যদি জিজ্ঞেস করা হয় চুলের যত্নের জন্য কোন প্রডাক্টটা আপনি নিয়মিত ব্যবহার করেন, তা হলে বেশিরভাগ মেয়েই একবাক্যে শ্যাম্পুর কথা বলবেন। সত্যিই শ্যাম্পু ছাড়া আমাদের চলে না! চুলে তেল না মেখে তবু কয়েক সপ্তাহ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু শ্যাম্পু ছাড়া? অসম্ভব! কাজেই বুঝতেই পারছেন, এত দরকারি একটা হেয়ার কেয়ার প্রডাক্ট ঠিকঠাক হওয়া কতটা দরকার! আপনার শ্যাম্পুর মধ্যে এমন কিছু উপাদান থাকতেই হবে যা আপনার চুল আর মাথা পরিষ্কার তো করবেই, পাশাপাশি চুলের স্বাস্থ্যের দিকেও নজর রাখবে! কিন্তু কোথায় পাবেন তেমন শ্যাম্পু? একটা গোপন কথা বলি? আপনার রোজকার শ্যাম্পুতেই বিশেষ কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়েই আপনি কিন্তু শ্যাম্পুর গুণমান বাড়িয়ে নিতে পারেন, আর সেই সঙ্গে আপনার চুলের স্বাস্থ্যও উন্নত হয়, চুল বাড়েও তাড়াতাড়ি! কী দারুণ বলুন তো!
ভাবছেন শ্যাম্পুতে কী কী প্রাকৃতিক উপাদান মেশাবেন? চোখ বুলিয়ে নিন ঝটপট!
গ্রিন টি

স্বাস্থ্যের পক্ষে গ্রিন টি কতটা উপকারী, সবাই জানেন! অ্যান্টি-অক্সিডান্টে ভরপুর এই চা আপনার সার্বিক স্বাস্থ্য আর সেই সঙ্গে ত্বকের দেখভাল করে। তা ছাড়া চুল ওঠা বন্ধ করে চুলের বাড়বৃদ্ধি ঘটানোর গুণও রয়েছে সবুজ চায়ে। গ্রিন টি স্ক্যাল্পে অক্সিজেন আর অন্যান্য জরুরি পুষ্টি উপাদান সরবরাহের Sunsilk Green Tea and White Lily Freshness Shampoo ব্যবহার করে দেখুন। এতে সবুজ চায়ের সমস্ত গুণ রয়েছে যা আপনার চুল পরিপাটি আর সতেজ রাখে।
ল্যাভেন্ডার

চুলে ল্যাভেন্ডার অয়েল লাগালে চুলের বাড়বৃদ্ধি ভালো হয়, চুলের গোছও ঘন হতে শুরু করে। এমন অনেক ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস রয়েছে যা চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত করে। ল্যাভেন্ডার অয়েল সেই সব ক্ষতিকর ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসকেও নিয়ন্ত্রণে রাখে। শ্যাম্পুতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে তাই দিয়ে শ্যাম্পু করে নিন চুলে। অথবা মেশানোর ঝামেলায় যেতে ইচ্ছে না করলে ব্যবহার করুন Love Beauty & Planet Smooth and Serene Shampoo with Argan Oil and Lavender Aroma শ্যাম্পু। ল্যাভেন্ডারের নির্যাস দিয়ে তৈরি এই শ্যাম্পুটি রুক্ষতা কমিয়ে চুল মসৃণ রাখে, চুল ম্যানেজ করাও সহজ হয়!
মধু

প্রকৃতিতে যতরকম উপকারী উপাদান পাওয়া যায়, তার মধ্যে সেরার সেরা হল মধু! সমস্যা কাটিয়ে দ্রুত সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে মধুর মধ্যে। মধু চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল মজবুত হয়, চুলের বাড়বৃদ্ধিও উন্নত হয়। রোজকার শ্যাম্পুতে এক চাচামচ মধু মিশিয়ে নিন। অথবা ব্যবহার করুন Dove Healthy Ritual For Strengthening Hair Shampoo । এতে মধু আর ওট মিল্কের গুণ রয়েছে যা চুল সুন্দর, মজবুত আর ঝলমলে রাখে।
অ্যালো ভেরা

ঘৃতকুমারী বা অ্যালো ভেরার উপকারিতার কথা গোটা পৃথিবী জানে। একদিকে অ্যালো ভেরা ত্বকের সমস্ত ত্রুটি সারিয়ে ত্বক নিখুঁত রাখে, অন্যদিকে চুলের সব সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে পারে। চুল ওঠা থেকে শুরু করে খুসকি পর্যন্ত সব সমস্যাই আপনি কমিয়ে ফেলতে পারেন, শুধু শ্যাম্পুতে যোগ করুন অ্যালো ভেরার নির্যাস। টাটকা অ্যালো ভেরা পাচ্ছেন না? তা হলে বিকল্প হিসেবে ব্যবহার করুন Sunsilk Coconut Water & Aloe Vera Shampoo !
আমলা

ভিটামিন সি-এর গুণে সমৃদ্ধ আমলকি বা আমলা চুল আর স্ক্যাল্পের একাধিক সমস্যার সমাধান করতে পারে। আমলার ফাইটো-নিউট্রিয়েন্ট, ভিটামিন আর মিনারেল স্ক্যাল্পে রক্ত সংবহন বাড়ায়, মজবুত আর সুস্থ চুল গজাতে সাহায্য করে। রোজকার শ্যাম্পুতে আমলা পাউডার আর আমলকির রস মিশিয়ে নিলেই হবে। অথবা ব্যবহার করুন Indulekha Bringha Anti Hair Fall Shampoo । এতে আমলকির নির্যাস সহ আরও অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুল সুস্থ আর মজবুত রাখে।
Written by Manisha Dasgupta on 28th Sep 2020