চুলের গোছায় রঙিন ঝিলিক আনতে কার না ইচ্ছে করে? ঝটপট লুক পালটাতে হলে, চুলে আরও ভল্যুম আনতে হলে, আর একই সঙ্গে দুর্দান্ত স্টাইলিশ হয়ে উঠতে হলে চুল রং করে নেওয়ার পথটাই সবচেয়ে সহজ! রং করা ঝলমলে চুল দেখতেও দারুণ ভালো লাগে! কিন্তু মুশকিল হল কালার ট্রিটমেন্ট করা চুলের সঠিক যত্ন নেওয়া। রং করার ক'দিনের মধ্যেই যাতে চুল নিষ্প্রভ আর শুকনো না হয়ে যায়, তার জন্য উপযুক্ত যত্নের প্রয়োজন।
রং করা চুলের উপযুক্ত যত্ন নিতে গিয়ে আপনিও কি সমস্যায় পড়েন? তা হলে আমরা একটা সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি। তা হল হেয়ার সিরামের ব্যবহার। কিন্তু হেয়ার সিরাম যাতে ঠিকমতো কাজ করে আপনার চুল নরম আর চকচকে রাখতে পারে, তার জন্য বিশেষ কয়েকটা কথা মাথায় রাখতে হবে আপনাকে। জেনে নিন কীভাবে রং করা চুলে ব্যবহার করবেন হেয়ার সিরাম।
- 01. সঠিক সিরাম বেছে নিন
- 02. উপাদানের দিকে নজর দিন
- 03. বেছে নিন ক্রিম ফরমুলা
- 04. সঠিক পরিমাণে সিরাম নিন
- 05. চুলের ডগার দিকটাতেই শুধু সিরাম লাগান
01. সঠিক সিরাম বেছে নিন

ঠিক যেমন রং করা চুলের জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করেন, সিরামের বেলাতেও একই নিয়ম। সিরাম কেনার আগে লেবেল পড়ে দেখে নিন তা রং করা চুলের উপযোগী কিনা। রং করা চুলের জন্য তৈরি সিরাম ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফল পাবেন।
02. উপাদানের দিকে নজর দিন

সিরাম কেনার আগে তা কী কী উপাদানে তৈরি তা জেনে নিতেই হবে। বেশিরভাগ সিরামেই মূল উপাদান হিসেবে সিলিকোন থাকে যা আপনার চুল চকচকে আর জটমুক্ত রাখে। কিন্তু রং করা চুল ভালো রাখতে শুধু এটুকুই যথেষ্ট নয়। রং করা চুল শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তাই সিরামে তেল বা অন্যান্য ময়শ্চারাইজিং উপাদান থাকা খুব দরকার। তা হলে আর্দ্রতা চুলের গভীরে আটকে থাকে, চুলের ডগার দিকটা নিষ্প্রভ বিবর্ণ দেখায় না।
03. বেছে নিন ক্রিম ফরমুলা

রং করা চুল সাধারণত খুব শুকনো আর বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে কালো চুলে হালকা রং করলে চুল প্রচণ্ড শুষ্ক হয়ে যায়। এতে চুল ভঙ্গুর হয়ে যায়, চুল উঠে যেতে শুরু করে। অথচ ক্রিম-বেসড হেয়ার সিরাম ব্যবহার করে খুব সহজেই এ সমস্যা দূর করা সম্ভব। জেলের মতো বা পাতলা তরল সিরাম না লাগিয়ে ঘন ক্রিমের মতো সিরাম লাগালে তা চুলে ভালোভাবে মেখে যায়, চুল কয়েক সেকেন্ডের মধ্যেই দারুণ চকচকে জেল্লাদার হয়ে ওঠে।
04. সঠিক পরিমাণে সিরাম নিন

যে ধরনের সিরামই ব্যবহার করুন, একগাদা মাখবেন না। তাতে চুল তেলতেলে ন্যাতানো দেখাবে। চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ঠিকঠাক পরিমাণে সিরাম নিন। সাধারণভাবে বলতে গেলে মাঝারি দৈর্ঘ্য থেকে লম্বা চুলের জন্য দু' তিন ফোঁটা সিরামই যথেষ্ট!
05. চুলের ডগার দিকটাতেই শুধু সিরাম লাগান

আপনার সিরাম যত পাতলা আর হালকাই হোক না কেন, চুলের গোড়ায় কোনওমতেই লাগাবেন না। এমনকী পুরো চুলে রং করা থাকলেও না। তা না হলে চুল তেলতেলে হয়ে নেতিয়ে যাবে, স্ক্যাল্পে সিরামের অবশেষ জমে থাকবে। প্রয়োজনীয় পরিমাণে সিরাম নিয়ে চুলের মাঝামাঝি অংশ থেকে শুরু করে ডগার দিক পর্যন্ত মেখে নিন, চুল থাকবে নরম, কোমল আর সম্পূর্ণ আপনার আয়ত্তের মধ্যে!
মূল ফোটো সৌজন্য: @malvikasitlaniofficial
Written by Manisha Dasgupta on Dec 17, 2020
Author at BeBeautiful.