চুলের যত্নের একদম প্রাথমিক ধাপ হল হেয়ার কন্ডিশনার। আমাদের নৈমিত্তিক রুটিনের মধ্যেই পড়ে শ্যাম্পু, কন্ডিশন আর ওয়াশ - এ কথা তো সকলেই জানেন! তবে এমন কিছু ব্যাপার রয়েছে যা অনেকেই জানেন না। সেটা হল, এমন কিছু কৌশল রয়েছে যা প্রয়োগ করে হেয়ার কন্ডিশনারের থেকে কিছু বাড়তি গুণ পাওয়া সম্ভব।
হেয়ার কন্ডিশনারের এই লুকোনো কৌশলগুলি প্রয়োগ করে হেয়ার কেয়ার রুটিনের উপকারিতা আরও বাড়িয়ে তুলতে পারেন আপনি, এমনকী চুলের যত্ন করা, চুল পরিপাটি রাখাটাও সহজ হয়ে যেতে পারে। চুলে সবচেয়ে ভালোভাবে কন্ডিশনার লাগানোর পাশাপাশি কন্ডিশনারের বিকল্প ব্যবহার পর্যন্ত একগুচ্ছ হেয়ার কন্ডিশনারের গোপন কথা আপনাদের সামনে পেশ করছি আমরা। চোখ বুলিয়ে নিন...
- 01. কেমিক্যালি ট্রিটেড চুলের দরকার বিশেষ যত্ন
- 02. সাধারণ কন্ডিশনার লিভ-ইন হিসেবেও ব্যবহার করা যায়
- 03. কন্ডিশনার দিয়ে শেভ করুন
- 04. চুলের জট ছাড়ানো সহজ হয়
01. কেমিক্যালি ট্রিটেড চুলের দরকার বিশেষ যত্ন

যদি ভেবে থাকেন চুল ব্লিচ করার পরে যে কোনও সাধারণ হেয়ার কন্ডিশনার ব্যবহার করলেই আপনার কাজ হয়ে যাবে, তা হলে ভুল ভাবছেন! কেমিক্যালি ট্রিটেড আর রং করা চুলের দরকার বিশেষ যত্ন, কারণ এই ধরনের চুল অনেক বেশি শুকনো আর ক্ষতিগ্রস্ত হয়। এই চুলের সঠিক যত্ন করতে আপনার দরকার সালফেট-মুক্ত কন্ডিশনার। সালফেটহীন কন্ডিশনার চুলের রং ধরে রাখে, পাশাপাশি চুল যাতে নির্জীব আর শুষ্ক না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখে। ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার/ TRESemmé Pro Protect Sulphate Free Conditioner এ ব্যাপারে কার্যকর। এই কন্ডিশনারের সালফেটহীন ফর্মুলায় রয়েছে মরোক্কান আর্গান অয়েল যা কেমিক্যালি ট্রিটেড চুলের কোমলভাবে যত্ন করে, চুলে এনে দেয় স্বাস্থ্যের ঝিলিক।
02. সাধারণ কন্ডিশনার লিভ-ইন হিসেবেও ব্যবহার করা যায়

ভালোমানের লিভ-ইন কন্ডিশনার খুঁজছেন অথচ মনের মতো কিছু পাচ্ছেন না? বেছে নিন আপনার বিশ্বস্ত কন্ডিশনারটিকেই। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার নো ফ্রিজ কন্ডিশনার/ Love Beauty & Planet Natural Argan Oil & Lavender No Frizz Conditioner ব্যবহার করুন, চুলে পাবেন বাড়তি আর্দ্রতা ও চমক। এই কন্ডিশনারে কোনও ক্ষতিকর রাসায়নিক, প্যারাবেন, সিলিকন বা কৃত্রিম রং নেই। এটি সম্পূর্ণ ভেগান এবং এটি তৈরি করতে গিয়ে কোনও প্রাণীর সঙ্গে নিষ্ঠুরতা করা হয়নি, সে ব্যাপারে PETA-র সার্টিফিকেটযুক্ত। এক টেবিলচামচ কন্ডিশনার কয়েক টেবিলচামচ গরম জলে মেশান। তাতে যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস, তারপর ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। চুল ধোওয়ার পরে চুলে স্প্রে করে নিলেই দারুণ তফাৎ দেখতে পাবেন। কন্ডিশনার আপনার চুল আরও মসৃণ, চকচকে আর রুক্ষতাহীন করে তুলবে। তা ছাড়া হাতে তোলা ফরাসি ল্যাভেন্ডারের সুবাসে চুল থাকবে দিনভর সুরভিত! আর কী চাই!
03. কন্ডিশনার দিয়ে শেভ করুন

হাতপায়ের রোম কামিয়ে ফেলাটা আজকাল অনেক মেয়েই পছন্দ করেন। কিন্তু জানেন কি, এ কাজে শেভিং ক্রিমের বদলে হেয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারেন আপনি? কন্ডিশনার শরীরের রোমে খুব ভালোভাবে লেগে যায়, আর শেভের পরে আপনি পেয়ে চান ছবির মতো মসৃণ কোমল ত্বক। আমরা নিজেরা এই পদ্ধতি প্রয়োগ করে সুফল পেয়েছি, আপনিও করে দেখুন না!
04. চুলের জট ছাড়ানো সহজ হয়

একটা মজার তথ্য: একদিকে চুলের জট ছাড়াতে নাজেহাল, অন্যদিকে চিরুনির সঙ্গে উঠে আসা গোছা গোছা চুল! এই যদি আপনার জীবন হয়, তা হলে কন্ডিশনার লাগিয়ে চুল আঁচড়ে দেখুন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিয়ে চুলের দৈর্ঘ্যের মাঝবরাবর অংশ থেকে শেষ প্রান্ত পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে নিন। তারপর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। চুলের জট ছাড়ানো খুব সহজ হয়ে যাবে! যদি চুল ভেঙে ঝরে যাওয়ার প্রবণতা থাকে, তা হলে ডাভ হেয়ার ফল রেসকিউ কন্ডিশনার Dove Hair Fall Rescue Conditioner ব্যবহার করুন, এটি নিমেষে ভেজা চুলের জট ছাড়িয়ে চুল করে তোলে মসৃণ, চুল বশে রাখাও সহজ হয়ে যায়।
Written by Manisha Dasgupta on Oct 14, 2021
Author at BeBeautiful.