হেয়ার স্প্রে ব্যাপারটার সঙ্গে কতটা পরিচিত আপনি? যদি এই বস্তুটির সঙ্গে তেমন জানাশোনা না থাকে, তা হলে বলি, বাজারে নানাধরনের হেয়ার স্প্রে পাওয়া যায়, প্রতিটির কাজ আলাদা আলাদা! চুলের ভল্যুম বাড়ানো বা টেক্সচার দেওয়া থেকে শুরু করে ফিনিশিং স্প্রে পর্যন্ত এতরকম হেয়ার স্প্রে রয়েছে যে গুনে শেষ করা কঠিন!
তবে আপনার ড্রেসিং টেবিলে যদি একটা হেয়ার স্প্রে-র বোতল থেকেই থাকে, আর আপনি ভাবতে থাকেন কীভাবে ব্যবহার করবেন সেটা, তা হলে সাহায্য করতে পারি আমরা! রইল কিছু টিপস। হেয়ার স্প্রে লাগানোর সময় মাথায় রাখুন এ সব টিপস, আপনার চুলের বাহার দেখে মনে হবে এইমাত্র হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে চুলের স্টাইলিং করিয়ে এলেন!
- টিপ #1: স্প্রে বোতল চুলের থেকে অন্তত ছ' ইঞ্চি দূরে ধরুন
- টিপ #2: হাত দিয়ে হেয়ার স্প্রে মেখে নিলে উড়ো চুলের হাত থেকে মুক্তি পাবেন
- টিপ #3: চুলের কার্লের কথা মাথায় রাখুন
- টিপ #4: মুখের চারপাশের খুচরো চুলের দৌরাত্ম্য কমাতে কাজে লাগান টুথব্রাশ
- টিপ #5: হেয়ার স্প্রে লাগানোর পরে চুল ব্রাশ করবেন না
টিপ #1: স্প্রে বোতল চুলের থেকে অন্তত ছ' ইঞ্চি দূরে ধরুন

চুলের সেটিং ঠিকঠাক রাখার প্রাথমিক নিয়মটা হল কিছুটা দূরত্ব রেখে স্প্রে করা। চুলের খুব কাছ থেকে স্প্রে করলে চুল চকচকে দেখানোর বদলে তেলতেলে দেখাতে পারে। শুধু তাই নয়, কাছ থেকে স্প্রে করলে অল্প জায়গায় অনেকটা স্প্রে ছড়িয়ে যায়, ফলে চুল নির্জীব শক্ত দেখায়।
টিপ #2: হাত দিয়ে হেয়ার স্প্রে মেখে নিলে উড়ো চুলের হাত থেকে মুক্তি পাবেন

উসকোখুসকো উড়ো চুল বশে রাখতে হেয়ার স্প্রে খুব কাজের। তবে সরাসরি স্প্রে চুলে না লাগানোই ভালো। হাতে খানিকটা নিয়ে তেলের মতো ঘষে তারপর আলগা হাতে উড়ো চুলে মেখে নিন। একগুছি চুল অবাধ্যতা করলে তাকে বশে আনার জন্য এই কৌশলটি খুবই কার্যকর।
টিপ #3: চুলের কার্লের কথা মাথায় রাখুন

কোঁকড়া চুলে হেয়ার স্প্রে ব্যবহারের একটা অসুবিধে আছে। সেটা হল, স্ট্রেট চুলে আপনি যেভাবে স্প্রে লাগান, কোঁকড়া চুলেও সেভাবেই লাগালে আপনার চুলের কার্লগুলো চটচটে হয়ে একসঙ্গে লেগে থাকবে, চুলের বাউন্সটাও নষ্ট হয়ে যাবে। ফলে কোঁকড়া চুলে স্প্রে লাগাতে হলে একটা একটা করে চুলের গুছি তুলে অল্প করে স্প্রে লাগান, যাতে চুলের বাউন্স আর ডেফিনিশনটা বজায় থাকে।
টিপ #4: মুখের চারপাশের খুচরো চুলের দৌরাত্ম্য কমাতে কাজে লাগান টুথব্রাশ

মুখের চারপাশে ছোট ছোট চুল উড়ো হয়ে থাকলে তাদের বশে আনতে সরাসরি স্প্রে করবেন না। তাতে অল্প জায়গার জন্য অনেক বেশি স্প্রে ব্যবহার করা হয়ে যাবে, ত্বকেও লেগে যাওয়ার ভয় থাকবে। মুখের চারপাশের উড়ো চুল বশে আনতে একটা নতুন পরিষ্কার টুথব্রাশে স্প্রে ছিটিয়ে নিন, তারপর হালকা করে উড়ো চুলের ওপর দিয়ে সেই ব্রাশটা বুলিয়ে নিন। এতেই বশে থাকবে চুল।
টিপ #5: হেয়ার স্প্রে লাগানোর পরে চুল ব্রাশ করবেন না

চুলে হেয়ার স্প্রে একবার লাগিয়ে নেওয়ার পরে আর আঁচড়ানো বা ব্রাশ করার দরকার নেই। তাতে চুল ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে ঝরে যাওয়ার ভয় থাকে। তা ছাড়া এতে স্টাইলটাও নষ্ট হয়ে যাবে।
Written by Manisha Dasgupta on Aug 19, 2020
Author at BeBeautiful.