এক নিমেষে মসৃণ, ঝকঝকে ত্বক পাওয়ার গোপন কথা লুকিয়ে রয়েছে প্রাইমারে। দিনভর মেকআপ ঠিকঠাক রাখার মূলেও সেই প্রাইমার। ঠিকভাবে পরা গেলে প্রাইমার মুখের রোমছিদ্র, সূক্ষ্মরেখা, বলিরেখা ঢেকে দিয়ে মুখে একটা মসৃণভাব এনে দেয়, আর বাকি মেকআপ লাগানোর কাজটাও অনেক সহজ করে দেয়।

কিন্তু উলটোটাও কি একেবারে হয় না? এমন উদাহরণ অনেক আছে, যেখানে প্রাইমার লাগানোর পরেও মেকআপ ঠিক করে বসে না। আপনারও যদি একই সমস্যা হয়ে থাকে, তা হলে তার কারণ সম্ভবত একটাই! সেটা হল আপনি সঠিক প্রাইমার ব্যবহার করছেন না! আজ্ঞে হ্যাঁ, প্রাইমার বেছে নেওয়ারও কিছু নিয়ম রয়েছে! যে কোনও একটা প্রাইমার কিনে লাগিয়ে ফেললেই চলবে না, জিনিসটা আপনার ত্বকের ধরনের সঙ্গে মানানসই কিনা দেখতে হবে সেটাও। ভাবছেন এখন যে প্রাইমারটা ব্যবহার করছেন সেটা আপনার ত্বকের সঙ্গে মানানসই কিনা? মিলিয়ে নিন কিছু চিহ্ন দেখে।

 

01. তেলতেলে ত্বক

01. তেলতেলে ত্বক

প্রাইমার যদি ঠিকঠাক হয়, তা হলে আপনার মুখে একটা ম্যাট এফেক্ট আসবে, বাড়তি তেল বেরিয়ে মেকআপ ঘাঁটবে না। তার জন্য লাইটওয়েট, সিলিকোন-বেসড ফরমুলার প্রাইমার কিনুন। এটি আপনার মুখের ব্রণ, দাগ ও অন্যান্য ত্বকের সমস্যা ঢেকে দিয়ে নিখুঁত বেস এনে দেবে।

 

02. শুকনো প্যাচ

02. শুকনো প্যাচ

যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাঁরা যদি ভুল প্রাইমার ব্যবহার করেন, তা হলে ত্বকের শুকনোভাব আরও প্রকট হয়ে উঠতে পারে। এর ফলে ফাউন্ডেশনও মসৃণভাবে বসবে না। এমন প্রাইমার দেখুন যাতে অন্তত একটা উপাদান আছে যা ত্বকে পুষ্টি জোগাতে পারে।Lakmé Absolute Undercover Gel Primer ভিটামিন ই-র গুণে সমৃদ্ধ, এটি আপনাকে একটা নিখুঁত বেস দেয়, তার সঙ্গে ত্বকে পুষ্টিও জোগায়।

 

03. রোমছিদ্রের বিপত্তি

03. রোমছিদ্রের বিপত্তি

আপনার মুখের রোমছিদ্র বড় হলে প্রাইমার অবশ্যই লাগান। প্রাইমার ব্যবহারের সুবিধে হল, এটি মুখের রোমছিদ্র ও রেখাগুলোকে ঢেকে দিয়ে আপনাকে দেয় মোমের মতো মসৃণ ত্বক। এ সব খাঁজভাঁজে ফাউন্ডেশন যাতে জমে না যায়, সেটিও সুনিশ্চিত করে প্রাইমার। আর যদি দেখেন প্রাইমার লাগানো সত্ত্বেও মুখের রোমছিদ্র ফুটে আছে, তা হলে বুঝবেন প্রাইমার বদল করার সময় চলে এসেছে। এমন প্রাইমার আপনার দরকার যা স্মুদিং আর ব্লারিং এফেক্ট দেয়। ব্যবহার করুন ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার/ Lakmé Absolute Blur Perfect Primer । এই প্রাইমার মুখে একটা ম্যাট ফিনিশ আর ব্লারিং এফেক্ট এনে দেয়। যাঁদের মুখে বড় রোমছিদ্র রয়েছে তাঁদের জন্য এই প্রাইমার খুবই কার্যকর।