চুলের জন্য যেটুকু ন্যূনতম যত্ন আপনি নিতে পারেন (শ্যাম্পু করা বাদ দিয়ে) তা হল প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার মেখে চুলে বাড়তি পুষ্টি জোগানো। তবে কন্ডিশনার যে মাখছেন, তার পুরো উপকারিতাটা আপনার চুল পাচ্ছে কি? আপনার কন্ডিশনার কি ঠিকমতো কাজ করছে, আপনার চুল কি নরম আর কোমল থাকছে? আসলে কন্ডিশনারের পূর্ণ উপকারিতা পেতে হলে কন্ডিশনার মাখার সময় আপনাকে কিছু নিয়ম খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে কী কী করা যাবে, আর কী কী করা যাবে না।
কন্ডিশনার মাখার যথাযথ নিয়ম মেনে চললে আপনার চুল একদিকে যেমন আর্দ্রতা পেয়ে কোমল আর সুন্দর থাকবে, তেমনি দূরে থাকবে চুলের রুক্ষতা, চুল ভেঙে ঝরে যাওয়ার মতো সমস্যা। এত কিছু একসঙ্গে পেতে ভালো লাগবে নিশ্চয়ই? তা হলে আর দেরি না করে পড়তে থাকুন...
- কী করবেন - চুল ধোবেন ঠান্ডা জলে
- কী করবেন - কন্ডিশনার পুরো চুলে সমানভাবে মাখুন
- কী করবেন - কন্ডিশনার মাখার আগে চুল নিংড়ে বাড়তি জল ফেলে দিন
- কী করবেন না - তাড়াহুড়ো চলবে না
- কী করবেন না - স্ক্যাল্পে কন্ডিশনার লাগাবেন না
- কী করবেন না - একগাদা কন্ডিশনার মাখবেন না
কী করবেন - চুল ধোবেন ঠান্ডা জলে

কী করবেন - কন্ডিশনার পুরো চুলে সমানভাবে মাখুন

কী করবেন - কন্ডিশনার মাখার আগে চুল নিংড়ে বাড়তি জল ফেলে দিন

কী করবেন না - তাড়াহুড়ো চলবে না

কী করবেন না - স্ক্যাল্পে কন্ডিশনার লাগাবেন না

কী করবেন না - একগাদা কন্ডিশনার মাখবেন না

Written by Manisha Dasgupta on 7th Dec 2020