ধুলো, দূষণ, হিট স্টাইলিং টুলের যথেচ্ছ ব্যবহার, আর তার সঙ্গে দৈনন্দিন ক্ষতি - সব মিলিয়ে আমাদের চুলের ওপর দিয়ে প্রচণ্ড ঝক্কি যায় রোজ। তার ফলে চিরুনিতে গোছা গোছা চুল উঠে আসা, চুলের ফাঁকে সাদা সাদা খুসকি, নিষ্প্রাণ নেতিয়ে পড়া চুল... কত আর বলব? প্রতিদিন চুলের ওপর দিয়ে যে অত্যাচার চলে সেই ক্ষতি সামলে উঠতে তার অনেক যত্ন আর পুষ্টি দরকার। একমাত্র সঠিক প্রডাক্ট ব্যবহার করেই সেই পুষ্টির জোগান দেওয়া সম্ভব।
আমাদের তূণে একদম প্রাথমিক (সেই সঙ্গে জরুরি) হেয়ার কেয়ার প্রডাক্ট হল শ্যাম্পু। যে কোনও শ্যাম্পু বাছবিচার না করেই ব্যবহার করতে শুরু করলে চুলের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। কোন শ্যাম্পু কিনবেন সেই সংশয় এড়াতে আমরাই সেরা শ্যাম্পুর একটি তালিকা তৈরি করে দিলাম যা চুলের প্রতিটি সমস্যার দেখভাল করবে। খুসকি থেকে শুরু করে চুল ওঠা... যে কোনও সমস্যার সমাধান করতে পারে এ সব শ্যাম্পু। পড়তে থাকুন।
- 01. চুল ওঠা - ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু
- 02. খুসকি - ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু
- 03. রং করা চুল - ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু
- 04. রুক্ষ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু
- 05. ক্ষতিগ্রস্ত চুল - ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার
- 06. ন্যাতানো নিষ্প্রাণ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু
01. চুল ওঠা - ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু

বালিশে, বাথরুমের মেঝেতে, এমনকী আপনি যেখানে যেখানে যান, সেই সব জায়গায় ঝরে পড়া চুল দেখতে দেখতে ক্লান্ত? বেছে নিন ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু/ TRESemmé Hair Fall Defense Shampoo । কেরাটিন প্রোটিন দিয়ে এই শ্যাম্পুটি তৈরি যা চুলের গোড়া মজবুত করে এবং 97% পর্যন্ত চুল ওঠা কমিয়ে দেয়, তাও আবার মাত্র একবার ধোওয়াতেই! এই শ্যাম্পু ব্যবহার করলে চুল মসৃণ, চকচকে হয়, জট ছাড়ানোও অনেক সহজ হয়ে যায়। ফলে চিরুনি দিয়ে আঁচড়ানোর সময়ও চুল ওঠে কম। এই শ্যাম্পুটির নিয়মিত ব্যবহারে চুল ক্রমশ মজবুত আর লম্বা হয়ে ওঠে, ফলে চুল ওঠার পরিমাণ অনেক কমে যায়।
02. খুসকি - ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু

সারাক্ষণ মাথা চুলকোয়? চুলে আর কাঁধে সাদা খুসকি লেগে থাকে সবসময়? তা হলে ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু/ Dove Dandruff Clean & Fresh Shampoo. নিয়ে আসুন। বেশিরভাগ ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারের পরে চুল খুব রুক্ষ হয়ে যায়। কিন্তু এই শ্যাম্পুটি তৈরি হয়েছে একটি অভিনব মাইক্রো ময়শ্চার সিরাম দিয়ে যা খুসকি তাড়ানোর পাশাপাশি চুল আর্দ্রও রাখে। এই শ্যাম্পু ব্যবহারের সময় মাথায় শীতল অনুভূতি হয়, ফলে মাথা চুলকোনোর সমস্যাও কমে যায়।
03. রং করা চুল - ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু

চুলের রঙে অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে যা আপনার চুল প্রচণ্ড রুক্ষ আর শুষ্ক করে দিতে পারে। চুলের হারিয়ে যাওয়া পুষ্টি আর চকচকেভাব ফেরাতে খুব ভালোভাবে যত্ন নেওয়া দরকার। ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু/ TRESemmé Pro Protect Sulphate Free Shampoo আপনার কালার-ট্রিটেড চুলের জন্য আদর্শ! এই শ্যাম্পুতে সালফেট নেই (যা দ্রুত চুলের রং নষ্ট করে দেয়), প্যারাবেনও নেই। এই শ্যাম্পু কোমলভাবে চুল পরিষ্কার করে। তা ছাড়া এতে রয়েছে মরোক্কান আর্গান অয়েল যা চুলে পুষ্টি জুগিয়ে প্রাণবন্ত আর ঝলমলে করে তোলে।
04. রুক্ষ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু

বাতাসের চড়া আর্দ্রতা, হিট স্টাইলিং টুলের ঘন ঘন ব্যবহার, অতিরিক্ত শ্যাম্পু, ডগা ফাটা চুল-ইত্যাদি নানা কারণে চুল রুক্ষ হয়ে যেতে পারে। সে জন্যই আপনার দরকার লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু/ Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Anti-Frizz Shampoo । এতে রয়েছে হাতে পেষাই করা আর্গান অয়েল যা আপনার চুল করে তুলবে মসৃণ আর জটমুক্ত। নৈতিকভাবে সংগৃহীত ফরাসি ল্যাভেন্ডারের মিষ্টি সুগন্ধে চুল থাকে সজীবতায় ভরপুর! আর সবচেয়ে ভালো ব্যাপারটা কী জানেন? এই ব্র্যান্ডটি সম্পূর্ণ ভেগান, এই ব্র্যান্ডের শ্যাম্পু বানাতে গিয়ে কোনও প্রাণীর ওপর অত্যাচার করা হয়নি। তা ছাড়া এই ব্র্যান্ডের প্রডাক্টে প্যারাবেন, কৃত্রিম রং বা সিলকন নেই, আর প্রডাক্ট প্যাক করা হয় 100% রিসাইকলড প্লাস্টিকের বোতলে। কাজেই বুঝতেই পারছেন আপনার চুল (আর সেই সঙ্গে পৃথিবী) কতটা নিরাপদে রয়েছে!
05. ক্ষতিগ্রস্ত চুল - ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার

স্ট্রেস থেকে শুরু করে অতিরিক্ত শ্যাম্পু, নিয়মিত হিট স্টাইলিং টুলের ব্যবহার, এরকম নানা কারণে চুলের ক্ষতি হয়। চুল যদি খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তা হলে আপনার দরকার ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার/ Dove Intense Repair Shampoo For Damaged Hair. । ফাইবার অ্যাকটিভ আর এক-চতুর্থাংশ ময়শ্চারাইজিং মিল্কে সমৃদ্ধ ডাভ শ্যাম্পু চুলে পুষ্টি জোগায় এবং চুলের গভীর থেকে ক্ষতি সারিয়ে তোলে, ফলে চুল হয়ে ওঠে মসৃণ, নরম আর স্বাস্থ্যোজ্জ্বল। এই শ্যাম্পুতে কোনও প্যারাবেন বা কৃত্রিম রং নেই, ফলে ক্ষতিগ্রস্ত চুলের পক্ষে এই শ্যাম্পুটি খুবই উপকারী!
06. ন্যাতানো নিষ্প্রাণ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু

স্ক্যাল্পে অতিরিক্ত সেবাম তৈরি হলে চুল ভারী হয়ে নেতিয়ে যায়, নিষ্প্রাণ দেখতে লাগে। অন্যদিকে কড়া শ্যাম্পু ব্যবহার করলে তা চুলের সমস্ত প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়, আর সেই ক্ষতি পূরণ করতে সেবেসাস গ্ল্যান্ড থেকে আরও বেশি করে তেল বেরোতে থাকে। এরকম চক্রব্যূহে কে পড়তে চায় বলুন! আর সেজন্যই আপনার দরকার লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু/ Love Beauty & Planet’s Natural Coconut Water & Mimosa Volume Shampoo । ভেষজ ক্লেনজার আর ডাবের জলে তৈরি এই শ্যাম্পু চুলে জোগায় গভীর আর্দ্রতা, আর সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে এনে দেয় ভল্যুম আর বাউন্স। মরোক্কান মিমোসা চুল দীর্ঘক্ষণ সুরভিত রাখে! এত সব একসঙ্গে পেলে ভালো না বেসে কি উপায় আছে?
Written by Manisha Dasgupta on Sep 01, 2021
Author at BeBeautiful.