস্যায় ত্বকের নানা অংশে মেলানিন বেশি করে তৈরি হতে থাকে। এ জন্য ত্বকের সে সব অংশ খাপছাড়াভাবে বেশি কালো দেখায়।

এই সমস্যা থেকে বাঁচতে এমন একটি সিরাম ব্যবহার করুন যাতে অ্যান্টি-অক্সিডান্ট আর সেই সঙ্গে ত্বক উজ্জ্বল করে তোলার উপাদান রয়েছে। ডার্মালজিকা সি-12 পিওর ব্রাইট সিরাম / ব্যবহার করুন। এতে রয়েছে জিঙ্ক গ্লাইসিনেট আর সামুদ্রিক অ্যালজির উপকারিতা। এই সিরামটি ত্বকে ঝটপট শুষে যায় এবং মূল থেকে হাইপারপিগমেন্টেশন সারিয়ে তোলে।

BB picks: Dermalogica C-12 Pure Bright Serum

 

বলিরেখা ও সূক্ষ্ম রেখা

বিবর্ণ, অসমান রঙের ত্বক

অকালে মুখে বয়সের ছাপ পড়ার প্রধান কারণ হল রোদজনিত ক্ষতি। ফলে যদি ত্বকের তারুণ্য ধরে রাখতে চান, তা হলে রোদ লাগানো যতটা সম্ভব বন্ধ করে দিন, আর প্রতিদিন মাখুন ভালো গুণমানের এসপিএফ।

রাতের ত্বক পরিচর্যার রুটিনে অ্যান্টি-এজিং সিরাম অবশ্যই রাখবেন। এই সিরাম ত্বকের কোলাজেন উৎপাদন ক্ষমতা বাড়ায়, বলিরেখা বা সূক্ষ্ম রেখাকে কাছে ঘেঁষতে দেয় না। ডার্মালজিকা মাল্টিভিটামিন পাওয়ার সিরাম অ্যান্টি-অক্সিডান্টে ভরপুর, তা ছাড়া এতে এ, সি এবং ই ভিটামিন রয়েছে যা সূক্ষ্ম রেখার আনাগোনা কমিয়ে ত্বকের স্থিতিস্থাপকতা (ইলাস্টিসিটি) বাড়িয়ে তোলে।

BB picks: Dermalogica Multivitamin Power Serum

 

শুষ্ক আর্দ্রতাহীন ত্বক

বিবর্ণ, অসমান রঙের ত্বক

আপনার ত্বক কি অত্যন্ত শুকনো আর আর্দ্রতাহীন হয়ে পড়েছে? ত্বকের শুকনোভাব ঠেকাতে আপনার দরকার বাড়তি পুষ্টি।

ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স ওভারনাইট অয়েল-ইন-সিরাম/ -এর মতো অয়েল-বেসড ফরমুলা বেছে নিন। রাতে আপনি যখন ঘুমোবেন এই সিরামটি তখন গভীর থেকে আপনার ত্বকে পুষ্টি জোগাবে। অয়েল-বেসড হলেও এই সিরামটি হালকা, তাই ঘুম থেকে উঠে আপনি পেয়ে যাবেন ঝলমলে মসৃণ ত্বক।

BB picks: Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum

 

কালো দাগছোপ

বিবর্ণ, অসমান রঙের ত্বক

অতিবেগুনি রশ্মি, ব্রণর ক্ষতচিহ্ন বা দাগ আর বয়স বেড়ে যাওয়ার কারণে ত্বকে অনেক সময় কালো দাগছোপ পড়ে যায়। এ সব দাগ সহজে উঠতে চায় না। ফলে গভীর থেকে এ সব দাগ নির্মূল করতে আপনার দরকার অত্যন্ত শক্তিশালী ফরমুলার সিরাম।

ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়েন্স স্কিন লাইটনিং সিরাম ভিটা-রেসর্সিনল আর জরুরি ভিটামিনে সমৃদ্ধ। দাগছোপ নির্মূল করে ত্বক উজ্জ্বল করে তুলতে এর জুড়ি নেই!

BB picks: Lakme Absolute Perfect Radiance Skin Lightening Serum

 

বিবর্ণ, অসমান রঙের ত্বক

বিবর্ণ, অসমান রঙের ত্বক

বন্ধ রোমছিদ্র আপনার মুখের ত্বক বিবর্ণ, নিষ্প্রাণ করে দেয়, ত্বকের রংও অসমান দেখায়। তাই আপনার দরকার এমন ফেস সিরাম যাতে কোমল এক্সফোলিয়েটিং গুণ রয়েছে যা ত্বকের মৃত কোষ আর রোমছিদ্র বন্ধ করে দিতে পারে এমন সব দূষিত জিনিসপত্র সরিয়ে দেয়। ল্যাকমে অ্যাবসলিউট আইডিয়াল টোন রিফিনিশিং নাইট কনসেনট্রেট/ -এ আনারসের নির্যাস রয়েছে। এটি রাতের বেলা ত্বকের উপরিস্তরটি কোমলভাবে এক্সফোলিয়েট করে এবং একই সঙ্গে পরিবেশগত কারণে তৈরি হওয়া বিবর্ণভাবের বিরুদ্ধে ত্বকের স্বাভাবিক প্রতিরোধ গড়ে তোলে।

BB picks: Lakme Absolute Ideal Tone Refinishing Night Concentrate

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2699 views

Shop This Story

Looking for something else