অনেকগুলো বিয়েবাড়ি আছে সামনেই? উত্তরটা যদি হ্যাঁ হয়, তা হলে নিশ্চয়ই কী পরবেন, কেমন মেকআপ করবেন, সে সব মনে মনে ঠিক করে ফেলেছেন? কিন্তু আমরা জানি, এত কিছু ঠিক করতে গিয়ে চুল অর্থাৎ হেয়ারস্টাইলের কথাটাই আপনার বিলকুল মনে নেই! তা হলে কি সবক'টা বিয়েবাড়িতে একইরকম বেসিক হেয়ারস্টাইলে যাবেন? আমরা সঙ্গে থাকতে তা কি সম্ভব? এই বিয়ের মরশুমে আপনাকে যাতে পা থেকে মাথা পর্যন্ত চোখধাঁধানো সুন্দরী দেখায়, তার জন্য আমরা নিয়ে এসেছি পাঁচটা সহজ অথচ কেতাদুরস্ত হেয়ারস্টাইল, যা প্রশংসা কুড়োতে বাধ্য! উত্তেজনা হচ্ছে জেনে? তা হলে শুরু করা যাক...
- 01. কায়দার লো বান
- 02. ফুলের মালায় হাফ-বান
- 03. লো বাবল পনিটেল
- 04. ব্যাক ব্রেডেড হাই বান
- 05. ব্রেডেড হাফ-ক্রাউন
01. কায়দার লো বান

এই বিয়ের মরশুমে সবচেয়ে সহজ আর নির্ঝঞ্ঝাট হেয়ারস্টাইল হল খোঁপায় চুল জড়িয়ে নেওয়া। খোঁপার আবেদন কখনও পুরনো হয় না, আর তাই আমরা নিয়ে এসেছি এই অভিজাত লো বান হেয়ারস্টাইলটি। টুইস্টেড ডিটেলিং আর আলগা ঝুরো চুল আপনার মুখে একটা নরম আবেদন যোগ করবে। তাই প্রিয় বান্ধবীর বিয়ের দিনে এমন একটা হেয়ারস্টাইলই না হয় করলেন!
02. ফুলের মালায় হাফ-বান

ফুলের মালা জড়ানো কায়দার এই হাফ-বানটি আমাদের ভীষণ পছন্দের। যাঁরা এবছর নিতকনে হবেন বলে ঠিক করেছেন, তাঁদের জন্য খোঁপার চারদিকে ফুলের মালা জড়ানো স্টাইলটি আদর্শ! আর এই স্টাইলে চুল বেঁধে নেওয়াও সহজ! মাথার সামনের দিকের চুলটা জড়ো করে খোঁপায় বেঁধে নিন, আর বাকি চুল ছেড়ে রাখুন। তারপর খোঁপায় পছন্দের ফুল জড়িয়ে নিলেই আপনি তৈরি!
03. লো বাবল পনিটেল

এ বছর পুরোটা জুড়েই হট ফেভারিট ছিল বাবল পনিটেল/Bubble ponytails, আর বিয়ের আসরেও সেই স্টাইল আমরা বাদ দিচ্ছি না! কেন্ডাল জেনারকে দেখুন আর নিজের লম্বা চুল বেঁধে নিন সহজ, নির্ঝঞ্ঝাট লো বাবল পনিটেলে। ইচ্ছে করলে রকমারি কাঁটা, পুঁতি বা মুক্তো দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার পনিটেল। আবার চাইলে সে সব না গুঁজে পনিটেল পরিচ্ছন্নও রাখতে পারেন, তবে সে ক্ষেত্রে দু' একটা ঝুরো চুলের গুছি মুখের দু'পাশে ফেলে রাখবেন।
04. ব্যাক ব্রেডেড হাই বান

খোঁপা বাঁধলে সবসময়ই স্টাইলিশ দেখায়! আর বিনুনি জড়ানো হাই বানটি বাঁধলে বিয়ের মরশুমের মেজাজটা আপনার চুলে ধরা পড়বে! এই হেয়ারস্টাইলের জমকালো ফ্রেঞ্চ ব্যাক বিনুনি আপনার সাধারণ হাই বানকে অন্য মাত্রা দেয়। যদি বিয়েবাড়িতে শাড়ি পরার প্ল্যান করেন, অথচ চুল কীভাবে বাঁধবেন মাথায় না আসে, তা হলে এই স্টাইলটি ট্রাই করতে পারেন।
05. ব্রেডেড হাফ-ক্রাউন

সহজ, সুন্দর অথচ নির্ঝঞ্ঝাট হেয়ারস্টাইলে বিয়েবাড়ি যেতে চাইলে বেছে নিন এই দুর্দান্ত ব্রেডেড হাফ-ক্রাউন হেয়ারডু। লম্বা, ছোট, মাঝারি, যে কোনও চুলের দৈর্ঘ্যেই এই স্টাইলটি করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার হল, এটি বাঁধা সহজ এবং আপনার পুরো লুকে এনে দেয় এক আভিজাত্যের ছোঁয়া।
Written by Manisha Dasgupta on Nov 26, 2021
Author at BeBeautiful.