ত্বক পরিচর্যার জন্য যতরকম প্রডাক্ট পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে কম আলোচিত প্রডাক্টটি হল আই ক্রিম। এই প্রডাক্টটি শুধু যে চোখের চারপাশের ত্বক আর্দ্র আর কোমল রাখে তাই নয়, ডার্ক সার্কল বা চোখের কোলের ফোলাভাবও কমাতে সাহায্য করে। তাই আই ক্রিমের বদলে যে কোনও ময়শ্চারাইজার মাখলে আপনি প্রত্যাশিত ফল পাবেন না, এটা বলাই যায়। ত্বকের চারপাশের ত্বক খুব কোমল, তাই তার দরকার বিশেষ যত্ন যা শুধুমাত্র আই ক্রিমই দিতে পারে।
কিন্তু শুধু আই ক্রিম নিয়ম করে মাখলেই হবে না, বরং আই ক্রিমের সম্পূর্ণ উপকারিতাটুকু পেতে হলে তা সঠিকভাবে লাগানো দরকার। কীভাবে সঠিক উপায়ে আই ক্রিম লাগাতে হবে, রইল তারই ধাপে ধাপে গাইড।

ধাপ 01: আগে মুখ পরিষ্কার করে নিতে হবে। সিম্পল কাইন্ড টু স্কিন মিসেলার ক্লেনজিং ওয়াটার/ Simple Kind to Skin Micellar Cleansing Water -এর মতো কোমল মেকআপ রিমুভারে তুলো ভিজিয়ে নিয়ে চোখের ওপরের পাতায় রাখুন। আধ ঘণ্টা রাখার পর আলতো হাতে মুছে নিলে সমস্ত মেকআপ, আর তার সঙ্গে তেলময়লা উঠে আসবে।
ধাপ 02: মটরদানার মাপে ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র্যাডিয়েন্স নাইট রিভাইভাল আই ক্রিম/ Lakme Absolute Argan Oil Radiance Night Revival Eye Cream নিয়ে চোখের নিচের অংশে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে দিন। পরিমাণের চেয়ে বেশি আই ক্রিম নেওয়ার দরকার নেই, কারণ আই ক্রিম খুব শক্তিশালী উপাদান দিয়ে তৈরি হয়, ফলে একটুতেই কাজ হয় অনেক বেশি।
ধাপ 03: এবার অনামিকা দিয়ে হালকাভাবে মাসাজ করে আই ক্রিমটা ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। খুব আলতো চাপ দেবেন আর খুব ধীর গতিতে মাসাজ করবেন যাতে চোখের চারপাশের অসম্ভব কোমল ত্বকের কোনও ক্ষতি না হয়।
আগে আই ক্রিম সম্পূর্ণভাবে ত্বকে শুষে যেতে দিন, তারপর মুখে অন্য স্কিনকেয়ার প্রডাক্ট মাখবেন।
Written by Manisha Dasgupta on 21st May 2021