লুক বদলানোর ইচ্ছে হলে সবার আগে কোনটা বদলানোর কথা মাথায় আসে বলুন তো? ঠিক ধরেছেন, হেয়ার কালার! চুলের রং বদলানো সহজ, কার্যকর, এবং সবচেয়ে জরুরি, চুলের রং বদলালে মনটাও ফুরফুরে হয়ে যায় আর তার পাশাপাশি নিজের লুক বদলে একটা মেকওভার নেওয়ার সবচেয়ে সহজ উপায় এটাই! তাই নানান রঙের হেয়ার কালার দিয়ে এক্সপেরিমেন্ট করতে যদি আপনি ভালোবাসেন অথবা প্রথমবার চুলের রং বদলানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে চোখ বুলিয়ে নিন এই লেখায়।

আমরা নিয়ে এসেছি এ মরশুমের পাঁচটি সবচেয়ে আকর্ষণীয় হেয়ার কালার ট্রেন্ড যা থেকে আপনি বেছে নিতে পারেন আপনার মনের মতো রং।

 

01. প্যাস্টেল পিঙ্ক

01. প্যাস্টেল পিঙ্ক

প্যাস্টেল শেড কখনও পুরনো হওয়ার নয়। যদি এমন কোনও রং চান যা একই সঙ্গে স্নিগ্ধ আর উজ্জ্বল, তা হলে এ মরশুমে বেছে নিন প্যাস্টেল পিঙ্ক। হালকা গোলাপি থেকে সফট রোজের গাঢ় শেড, যা খুশি বেছে নিন, আপনার চুল হয়ে উঠবে আকর্ষণীয়। আপনি পুরো চুল রং করুন বা হাইলাইট করুন বা ওমব্রে এফেক্টই করুন, সব স্টাইলেই দারুণ দেখাবে গোলাপির শেড।

 

02. হলোগ্রাফিক হেয়ার

02. হলোগ্রাফিক হেয়ার

চোখধাঁধানো, উজ্জ্বল, নাটকীয় রঙে সাজিয়ে তুলতে চান নিজের চুল? বেছে নিন এ মরশুমের হট ট্রেন্ড হলোগ্রাফিক কালার। সাধারণ উজ্জ্বল রঙের বদলে অন্যরকম কিছু ব্যবহার করে নিজেকে স্বতন্ত্র করে তুলতে চাইলে বেছে নিতেই হবে এই কালার। আপনার চুলে পেয়ে যাবেন বহুমাত্রিক প্যাস্টেল হাইলাইট। তবে চুলে এই রং করতে হলে প্রচুর ধৈর্য দরকার, কারণ একটানা অনেকক্ষণ বসে বসে কালার করতে হবে! জানেনই তো, মেওয়া ফলাতে হলে সবুর করতেই হয়!

 

03. টফি টোন

03. টফি টোন

উজ্জ্বল চোখধাঁধানো রং পছন্দ না হলে বেছে নিন মিষ্টি টফিঘেঁষা শেড। বেস হিসেবে ব্রাউন গ্লোবাল কালার আর তার সঙ্গে ক্যারামেল টোনের হাইলাইট, দুইয়ে মিলিয়ে দারুণ সুন্দর রং হবে চুলে, অথচ খুব চড়াও দেখাবে না। ক্যারামেল হাইলাইট করলে চুল ঘন দেখায়, ফলে খুবই জনপ্রিয় শেড এটি!

 

04. সান-কিসড অবার্ন

04. সান-কিসড অবার্ন

নিজের মনের দীপ্তি ছড়িয়ে দিন আপনার চুলেও! এ মরশুমে নিজেকে ভিড়ের থেকে আলাদা করতে চাইলে বেছে নিতেই হবে লাল রং। ব্লন্ড, ব্রুনেট আর রেড টোনের মিশ্রণে তৈরি এই উজ্জ্বল লাল শেডটি আপনাকে এনে দেয় ঝলমলে মজাদার মেজাজ! লাল রং মেনটেন করা সহজ নয়, তবে অন্তত একবার ট্রাই করে দেখতেই পারেন!

 

05. চেস্টনাট ব্রাউন বালায়াজ

05. চেস্টনাট ব্রাউন বালায়াজচুলে ডাইমেনশন আনতে চাইলে অথবা চুল হাইলাইট বা লোলাইট করতে চাইলে আপনাকে ট্রাই করে দেখতেই হবে চেস্টনাট ব

চুলে ডাইমেনশন আনতে চাইলে অথবা চুল হাইলাইট বা লোলাইট করতে চাইলে আপনাকে ট্রাই করে দেখতেই হবে চেস্টনাট ব্রাউন বালায়াজ। এই লুকে চুলের গোড়ার দিকটায় গাঢ় রং হয়, তারপর সেই গাঢ় রং চুলের নিচের প্রান্তে ধীরে ধীরে হালকা শেডে মিশে যায়। গাঢ় ব্রাউন চুলে ডেপথ আনে, অন্যদিকে হালকা শেড এনে দেয় ভল্যুম। যাঁরা উজ্জ্বল রং বা প্যাস্টেল শেড নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে রাজি নন, তাঁদের জন্য এই শেডটি আদর্শ!