চুল পরিচর্যার রুটিনে হেয়ার কন্ডিশনারের ভূমিকা অত্যন্ত জরুরি! তবু মাঝে মাঝে হেয়ার কন্ডিশনার নিয়েই আপোস করে ফেলি আমরা! শ্যাম্পুর রেঞ্জ অনুযায়ী কন্ডিশনার কিনি, আবার অনেক সময় হাতের কাছে যেটা পাওয়া যায়, সেটাই মেখে নিই! কিন্তু তাতে আখেরে চুলেরই ক্ষতি হয়! আসলে নিয়মটা হল, শ্যাম্পু কিনতে হবে আপনার স্ক্যাল্পের ধরনের (অর্থাৎ তেলতেলে, শুকনো ইত্যাদি) ওপর ভিত্তি করে, আর কন্ডিশনার কিনতে হবে চুলের ধরনের ওপর, অর্থাৎ চুল হাতে ধরে কেমন লাগছে (রুক্ষ, শুকনো, খসখসে ইত্যাদি) তার ভিত্তিতে। যেমন আপনার স্ক্যাল্প তেলতেলে হতে পারে, আবার চুল হাতে ধরলে খসখসে আর রুক্ষ লাগতে পারে। এবং এ ক্ষেত্রে চুলে আর্দ্রতা ফেরানোর দায়িত্বটা কন্ডিশনারের ওপরেই বর্তায়।

চুলের ধরনের ভিত্তিতে সঠিক কন্ডিশনার বেছে নিতে পারলে তা চুলের অনেক সমস্যার সমাধান করে দেয়। চুলে জট পড়া, চুলের চকচকেভাব বাড়ানো, স্ট্যাটিকের পরিমাণ কমানো, চুল আরও ম্যানেজেবল করে তোলা, এ সবই করে কন্ডিশনার। জেনে নিন কীভাবে বেছে নেবেন আপনার চুলের উপযোগী সঠিক কন্ডিশনার।

 

01. তেলতেলে, নির্জীব চুল

01. তেলতেলে, নির্জীব চুল

চুল তেলতেলে নির্জীব হলে মাঝে মধ্যে কন্ডিশনার বাদ দিলেও ক্ষতি নেই, এমনটাই মনে করেন অনেকে। আসলে সত্যিটা হল, কন্ডিশনার মাখার পরেও যদি চুল তেলতেলে লাগে, তার কারণ হয় আপনি ভুল কন্ডিশনার ব্যবহার করছেন অথবা কন্ডিশনার চুল থেকে ঠিকমতো ধোওয়া হয়নি। যে সব প্রডাক্টের লেবেলে 'হাইড্রেটিং' বা 'ময়শ্চারাইজিং'-এর মতো শব্দ লেখা থাকবে, তা এড়িয়ে যান। বদলে বেছে নিন এমন প্রডাক্ট যার লেবেলে 'ভল্যুমাইজিং' বা 'ব্যালান্সিং'-এর মতো শব্দ লেখা রয়েছে। এ ছাড়া চুলের কন্ডিশনার অন্তত 30 সেকেন্ড সময় নিয়ে ধুতে হবে।

বিবি-র পছন্দ: টিজি বেড হেড ফুললি লোডেড ভল্যুম জেলি কন্ডিশনার ফর ফাইন হেয়ার/TIGI Bed Head Fully Loaded Volume Jelly Conditioner for Fine Hair

 

02. শুকনো, নিষ্প্রাণ চুল

02. শুকনো, নিষ্প্রাণ চুল

চুল শুকনো বিবর্ণ হলে তাতে আর্দ্রতা ফেরানোই হল মূল লক্ষ্য। এমন প্রডাক্ট খুঁজে নিন যাতে ময়শ্চারাইজিং, হাইড্রেটিং, স্মুদিং বা ব্যালান্সিং-এর মতো সুবিধে রয়েছে। চুলের কার্ল ধরে রাখতে যে সব প্রডাক্ট তৈরি হয়, তাও ব্যবহার করতে পারেন। এই সব প্রডাক্ট চুলের আর্দ্রতার মাত্রা ধরে রাখে, চুল নেতিয়েও যায় না। ডিপ কন্ডিশনিংও চুলের পক্ষে খুব উপকারী, মাসে অন্তত দু'বার করলে চুলের শুকনোভাব কার্যকরীভাবে ঠেকানো যায়।

বিবি-র পছন্দ: ট্রেসমে বটানিক নারিশ অ্যান্ড রিপ্লেনিশ কন্ডিশনার/Tresemme Botanique Nourish and Replenish Conditioner

 

03. ক্ষতিগ্রস্ত, রুক্ষ চুল

03. ক্ষতিগ্রস্ত, রুক্ষ চুল

আপনার চুল যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়, তা হলে এমন প্রডাক্ট ব্যবহার করুন যাতে চুলের ক্ষতি মেরামত করে এবং রুক্ষতাও নিয়ন্ত্রণে রাখতে পারে। কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের জন্য যে সব প্রডাক্ট তৈরি হয়, সে সবও রুক্ষ ক্ষতিগ্রস্ত চুলের জন্য খুব ভালো কাজ করে। আর্গান অয়েল বা নারকেল তেলের মতো উপাদান চুল মজবুত করে, ফিরিয়ে আনে চুলের স্বাস্থ্য।

বিবি-র পছন্দ: লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট স্মুদ অ্যান্ড সিরিন কন্ডিশনার উইথ আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা/Love Beauty & Planet Smooth and Serene Conditioner with Argan Oil and Lavender Aroma

বিশেষ টিপস: কন্ডিশনার ব্যবহার করার সময় তা চুলের মাঝামাঝি অংশ থেকে ডগা পর্যন্ত লাগাবেন। স্ক্যাল্পে কন্ডিশনার লাগাবেন না, খুব ভালো করে চুল ধুয়ে ফেলবেন যাতে কোনও অবশেষ লেগে না থাকে।