আপনার যদি তেলতেলে ত্বক হয়ে থাকে, তা হলে মুখের বাড়তি তেলের খপ্পর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিশ্চয়ই নানাধরনের টোনার মেখে দেখেছেন আপনি! আর খুব সম্ভবত, সে সব টোনারের বেশিরভাগ লাগানোর পরেই মুখে জ্বালা করতে শুরু করেছে, লাল হয়ে গেছে মুখ! তেলতেলে ত্বকের জন্য তৈরি অধিকাংশ টোনারেই অ্যালকোহল থাকে যা ত্বকের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়, এবং সেই ক্ষতি পূরণ করতে ত্বক অতিরিক্ত সেবাম উৎপাদন করতে শুরু করে, যা বাড়তি তেলতেলেভাবের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কেউই কি সেটা চাই? একেবারেই না! তবে চিন্তা নেই, কারণ এমন কিছু টোনার রয়েছে যা আপনার মুখ থেকে বাড়তি তেল শুষে নেবে কোনও সমস্যা ছাড়াই, আর আপনাকে এনে দেবে দিনভর স্থায়ী ঝরঝরে ম্যাট লুক। ভারতে তেলতেলে ত্বকের জন্য তৈরি যতরকম টোনার পাওয়া যায়, তাদের মধ্যে সেরা কয়েকটি আপনাদের জন্য বেছে এনেছি আমরা! আর সবচেয়ে ভালো ব্যাপারটা হল, এদের প্রতিটিরই দাম ₹500 টাকার নিচে!
- 01. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ম্যাটিফায়িং ফেস টোনার
- 02. সিম্পল কাইন্ড টু স্কিন সুদিং ফেসিয়াল টোনার
- 03. ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্সার
01. ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ম্যাটিফায়িং ফেস টোনার

দাম: 60 মিলি ₹249
টাকা মুখে ম্যাটিফায়িং লুক চাইলে আপনার দরকার ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ম্যাটিফায়িং ফেস টোনার/ the Lakmé 9 To 5 Moist Matte Mattifying Face Toner এটি অ্যালকোহলহীন এবং গ্রিন টি (অ্যান্টিঅক্সিডান্ট গুণের জন্য বিখ্যাত) এবং উইচ হ্যাজেল (প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট)-এর গুণে সমৃদ্ধ যা ম্যাজিকের মতো আপনার ত্বকের তেলাভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে। এটি সারা মুখে খুব মিহিভাবে ছড়িয়ে যায় এবং রোমছিদ্রের মুখ সংকুচিত করে তোলে, আর তার ফলে আপনি পেয়ে যান ম্যাট ত্বক, কোনও শুকনোভাব ছাড়াই! আর কী চাই বলুন!
02. সিম্পল কাইন্ড টু স্কিন সুদিং ফেসিয়াল টোনার

দাম: 200 মিলি ₹450
টাকা পরিচ্ছন্ন বিউটি টোনার খুঁজছেন? অ্যালকোহলহীন সিম্পল কাইন্ড টু স্কিন সুদিং ফেসিয়াল টোনার/ Simple Kind To Skin Soothing Facial Toner আপনার বন্ধু হবে। এই টোনারটি উইচ হ্যাজেল আর ক্যামোমাইলের গুণে সমৃদ্ধ, এই দুটি উপাদানই ত্বকের অ্যান্টিঅক্সিডান্টের ভাঁড়ার অক্ষুণ্ণ রাখে, প্রদাহ কমায়। সব মিলিয়ে ত্বক পরিচর্যার এই ম্যাজিক রসায়ন আপনাকে উপহার দেয় নিখুঁত পরিপাটি ত্বক। বাড়তি পাওনা? এই টোনারে কোনও খারাপ উপাদান নেই, বরং রয়েছে প্রো ভিটামিন বি5 আর অ্যালান্টয়েন, যা ত্বক স্নিগ্ধ আর আর্দ্র রাখে।
03. ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্সার

দাম: 60 মিলি ₹335
টাকা আপনার তেলতেলে ত্বক আর তেলময়লায় ভরা রোমছিদ্র সাফ হবে নিমেষে! ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্স টোনার Lakmé Absolute Pore Fix Toner এমন একটি রত্ন যা অ্যালকোহলহীন এবং তেলা ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। এটি ত্বকে জমে থাকা সমস্ত তেলময়লা দূর করে রোমছিদ্র টানটান রাখার পাশাপাশি ত্বকও তরতাজা রাখে। কোমল এই টোনারটিতে রয়েছে উইচ হ্যাজেল (অ্যান্টিঅক্সিডান্ট ও হিউমেকট্যান্ট অর্থাৎ বাতাস থেকে আর্দ্রতা শুষে নিতে পারে) এবং ল্যাভেন্ডার (অ্যাস্ট্রিনজেন্ট)। এই টোনার মুখের বাড়তি তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবে আর আপনি পাবেন তরতাজা তেলমুক্ত ত্বক।
Written by Manisha Dasgupta on 16th Oct 2021