রং করা চুল ঝলমলে উজ্জ্বল রাখতে 4টি উপযোগী শ্যাম্পু

Written by Manisha Dasgupta28th Oct 2020
রং করা চুল ঝলমলে উজ্জ্বল রাখতে 4টি উপযোগী শ্যাম্পু

সদ্য রং করা সুন্দর, ঝলমলে চুল দেখতে কী ভালো লাগে, তাই না? চুলের সেই ঝলমলেভাব ধরে রাখার জন্য রং করা চুলের সঠিক যত্নের প্রয়োজন। এবং তার জন্য দরকার আপনার চুলের যত্নের সরঞ্জামগুলোয় কিছু রদবদল আনা। এমনিতে চুলের যত্নের জন্য যে সব প্রডাক্ট ব্যবহার করেন, সেগুলো বদলে ফেলুন আর তার বদলে নিয়ে আসুন কালার-সেফ উপাদানযুক্ত হেয়ার কেয়ার প্রডাক্ট, যাতে আপনার চুলের রং দীর্ঘদিন ধরে থাকে ঝলমলে সুন্দর!

কড়া কেমিক্যালযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুলে চুলের রং খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যাবে, চুল শুকনো আর ক্ষতিগ্রস্ত দেখাবে... মাঝখান থেকে চুল রং করতে যে বিশাল খরচটা হয়েছিল আপনার, জলে যাবে সেটাও! কাজেই আপনার সুবিধের জন্য আমরা চারটি শ্যাম্পুর হদিশ নিয়ে এসেছি। এ সব শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুলের রং তো নিখুঁত থাকবেই, সঙ্গে চুলও থাকবে স্বাস্থ্যের জেল্লায় ভরপুর আর ঝলমলে! আসুন দেখা নেওয়া যাক...

 

01. টিজি বেড হেড আর্বান অ্যান্টি-ডোট রিকভারি লেভেল 2 শ্যাম্পু

04. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু

চুলে কেন রং ধরে না জানেন? চুল খুব শুকনো হলে! আপনার মাথা থেকে যে স্বাভাবিক তেল নিঃসরণ হয় তা চুলের গোড়ার দিকটাকে আর্দ্র রাখতে পারে ঠিকই, কিন্তু তার প্রভাব চুলের ডগার দিকটায় পৌঁছোয় না, ফলে চুলের মাঝখানের দিক থেকে ডগার দিকটা শুষ্ক হয়ে যায় আর রংও নিষ্প্রাণ দেখায়। টিজি বেড হেড আর্বান অ্যান্টি-ডোট রিকভারি লেভেল 2 শ্যাম্পু/TIGI Bed Head Urban Anti-Dote Recovery Level 2 Shampoo-তে রয়েছে কার্বোমার নামে একধরনের যৌগ যা চুলের আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে, ফলে আপনার চুল হয়ে ওঠে আরও মসৃণ আর চুলের টেক্সচারও ভালো থাকে। স্বাভাবিকভাবেই চুলের রঙের জেল্লাটাও আরও খোলতাই হয়!

 

02. ট্রেসমে বটানিক নারিশ অ্যান্ড রিপ্লেনিশ শ্যাম্পু

04. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু

চুলের রং অনেক দিন ধরে রাখার জন্য বারবার শ্যাম্পু করতে মানা করা হয়। রং করা চুলে শ্যাম্পু করতে ব্যবহার করুন ট্রেসমে বটানিক নারিশ অ্যান্ড রিপ্লেনিশ শ্যাম্পু/ Tresemme Botanique Nourish & Replenish Shampoo। এতে রয়েছে অলিভ আর ক্যামেলিয়া অয়েলের এক অভিনব মিশ্রণ যা চুল আর স্ক্যাল্প থেকে তেল আর নোংরা কোমলভাবে পরিষ্কার করে। এ, বি, সি আর ই ভিটামিনে ভরপুর এই শ্যাম্পু চুল পরিষ্কার করার পাশাপাশি চুলে পুষ্টিও জোগায়।

 

03. ডাভ রিজেনারেটিভ রিপেয়ার শ্যাম্পু

04. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু

একটা কথা মেনে নেওয়াই ভালো! যতই সুরক্ষামূলক ব্যবস্থা নিন না কেন, রং করার সময় কিছুটা হলেও চুলের ক্ষতি হয়। ডাভ রিজেনারেটিভ রিপেয়ার শ্যাম্পু/ The Dove Regenerative Repair Shampoo প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, কেমিক্যালি-ট্রিটেড চুলেও সজীবতা ফেরাতে সক্ষম। রেড অ্যালজির নির্যাস আর কেরাটিনে সমৃদ্ধ এই শ্যাম্পু রং করার চুলের ভেতরের গঠনকে মজবুত করে এবং চুলের হারানো পুষ্টি ফিরিয়ে আনে। আর কে না জানে, চুল সুস্থ থাকলে তাতে রং ফোটে সবচেয়ে ভালো!

 

04. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু

04. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু

রঙের জেল্লা কমে যায় আরও একটা কারণে, সেটা হল চুলের রুক্ষতা। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু/Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo-তে রয়েছে আর্গান অয়েল যা চুলে আর্দ্রতা আর পুষ্টির জোগান দেয়। ফলে চুল থাকে রুক্ষতাহীন, মসৃণ, কোমল।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2249 views

Shop This Story

Looking for something else