লিপলাইনার দিয়ে স্মোকি আই আঁকতে চাইলে জেনে রাখুন জরুরি তথ্য

Written by Manisha DasguptaFeb 25, 2022
লিপলাইনার দিয়ে স্মোকি আই আঁকতে চাইলে জেনে রাখুন জরুরি তথ্য

টিকটকে আরও একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে এবং সত্যি বলতে এই ট্রেন্ডটা একটু অদ্ভুত! আমরা জানি লিপস্টিককে ব্লাশ হিসেবে আপনি ব্যবহার করেছেন। গালে হালকা রঙের আভা আনার সবচেয়ে সহজ পথ এটাই! কিন্তু এই অদলবদলটাই ইদানীং আর একটু আশ্চর্যের হয়ে উঠেছে। কারণ এখন আইশ্যাডোর জায়গা নিচ্ছে লাইনার। কিন্তু আপনি যা ভাবছেন ঠিক সেভাবে নয়। আসুন দেখা যাক!

 

লাইনার আর আইশ্যাডো - এই জুটির মধ্যে অস্বাভাবিকতা কোথায়?

এই কৌশলটি কি #বিবিসেফটিটেস্ট উতরোতে পেরেছে?

ফোটো সৌজন্য: @metribune

লাইনার বলতে আমরা আইলাইনার বোঝাচ্ছি না। কী বলছি বলুন তো? হ্যাঁ, লিপলাইনারের কথাই বলছি! অস্ট্রেলিয়ার মেকআপ আর্টিস্ট সাব্রিনা ওয়ালশ/Sabrina Walsh টিকটকে নিজের ফলোয়ারদের একটি কৌশল শিখিয়েছেন যাতে আইশ্যাডোর বদলে লিপলাইনার দিয়ে তিনি তৈরি করেছেন স্মোকি-আইড লুক। চোখের ওপরের আর নিচের পাতায় তিনি লিপলাইনার লাগিয়ে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছেন। ওয়ালশ জানিয়েছেন এটা ওটা পরীক্ষা করতে করতেই এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন তিনি। লিপস্টিক দিয়েও এই পদ্ধতিটি প্রয়োগ করার চেষ্টা করেছিলেন ওয়ালশ, কিন্তু তিনি জানাচ্ছেন লিপস্টিকের ফরমুলা তেলতেলে, তা সেট করানোও কঠিন, ফলে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে আইলাইনার দিয়ে ভালোমতো আইশ্যাডো বেস তৈরি করা সম্ভব হলেও আইলাইনার দিয়ে শুধু ডার্ক লুক তৈরি করা যায়। তাই স্বাভাবিক মেকআপ লুক তৈরি করতে চাইলে আইলাইনার দিয়েও কাজ হবে না।

 

 

এই কৌশলটি কি #বিবিসেফটিটেস্ট উতরোতে পেরেছে?

এই কৌশলটি কি #বিবিসেফটিটেস্ট উতরোতে পেরেছে?

এই পদ্ধতিটিকে ঘিরে কিছু বিতর্ক রয়েছে। যে প্রডাক্ট চোখের ব্যাপারে নিরাপদ বলে স্বীকৃত নয়, তা চোখে লাগাতে বারণ করেন বিশেষজ্ঞেরা। চোখের জন্য তৈরি প্রডাক্টে যে পিগমেন্ট থাকে, তা ঠোঁট, গাল বা মুখের অন্যান্য অংশের জন্য তৈরি প্রডাক্টের পিগমেন্টের চেয়ে আলাদা। তাই সাবধান না হলে চোখে প্রতিক্রিয়া হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞেরা।

লাইনার দিয়ে যদি ঠোঁটে রেখা টেনে থাকেন তা হলে লিপলাইনার দূষিত হয়ে গেছে, এবং এটি পরিশোধিতও নয়। মুখে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এ সব ব্যাকটেরিয়া চোখে চলে গেলে সংক্রমণ হয়ে চোখের দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই টিকটকের কৌশল চিন্তাভাবনা না করে প্রয়োগ করবেন না। নিজে রিসার্চ করে দেখে নিন।

যদি একান্তই এই কৌশলটি প্রয়োগ করে দেখতে চান, তা হলে আগে *অবশ্যই* পেনসিলটি অ্যালকোহল-বেসড ক্লেনজার দিয়ে স্যানিটাইজ করবেন। এবং পেনসিলের মুখটি কেটে নিয়ে নতুন টিপ তৈরি করে নেবেন যা ঠোঁট বা মুখের অন্য কোনও অংশের সংস্পর্শে আসেনি। চোখের পাতা খুব বেশি টানবেন না, কারণ এই অংশটি অত্যন্ত পাতলা আর স্পর্শকাতর।

আমাদের চিরকালের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট থ্রিডি লিপ ডিফাইনার/Lakmé Absolute 3D Lip Definer। ছ'টি আকর্ষণীয় শেডে পাওয়া যায় এই লাইনার, এবং খুব সহজে ঠোঁটে পরে নেওয়া যায়, এমনকী পাতলা চোখের পাতাতে পরতেও অসুবিধে হয় না। এই পেনসিল খুবই নরম, তাই চোখের পাতায় ব্যথা লাগার ভয় নেই। তার সঙ্গে এটি ওয়াটারপ্রুফও বটে! তাই দীর্ঘস্থায়ী আই মেকআপ চাইলে বেছে নিতেই পারেন লিপ লাইনার। এর গাঢ় রং আপনার চোখদুটিকে করে তুলবে মোহময়! তাই চোখে যদি রঙের ঝিলিক আনতে চান, বেছে নিন এই পেনসিলটি!

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
791 views

Shop This Story

Looking for something else