বাহুমূলের ত্বক কালো দাগছোপহীন রাখতে হলে কীভাবে বাছবেন আপনার ডিওডোরান্ট

Written by Manisha Dasgupta1st Jun 2021
বাহুমূলের ত্বক কালো দাগছোপহীন রাখতে হলে কীভাবে বাছবেন আপনার ডিওডোরান্ট

বগল বা বাহুমূল কালো হয়ে গেলে তা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি অস্বস্তিতেও পড়তে হয়। বিশেষ করে গরমের দিনে ইচ্ছে করলেও স্লিভলেস পোশাক পরা যায় না! বাহুমূল কালো হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। নিয়মিত শেভিং, ত্বকে ঘষা লাগা, মৃত কোষ জমে যাওয়ার মতো সাধারণ কারণ থেকেই আন্ডারআর্ম অর্থাৎ বাহুমূলের ত্বক কালো হয়ে যায়।

অনেকে মনে করেন নিয়মিত ডিওডোরান্ট স্প্রে করার জন্যও বগলের ত্বকে কালো ছোপ পড়ে। কিন্তু এই ধারণা ঠিক নয়। ভালো মানের সঠিক ডিওডোরান্ট মাখলে শরীরের দুর্গন্ধ দূর হয়, পাশাপাশি আন্ডারআর্মের ত্বক মসৃণ হয়, ত্বকের রংও ইভন-টোনড থাকে। ফলে যদি আপনার মনে হয় আপনার বর্তমান ডিওডোরান্টই বাহুমূল কালো হয়ে যাওয়ার কারণ, তা হলে দেখে নিন কীভাবে বেছে নেবেন উপযুক্ত ডিওডোরান্ট যাতে বাহুমূলের ত্বক থাকে ঝকঝকে পরিষ্কার।

 

অ্যালকোহল ও প্যারাবেন-মুক্ত

দীর্ঘস্থায়ী সুরক্ষা

বাহুমূলের ত্বক খুব কোমল, এবং অ্যালকোহল বা প্যারাবেনের মতো উপাদান এই কোমল ত্বকের পক্ষে খুবই কর্কশ হয়ে উঠতে পারে। ফলে এমন আন্ডারআর্ম ডিওডোরান্ট বেছে নিন যাতে এ সব উপাদান নেই। তা হলেই আপনার বাহুমূল থাকবে তরতাজা, মসৃণ আর ত্বকের রঙেরও হেরফের হবে না।

 

ময়শ্চারাইজিং উপাদান

দীর্ঘস্থায়ী সুরক্ষা

ভালো মানের ডিওডোরান্টে একদিকে যেমন কোনও কর্কশ উপাদান থাকবে না, তেমনি অন্যদিকে তাতে ময়শ্চারাইজিং উপাদান থাকতে হবে যাতে ত্বকে কালো ছোপ না পড়ে এবং ত্বক পুষ্টি পায়। ডাভ ইভনটোন ডিওডোরান্ট ফর উওমেন/ Dove Eventone Deodorant For Women-এ রয়েছে ময়শ্চারাইজিং ক্রিম, যা বাহুমূলে কালো দাগ পড়তে দেয় না, আর পুরনো কালো দাগছোপও ধীরে ধীরে ফিকে করে দেয়। এই ডিওডোরান্টে কোনওরকম অ্যালকোহল বা প্যারাবেন নেই, ফলে সবধরনের, এমনকী স্পর্শকাতর ত্বকের পক্ষেও উপযোগী।

 

দীর্ঘস্থায়ী সুরক্ষা

দীর্ঘস্থায়ী সুরক্ষা

বেশিরভাগ ডিওডোরান্ট মাখার পর দুর্গন্ধ থেকে মাত্র কয়েকঘণ্টার বেশি সুরক্ষা দেয় না। বিশেষ করে গরমের দিনে তো নয়ই! অর্থাৎ দিনভর তরতাজা আর সুগন্ধে ভরপুর থাকতে আপনাকে বেশ কয়েকবার ডিওডোরান্ট স্প্রে করতে হয়। কিন্তু বারবার ডিওডোরান্ট স্প্রে করা আপনার বাহুমূলের ত্বকের পক্ষে ভালো নয়। তাই এমন ডিওডোরান্ট ব্যবহার করুন যা দুর্গন্ধ থেকে আপনাকে অন্তত 24 ঘণ্টা সুরক্ষা দেবে।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1994 views

Shop This Story

Looking for something else