এই ভল্যুমাইজিং ক্রিম দিয়ে নেতিয়ে পড়া পাতলা চুলে নিয়ে আসুন নতুন জীবনের ছোঁয়া

Written by Manisha Dasgupta18th Aug 2020
এই ভল্যুমাইজিং ক্রিম দিয়ে নেতিয়ে পড়া পাতলা চুলে নিয়ে আসুন নতুন জীবনের ছোঁয়া

পাতলা চুলের মেয়েদের জন্য এই লেখা। জানি জীবন আপনাদের প্রতি ন্যায়বিচার করেনি। তাই সহোদর বোন যখন তাঁর ঘন চুলে নিত্যনতুন হেয়ারস্টাইল করেন, আপনার তখন নিজের জিনকে অভিসম্পাত করা ছাড়া আর কিছুই করার থাকে না! তবে অতটা হাল ছেড়ে দেওয়ারও দরকার নেই। আমরা এমন কিছু কৌশল নিয়ে হাজির হয়েছি যা জানলে পাতলা, নেতিয়ে থাকা চুলের দুঃখ ভুলে যাবেন আপনি!

একদম গোড়া থেকেই শুরু করা যাক! আপনারা অনেকেই জানেন, পাতলা চুল এক নিমেষে ঘন দেখাতে হাতের কাছে থাকতেই হবে ভল্যুমাইজিং ক্রিম। কী ভল্যুমাইজিং ক্রিম কিনবেন? আমাদের পরামর্শ শুনলে বেছে নিন টিজি বেড হেড স্মল টক ভল্যুমাইজিং ক্রিম। পাতলা চুলকে নিমেষে মাথাভর্তি, ঘন দেখাতে জুড়ি নেই এই ক্রিমটির।

তাই পাতলা চুলেও দুর্দান্ত হেয়ারস্টাইল করতে অবশ্যই সঙ্গে রাখুন এই ভল্যুমাইজিং ক্রিমটি। যদি কারণ জানতে চান তা হলে বলব, একটা নয়, তিন তিনটে কারণ রয়েছে টিজি বেড হেড স্মল টক ভল্যুমাইজিং ক্রিম হাতের কাছে রাখার। কারণগুলো জানতে পড়তে থাকুন।

 

এক নিমেষে চুলের ঘনত্ব বাড়াতে

নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে

চুল খুব ন্যাতানো পাতলা লাগছে? পনিটেল সরু দেখাচ্ছে আর খোঁপার অবস্থাও বড়ির মতো? আপনার এক্ষুনি দরকার চুলের ভল্যুম বাড়ানোর প্রডাক্ট। টিজি বেড হেড স্মল টক ভল্যুমাইজিং ক্রিম/ চুলের গোড়া থেকে লিফট করে, সঙ্গে চুলেও প্রচুর মুভমেন্ট আর টেক্সচার এনে দেয়। ভেজা চুলে লাগিয়ে ব্লো ড্রাই করে নিন, চুলে আসবে স্বাভাবিক বাউন্স।

 

চুলের রুক্ষভাব কমাতে

নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে

শুধু ভল্যুম আর টেক্সচার দেওয়াই নয়, চুলের রুক্ষতা নিয়ন্ত্রণে রাখতেও দরকারি এই ক্রিমটি। পাতলা চুলের এমনিতেই রুক্ষ হয়ে যাওয়ার ধাত থাকে, কুচো উড়ো চুলও থাকে প্রচুর। তাই মসৃণ ঝলমলে চুলের জন্য বেছে নিন ভল্যুমাইজিং ক্রিম। এই ক্রিমের প্রো-ভিটামিন বি5 চুল আর্দ্র রাখে, চুল কন্ডিশনিং করে, আর এর অ্যান্টি-স্ট্যাটিক এজেন্ট রুক্ষ চুল মসৃণ আর কোমল রাখে।

 

নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে

নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাতে

চুলের ভোল পুরোপুরি বদলে ফেলতে এই ভল্যুমাইজিং ক্রিম ম্যাজিকের মতো কাজ করে। পাতলা চুলে মিডিয়াম হোল্ড, মিষ্টি সুগন্ধ (ব্লুবেরি ড্রিম) আর নিউট্রাল ফিনিশ পেতে আজ থেকেই ব্যবহার করতে শুরু করুন। আপনার পাতলা চুলে ঘনত্ব আর ঝলমলে ভাব আসবে নিমেষে। তা হলে আর দেরি কেন? আজই বেছে নিন সঠিক ভল্যুমাইজিং ক্রিম আর পালটে ফেলুন চুলের কায়দা!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2133 views

Shop This Story

Looking for something else