ভরা পৌষ মাস চলছে, মাঘ পড়তে না পড়তেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। আগামী বছর যাঁদের বিয়ে করার কথা, তাঁদের পোশাক, গয়না, বিয়েবাড়ি বুকিংয়ের মতো যাবতীয় তোড়জোড় এর মধ্যেই সব হয়ে যাওয়ার কথা! এবার হাতে মাসখানেক হাতে সময় রয়েছে, এই সময়টা কাজে লাগান। স্বাস্থ্যকর খাবার খান আর সেই সঙ্গে মেনে চলুন সঠিক ত্বক আর চুল পরিচর্যার রুটিন। ঠিকঠাক মেনে চললে বিয়ের দিন ঝলমলিয়ে উঠবেন আপনি।
চুলের পরিচর্যার দিকে প্রথমে নজর দেওয়া যাক। আপনার জন্য আমরা নিয়ে এসেছি কিছু বাছাই করা হেয়ার কেয়ার টিপস যা বিয়ের আগে আপনার চুলের সম্পূর্ণ দেখভাল করবে।
- ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট
- বেশি শ্যাম্পু করবেন না
- নিয়মিত চুলে তেল মাখুন
- নিয়মিত চুলের ডগা ছেঁটে রাখুন
- এমন খাবার খান যা চুল ঝলমলে রাখে
ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট

বেশি শ্যাম্পু করবেন না

নিয়মিত চুলে তেল মাখুন

নিয়মিত চুলের ডগা ছেঁটে রাখুন

এমন খাবার খান যা চুল ঝলমলে রাখে

Written by Manisha Dasgupta on 22nd Dec 2020