ত্বকের জন্য সঠিক উপাদানটি খুঁজে বের করে উপযুক্ত ত্বক পরিচর্যার রুটিন তৈরি করাটাকে কি আপনার বেশ কঠিন বলে মনে হয়? তা হলে চুলের ব্যাপারে আপনার এখনও কোনও ধারণাই নেই! এমনকী শ্যাম্পু আর হেয়ার মাস্কের মতো সাধারণ উপকরণ কেনাও মাঝেমাঝে বেশ জটিল হয়ে পড়তে পারে। একাধিকবার এটা ওটা না মেখে, পরীক্ষা না করে আপনি কিছুতেই বুঝতে পারবেন না কোন উপাদানটি আপনার চুলে প্রত্যাশামাফিক কাজ করছে!
একইভাবে চুলের যত্নের জন্য তৈরি আরও নানা উপকরণের মধ্যেও কোনটি আপনার পক্ষে উপযোগী, সেটা বুঝতেও তো তা হলে অনেক সময় দরকার, তাই না? আমরা যদি আপনার পাশে থাকি, তা হলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে! চুলের নানা সমস্যার জন্য উপযোগী সঠিক হেয়ার সিরামটি কীভাবে বেছে নেবেন, সে ব্যাপারে আপনাকে সাহায্য করতে এসেছি আমরা। নিজেই দেখে নিন...
কোঁকড়া বা রুক্ষ চুল

কথায় বলে, কোঁকড়া চুলের নাকি নিজস্ব একটা মন আছে! অর্থাৎ, কোঁকড়ানো চুল কখন ঠিক কেমন আচরণ করবে, তা খোদ চুলের মালকিনও আগে থেকে আঁচ করতে পারেন না, এবং চুল কেমন দেখতে লাগছে তার ওপর নির্ভর করে চুলের স্টাইল করতে হয়। তবে কোঁকড়ানো চুল সামলানোর একটা সহজ উপায় আছে। বাতাসে আর্দ্রতা বাড়লে কোঁকড়া রুক্ষ চুল ফুলেফেঁপে ওঠে, সামলানো মুশকিল হয়। সে জন্য আপনার দরকার এমন হেয়ার সিরাম যা রুক্ষতা বশে রাখতে সক্ষম। টিজি বেড হেড কন্ট্রোল ফ্রিক ফ্রিজ কন্ট্রোল অ্যান্ড স্ট্রেটনার সিরাম/ এমনভাবে তৈরি যা কোঁকড়া রুক্ষ চুলে একটা মসৃণ চকচকে ফিনিশ এনে দিতে পারে। এই নন-স্টিকি ফর্মুলার হেয়ার সিরাম লাগালে আপনার চুল তেলতেলে বা চটচটে দেখাবে না, নেতিয়েও পড়বে না।
বিবর্ণ বা রং করা চুল

রং করা চুলে আর্দ্রতার পরিমাণ কম হয়, তাই এই ধরনের চুলের স্বাস্থ্য আর চকচকেভাব দুইই বজায় রাখা কঠিন। তাই রং করা চুলে হেয়ার সিরাম লাগাতেই হবে। এই ধরনের চুলের জন্য এমন সিরাম বেছে নিন যাতে তেল আর কেরাটিনের মতো পুষ্টিকর উপাদান রয়েছে। ট্রেসমে কেরাটিন স্মুদ ইনফিউজিং সিরাম/ আপনাকে দেয় রেশমের মতো মসৃণ চুল। নন-গ্রিজি ফর্মুলার এই সিরামটিতে রয়েছে কেরাটিন আর মারুলা অয়েল যা চুলের রুক্ষতা আর বিবর্ণভাব দূর করে এনে দেয় সতেজ চকচকেভাব। সদ্য শ্যাম্পু করা চুলে অল্প একটু সিরাম লাগিয়ে নিন আর দেখুন কেমন স্বাস্থ্যের জেল্লায় ঝলমল করে ওঠে চুল।
শুষ্ক আর ঘন চুল

ঘন, রুক্ষ চুলে জীবন আর জৌলুস ফেরানো বেশ কঠিন কাজ। আপনার দরকার এমন সিরাম যা প্রতিটি চুলের ওপর আস্তরণ তৈরি করে দিনভর জেল্লা ধরে রাখবে। সিলিকোন ভিত্তিক এই হেয়ার সিরামটি শুকনো ঘন চুলের জন্য খুব উপকারী, কারণ এটি চুলের ওপর কোটিংয়ের মতো কাজ করে, পাশাপাশি চুল থেকে আর্দ্রতা হারিয়ে যেতে দেয় না। ফলে চুলের পুষ্টি আর স্বাস্থ্য, দুইই বজায় থাকে।
Written by Manisha Dasgupta on 25th May 2021