"কয়েক মাস অন্তর কি শ্যাম্পু পালটে ফেলা উচিত?" এই প্রশ্নটা বারবার ঘুরেফিরে আসে। অথচ এ প্রশ্নের কোনও এক কথায় উত্তর হয় না! প্রচলিত বিশ্বাস হল, বেশ কয়েক মাস একটা নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করার পর চুল আর স্ক্যাল্প সেই ফর্মুলার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে, তখন আর প্রথম দিকের মতো কাজ হয় না। কিন্তু সত্যিটা হল, আপনার চুলে শ্যাম্পু যে ঠিকমতো কাজ করছে না, তার সঙ্গে শ্যাম্পুর ফর্মুলার কোনও সম্পর্ক নেই! আসল কারণ হল, কয়েক মাস কোনও নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহারের পর স্বাভাবিক নিয়মেই আবহাওয়ার পরিবর্তন হয়, তা ছাড়া মাথায় প্রডাক্টের অবশেষ জমতে থাকে। এ সব মিলিয়ে আপনার চুল নেতিয়ে যায়, নিষ্প্রাণ দেখায়।
কিন্তু তার মানে গতানুগতিক একই হেয়ার কেয়ার রুটিন মেনে চলবেন, তা বলছি না! চুলে প্রাণের সজীবতা ধরে রাখতে মাঝেমধ্যে হেয়ার কেয়ার রুটিনে কিছু বদল আনাও দরকার। তার কারণ, লাইফস্টাইল বা আবহাওয়ার ওপর নির্ভর করে কোনও একটা নির্দিষ্ট প্রডাক্ট চুলের পক্ষে ততটা কার্যকর আর নাও থাকতে পারে! তবে যদি এমন কোনও শ্যাম্পু পেয়ে থাকেন যা আপনার চুলে দারুণ ভালো কাজ করে, তবে চট করে তা পালটে ফেলবেন না! বরং বাহ্যিক কারণগুলো খেয়াল করুন, আর তার সঙ্গে সঙ্গতি রেখে হেয়ার কেয়ার রুটিন পালটান, তা হলেই সবচেয়ে ভালো ফল পাবেন। কিছু টিপস রইল...
- 01. মাথায় নোংরা জমা ঠেকাতে ক্ল্যারিফায়িং শ্যাম্পু ব্যবহার করুন
- 02. মাথায় রাখুন আবহাওয়ার পরিস্থিতি
- 03. জীবনধারার পরিবর্তন
- 04. আসল হল ভেতরের কথা
01. মাথায় নোংরা জমা ঠেকাতে ক্ল্যারিফায়িং শ্যাম্পু ব্যবহার করুন

02. মাথায় রাখুন আবহাওয়ার পরিস্থিতি

03. জীবনধারার পরিবর্তন

04. আসল হল ভেতরের কথা

Written by Manisha Dasgupta on 16th Dec 2020